ETV Bharat / state

Police Beaten in Kolkata: কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার' - চাঁদার জুলুম

নিউ মার্কেট থানা এলাকায় কালীপুজোর চাঁদা চেয়ে ট্রাক আটকাল পুজো কমিটির সদস্যরা ৷ এই ঘটনায় থানার পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ উঠল সদস্যদের বিরুদ্ধে ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চাধিকারিকরাও ৷

ETV Bharat
নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 10:58 AM IST

Updated : Nov 14, 2023, 11:15 AM IST

কলকাতা, 14 নভেম্বর: কালীপুজোয় চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ খাস কলকাতায় ৷ অভিযুক্তদের বাধা দিতে গেলে নিউমার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ-সহ তিন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ ৷ এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। তবে নিউমার্কেট থানার ওসি-সহ পুলিশ আধিকারিকদের প্রহৃত হওয়ার খবর প্রশাসনের কর্তাদের চিন্তা যে বাড়াবে তাতে সন্দেহ নেই ।

লালবাজার সূত্রে খবর, সোমবার এই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ এই ঘটনার সূত্রপাত কালীপুজোর দিন ৷ জানা গিয়েছে, নিউ মার্কেট থানার অন্তর্গত বন্ধু মহল ক্লাব এলাকায় মাছ, মাংস এবং কাঁচা সবজির দোকান রয়েছে ৷ ভোর থেকে সেখানে দূরদূরান্ত থেকে আসা মাছ, মাংস এবং কাঁচা সবজির ট্রাকগুলি ঢোকে ৷ কালীপুজোর দিন একটি মাংসের ট্রাককে রাস্তায় আটকে দেয় পুজো কমিটির সদস্যরা ৷ এরপর কালীপুজোর চাঁদা হিসেবে ট্রাকচালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা চায় তারা ৷ সেই চাঁদা দিতে অস্বীকার করেন ট্রাকচালক ৷

এরপর ট্রাকচালককে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকে পুজো কমিটির সদস্যরা ৷ এই খবর যায় মার্কেট ইউনিয়নের সদস্যদের কাছে ৷ তাঁরা তড়িঘড়ি স্থানীয় নিউ মার্কেট থানায় যোগাযোগ করেন ৷ ঘটনাস্থলে পৌঁছন নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা ৷ অভিযোগ, পুলিশের সামনেই ওই ট্রাকচালককে মারধর করে পুজো কমিটির সদস্যরা ৷ এরপর ঘটনাস্থলে আসেন নিউ মার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ ৷ তাঁর সঙ্গে বিশাল পুলিশবাহিনীও আসে ৷ তখন ওই ট্রাকচালককে ছেড়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুজো কমিটির সদস্যরা ৷

অভিযোগ, পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উলটে পুলিশের উপর চড়াও হন ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ ৷ তাঁদের মধ্যে ছিলেন মহিলারাও ৷ এমনকী নিউমার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ সহ তিনজন পুলিশ কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ পাশাপাশি আসেন ব়্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মীরাও ৷ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে মোট তিনজনকে পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ৷ এর আগে কলকাতা পুলিশের তরফ থেকে চাঁদার জুলুমবাজি বন্ধ করতে বিশেষ সর্তকতা জারি করা হয়েছিল। পুজো চলাকালীন বা পুজোর আগে শহর কলকাতায় যাতে কোথাও চাঁদার জুলুমবাজি না হয় তার জন্য বার্তাও দিয়েছিল লালবাজার ৷ এবার সেই ঘটনা আটকাতে গিয়ে নিউমার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ এবং তিনজন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল। যদিও এই বিষয়ে লালবাজারের কোনও শীর্ষকর্তা কোনও মন্তব্য করতে চাননি ৷

আরও পড়ুন:

1. শব্দবাজির দাপাদাপি রুখতে কন্ট্রোল রুম পরিবেশ কর্মীদের, জানানো যাবে অভিযোগ

2. কোহলির জন্মদিন ও ভারতের জয়ের সেলিব্রেশনে ইডেনে দেদার শব্দবাজি, প্রাণ গেল কলকাতা পুলিশের ঘোড়ার

