ETV Bharat / state

Corona in Bengal : দু'হাজারের নীচে নামল সংক্রমণ, কমল মৃত্যুও - WEST BENGAL

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 879 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 42 জনের ৷ রাজ্যে আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে 3.93 শতাংশে ৷ 20 জুন সোয়াব টেস্ট করা হয়েছে 47 হাজার 771 জনের ৷

Corona in Bengal
দু'হাজারের নীচে নামল সংক্রমণ, কমল মৃত্যুও
author img

By

Published : Jun 21, 2021, 8:28 PM IST

Updated : Jun 21, 2021, 8:44 PM IST

কলকাতা, 21 জুন : রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমল ৷ একইসঙ্গে সোমবার রাজ্যে দৈনিক মৃত্যুও কমেছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 1 হাজার 879 জন ৷ রবিবার আক্রান্তের সংখ্যা ছিল 2 হাজার 184 জন ৷ সংক্রমণের নিম্নমুখী হারে অনেকটাই স্বস্তিতে বঙ্গবাসী ৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 14 লাখ 83 হাজার 586 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 2 হাজার 113 জন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 42 জনের ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 হাজার 740 জন ৷ সোমবার 47 হাজার 771 জনের সোয়াব টেস্ট করা হয়েছে ৷ তার মধ্যে 3.93 শতাংশের করোনা পজিটিভ ধরা পড়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 37 লাখ 32 হাজার 633 টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে ৷

আরও পড়ুন: 88 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

সংক্রমণ কমেছে উত্তর 24 পরগনা জেলাতেও ৷ গত 24 ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 295 জন ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷ কলকাতায় গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 171 জন ৷ মৃত্যু হয়েছে 9 জনের ৷

কলকাতা, 21 জুন : রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমল ৷ একইসঙ্গে সোমবার রাজ্যে দৈনিক মৃত্যুও কমেছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 1 হাজার 879 জন ৷ রবিবার আক্রান্তের সংখ্যা ছিল 2 হাজার 184 জন ৷ সংক্রমণের নিম্নমুখী হারে অনেকটাই স্বস্তিতে বঙ্গবাসী ৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 14 লাখ 83 হাজার 586 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 2 হাজার 113 জন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 42 জনের ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 হাজার 740 জন ৷ সোমবার 47 হাজার 771 জনের সোয়াব টেস্ট করা হয়েছে ৷ তার মধ্যে 3.93 শতাংশের করোনা পজিটিভ ধরা পড়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 37 লাখ 32 হাজার 633 টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে ৷

আরও পড়ুন: 88 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

সংক্রমণ কমেছে উত্তর 24 পরগনা জেলাতেও ৷ গত 24 ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 295 জন ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷ কলকাতায় গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 171 জন ৷ মৃত্যু হয়েছে 9 জনের ৷

Last Updated : Jun 21, 2021, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.