কলকাতা, 12 এপ্রিল: শহরে এলেন সিবিআইয়ের শীর্ষ আধিকারিক ৷ মঙ্গলবার নিজাম প্যালেসে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর ৷ জানা গিয়েছে, গতকাল তিনি কলকাতায় এসে সরাসরি রাজ্যের সদর কার্যালয়ে চলে যান ৷ সেখানে সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলেন অজয় ভাটনগর ৷
সূত্রের খবর, অজয় ভাটনগরেসঙ্গে রাজ্যের গরুপাচার, কয়লাপাচার কাণ্ডে যুক্ত তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় ৷ তদন্ত কোন পথে এগোচ্ছে তা তিনি তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে জানতে চান । পাশাপাশি আধিকারিকরা কীভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটাও জানতে চান ৷ একইসঙ্গে তদন্ত করতে গিয়ে কোন কোন বাধার সম্মুখীন হতে হচ্ছে সে খবরও নেন অজয়।
তাছাড়া কেন বারবার সিবিআইকে আদালতের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ? সেই প্রশ্নও উঠে আসে । সূত্রের খবর, এ প্রসঙ্গে অজয় ভাটনগরকে তদন্তকারী আধিকারিকরা জানান, তাঁদের কাছে হাতে গোনা কয়েকজন আধিকারিক রয়েছেন ৷ কিন্তু তাঁদের হাতে রাজ্যের হাইপ্রোফাইল দুর্নীতির তদন্তগুলি রয়েছে ৷ ফলে এত কম সংখ্যক লোক নিয়ে এই বিশাল তদন্ত চালাতে খানিকটা বাধার সম্মুখীন হতে হচ্ছে ৷
এছাড়া অজয় ভাটনগর গরুপাচার মামলায় বিশেষ জোর দিয়ে তদন্তকারীদের কাছ থেকে জানতে চান, আব্দুল লতিফ কোথায় রয়েছে এবং তার সন্ধান পাওয়ার জন্য তদন্তকারীরা এখনও পর্যন্ত কোন কোন পথে প্রচেষ্টা করেছেন ? রাজু ঝা খুনে ঘটনাস্থলে দেখা গিয়েছিল আব্দুল লতিফকে ৷ এখানেই প্রশ্ন, তাহলে কেন এই ব্যক্তিকে খুঁজে পাচ্ছেন না সিবিআইয়ের আধিকারিকরা ৷ আব্দুল লতিফের সন্ধানে একটি আভ্যন্তরীণ অনুসন্ধান প্রক্রিয়া চালাচ্ছেন তদন্তকারীরা ৷ এরপর অজয় ভাটনগর ধীরে ধীরে রাজ্যের নিয়োগ দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা তদন্তকারী দলের মধ্যে এসপি এবং ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে আলাদা করে কথা বলেন। পাশাপাশি বেশ কিছু আইনি পরামর্শও দেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: রাজু ঝা'র হত্যাকারীরা এসেছিল ঝাড়খণ্ড থেকেই, অনুমান পুলিশের