3. 'ভয়েস অফ রিজনসে'র মৃত্যুর পর আচরণে বদল মাউন্টেড পুলিশের অন্যান্য ঘোড়াদের

কলকাতা, 14 নভেম্বর: কালীপুজোয় চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ খাস কলকাতায় ৷ অভিযুক্তদের বাধা দিতে গেলে নিউমার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ-সহ তিন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ ৷ এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। তবে নিউমার্কেট থানার ওসি-সহ পুলিশ আধিকারিকদের প্রহৃত হওয়ার খবর প্রশাসনের কর্তাদের চিন্তা যে বাড়াবে তাতে সন্দেহ নেই ।

লালবাজার সূত্রে খবর, সোমবার এই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ এই ঘটনার সূত্রপাত কালীপুজোর দিন ৷ জানা গিয়েছে, নিউ মার্কেট থানার অন্তর্গত বন্ধু মহল ক্লাব এলাকায় মাছ, মাংস এবং কাঁচা সবজির দোকান রয়েছে ৷ ভোর থেকে সেখানে দূরদূরান্ত থেকে আসা মাছ, মাংস এবং কাঁচা সবজির ট্রাকগুলি ঢোকে ৷ কালীপুজোর দিন একটি মাংসের ট্রাককে রাস্তায় আটকে দেয় পুজো কমিটির সদস্যরা ৷ এরপর কালীপুজোর চাঁদা হিসেবে ট্রাকচালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা চায় তারা ৷ সেই চাঁদা দিতে অস্বীকার করেন ট্রাকচালক ৷

এরপর ট্রাকচালককে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকে পুজো কমিটির সদস্যরা ৷ এই খবর যায় মার্কেট ইউনিয়নের সদস্যদের কাছে ৷ তাঁরা তড়িঘড়ি স্থানীয় নিউ মার্কেট থানায় যোগাযোগ করেন ৷ ঘটনাস্থলে পৌঁছন নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা ৷ অভিযোগ, পুলিশের সামনেই ওই ট্রাকচালককে মারধর করে পুজো কমিটির সদস্যরা ৷ এরপর ঘটনাস্থলে আসেন নিউ মার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ ৷ তাঁর সঙ্গে বিশাল পুলিশবাহিনীও আসে ৷ তখন ওই ট্রাকচালককে ছেড়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুজো কমিটির সদস্যরা ৷

অভিযোগ, পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উলটে পুলিশের উপর চড়াও হন ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ ৷ তাঁদের মধ্যে ছিলেন মহিলারাও ৷ এমনকী নিউমার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ সহ তিনজন পুলিশ কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ পাশাপাশি আসেন ব়্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মীরাও ৷ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে মোট তিনজনকে পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ৷ এর আগে কলকাতা পুলিশের তরফ থেকে চাঁদার জুলুমবাজি বন্ধ করতে বিশেষ সর্তকতা জারি করা হয়েছিল। পুজো চলাকালীন বা পুজোর আগে শহর কলকাতায় যাতে কোথাও চাঁদার জুলুমবাজি না হয় তার জন্য বার্তাও দিয়েছিল লালবাজার ৷ এবার সেই ঘটনা আটকাতে গিয়ে নিউমার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ এবং তিনজন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল। যদিও এই বিষয়ে লালবাজারের কোনও শীর্ষকর্তা কোনও মন্তব্য করতে চাননি ৷

আরও পড়ুন:

1. শব্দবাজির দাপাদাপি রুখতে কন্ট্রোল রুম পরিবেশ কর্মীদের, জানানো যাবে অভিযোগ

2. কোহলির জন্মদিন ও ভারতের জয়ের সেলিব্রেশনে ইডেনে দেদার শব্দবাজি, প্রাণ গেল কলকাতা পুলিশের ঘোড়ার

3. 'ভয়েস অফ রিজনসে'র মৃত্যুর পর আচরণে বদল মাউন্টেড পুলিশের অন্যান্য ঘোড়াদের

Last Updated : Nov 14, 2023, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.