ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury: মহুয়ার পাশে দাঁড়িয়ে ঘুষের বদলে প্রশ্ন ইস্যুতে মোদি সরকারকে তোপ অধীরের

Allegations of Bribery against TMC MP Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ এই ইস্যুিতে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী ৷ তিনি কেন্দ্রের মোদি সরকারকে এই ইস্যুতে তোপ দাগেন ৷

Adhir Ranjan Chowdhury-Mahua Moitra
Adhir Ranjan Chowdhury-Mahua Moitra
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:21 PM IST

কলকাতা, 20 অক্টোবর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য, একজন বিশেষ শিল্পপতির বিরুদ্ধে কেউ প্রশ্ন করলে তাঁকে দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে সরকার ৷

এ দিন সোশাল মিডিয়ায় সংবাদসংস্থা এএনআই-এর তরফে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সাংবাদিক বৈঠকের একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানেই মহুয়া মৈত্রকে নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন ৷

অধীর চৌধুরী বলেন, ‘‘...বিশেষ কোনও ব্যক্তি বা বিশেষ কোনও শিল্পপতির কারণে সরকার সমস্যার সম্মুখীন হচ্ছে । সরকার একজন বিশেষ শিল্পপতিকে রক্ষা করতে এতটাই তৎপর যে কেউ তার বিরুদ্ধে প্রশ্ন করলেই ব্যক্তি দেশের শত্রুতে পরিণত হয় ।’’

বহরমপুরের সাংসদ এক্ষেত্রে কারও নাম না করলেও তাঁর তির যে শিল্পপতি গৌতম আদানির দিকে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ কারণ, গত কয়েকটি অধিবেশনে সংসদে গৌতম আদানি ও তাঁর সংস্থাকে নিয়েই সবচেয়ে বেশি সরব হয়েছেন বিজেপি বিরোধী দলের সাংসদরা ৷ লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এই নিয়ে সরব হয়েছেন ৷ তৃণমূলের তরফে এই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷

  • #WATCH | West Bengal: Allegations of bribery against TMC MP Mahua Moitra | Congress leader Adhir Ranjan Chowdhury says, "... The government is facing problems because of a particular person or a particular industrialist. The government is so eager to protect a particular… pic.twitter.com/e0OETVCqQB

    — ANI (@ANI) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে যে অন্য এক শিল্পপতির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে আদানি গ্রুপ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার আক্রমণ করেছেন মহুয়া ৷ এই নিয়ে লোকসভার সাংসদ বিজেপির নিশিকান্ত দুবে অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ করেন ৷ বিষয়টি চলে যায় সংসদের এথিক্স কমিটির কাছে ৷ আগামী 26 অক্টোবর এথিক্স কমিটি নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় আনন্দ দেহদরাইকে তলব করেছে ৷

এ দিন অধীর চৌধুরী এথিক্স কমিটির বিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আমরা যখন হাউসে যাই, আমরা জনপ্রতিনিধি, আমাদের যেখানেই প্রশ্ন থাকে সেখানেই আমরা প্রশ্ন তোলার চেষ্টা করি... কিন্তু এথিক্স কমিটি গঠন করে তদন্ত শুরু করার এমন উপায় আমি কখনও দেখিনি... প্রত্যেক সদস্যের আছে সংসদের ভিতরে কথা বলার অধিকার... ৷’’

অধীর এই নিয়ে মুখ খুললেও তৃণমূল কংগ্রেস কিন্তু এখনও নীরব ৷ তাদের তরফে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: 'সিবিআই বা এথিক্স কমিটি ডাকলে যাব,' জবাব মহুয়ার

কলকাতা, 20 অক্টোবর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য, একজন বিশেষ শিল্পপতির বিরুদ্ধে কেউ প্রশ্ন করলে তাঁকে দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে সরকার ৷

এ দিন সোশাল মিডিয়ায় সংবাদসংস্থা এএনআই-এর তরফে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সাংবাদিক বৈঠকের একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানেই মহুয়া মৈত্রকে নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন ৷

অধীর চৌধুরী বলেন, ‘‘...বিশেষ কোনও ব্যক্তি বা বিশেষ কোনও শিল্পপতির কারণে সরকার সমস্যার সম্মুখীন হচ্ছে । সরকার একজন বিশেষ শিল্পপতিকে রক্ষা করতে এতটাই তৎপর যে কেউ তার বিরুদ্ধে প্রশ্ন করলেই ব্যক্তি দেশের শত্রুতে পরিণত হয় ।’’

বহরমপুরের সাংসদ এক্ষেত্রে কারও নাম না করলেও তাঁর তির যে শিল্পপতি গৌতম আদানির দিকে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ কারণ, গত কয়েকটি অধিবেশনে সংসদে গৌতম আদানি ও তাঁর সংস্থাকে নিয়েই সবচেয়ে বেশি সরব হয়েছেন বিজেপি বিরোধী দলের সাংসদরা ৷ লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এই নিয়ে সরব হয়েছেন ৷ তৃণমূলের তরফে এই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷

  • #WATCH | West Bengal: Allegations of bribery against TMC MP Mahua Moitra | Congress leader Adhir Ranjan Chowdhury says, "... The government is facing problems because of a particular person or a particular industrialist. The government is so eager to protect a particular… pic.twitter.com/e0OETVCqQB

    — ANI (@ANI) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে যে অন্য এক শিল্পপতির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে আদানি গ্রুপ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার আক্রমণ করেছেন মহুয়া ৷ এই নিয়ে লোকসভার সাংসদ বিজেপির নিশিকান্ত দুবে অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ করেন ৷ বিষয়টি চলে যায় সংসদের এথিক্স কমিটির কাছে ৷ আগামী 26 অক্টোবর এথিক্স কমিটি নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় আনন্দ দেহদরাইকে তলব করেছে ৷

এ দিন অধীর চৌধুরী এথিক্স কমিটির বিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আমরা যখন হাউসে যাই, আমরা জনপ্রতিনিধি, আমাদের যেখানেই প্রশ্ন থাকে সেখানেই আমরা প্রশ্ন তোলার চেষ্টা করি... কিন্তু এথিক্স কমিটি গঠন করে তদন্ত শুরু করার এমন উপায় আমি কখনও দেখিনি... প্রত্যেক সদস্যের আছে সংসদের ভিতরে কথা বলার অধিকার... ৷’’

অধীর এই নিয়ে মুখ খুললেও তৃণমূল কংগ্রেস কিন্তু এখনও নীরব ৷ তাদের তরফে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: 'সিবিআই বা এথিক্স কমিটি ডাকলে যাব,' জবাব মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.