ETV Bharat / state

NBSTC: চার বছর পর ফের চালু হচ্ছে কলকাতা-শিলিগুড়ি এসি বাস পরিষেবা - ফের এসি বাস পরিষেবা চালু কলকাতা ও শিলিগুড়ির রুটে

কলকাতা-শিলিগুড়ি রুটে ফের চালু হবে এসি বাস পরিষেবা ৷ যাত্রীসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফের এই পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা(NBSTC)৷

Etv Bharat
4 বছর পর ফের চালু হচ্ছে কলকাতা-শিলিগুড়ি এসি বাস
author img

By

Published : Oct 31, 2022, 5:56 PM IST

কলকাতা, 31 অক্টোবর: দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর কলকাতা ও শিলিগুড়ির মধ্যে আবারও চালু হতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা(AC Bus Service to Resume between Kolkata Siliguri) ৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (North Bengal State Transport Corporation- NBSTC)পক্ষ থেকে সোমবার এমনটাই জানানো হয়েছে ৷

প্রতিদিন বহু যাত্রী কলকাতা থেকে শিলিগুড়ি সফর করেন । চার বছর আগেই এই রুটে এসি বাস পরিষেবা চালু থাকলেও বিভিন্ন কারণবশত তা বন্ধ হয়ে যায় ৷ তবে পুনরায় এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি । শুধু কলকাতা শিলিগুড়ি নয়, এর পাশাপাশি আরও দু'টি রুটে কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ রুটে পুনরায় চালু করা হবে এসি বাস পরিষেবা ।

এই বিষয়ে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "আজ থেকে চার বছর আগে এই তিনটি রুট মিলিয়ে অনেকগুলি শীততাপ নিয়ন্ত্রিত বাস চলত । তবে বেশ কিছু কারণের জন্য সেগুলি বন্ধ হয়ে যায় । আপাতত শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ এই তিনটি রুটে একটি করে এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এরপর ভবিষ্যতে চাহিদা দেখে আরও বাস নামানোর পরিকল্পনা রয়েছে ।"

পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি করোনাকালে যাত্রীসংখ্যা অনেকটাই কমে গিয়েছিল । তবে পরিস্থিতি এখন আবার স্বাভাবিক । তাই ফের শীততাপ নিয়ন্ত্রিত রকেট পুশ ব্যাক বাস পরিষেবা চালু করা হচ্ছে । কলকাতার ধর্মতলা ডিপো থেকে প্রতিদিন সন্ধ্যে 6টা 30 মিনিটে একটি বাস ছেড়ে শিলিগুড়ি যাবে । আবার শিলিগুড়ি থেকে একটি বাস সন্ধে 7টায় কলকাতার উদ্দেশ্যে আসবে ।

আরও পড়ুন : ফের এসি বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি

কলকাতা, 31 অক্টোবর: দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর কলকাতা ও শিলিগুড়ির মধ্যে আবারও চালু হতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা(AC Bus Service to Resume between Kolkata Siliguri) ৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (North Bengal State Transport Corporation- NBSTC)পক্ষ থেকে সোমবার এমনটাই জানানো হয়েছে ৷

প্রতিদিন বহু যাত্রী কলকাতা থেকে শিলিগুড়ি সফর করেন । চার বছর আগেই এই রুটে এসি বাস পরিষেবা চালু থাকলেও বিভিন্ন কারণবশত তা বন্ধ হয়ে যায় ৷ তবে পুনরায় এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি । শুধু কলকাতা শিলিগুড়ি নয়, এর পাশাপাশি আরও দু'টি রুটে কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ রুটে পুনরায় চালু করা হবে এসি বাস পরিষেবা ।

এই বিষয়ে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "আজ থেকে চার বছর আগে এই তিনটি রুট মিলিয়ে অনেকগুলি শীততাপ নিয়ন্ত্রিত বাস চলত । তবে বেশ কিছু কারণের জন্য সেগুলি বন্ধ হয়ে যায় । আপাতত শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ এই তিনটি রুটে একটি করে এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এরপর ভবিষ্যতে চাহিদা দেখে আরও বাস নামানোর পরিকল্পনা রয়েছে ।"

পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি করোনাকালে যাত্রীসংখ্যা অনেকটাই কমে গিয়েছিল । তবে পরিস্থিতি এখন আবার স্বাভাবিক । তাই ফের শীততাপ নিয়ন্ত্রিত রকেট পুশ ব্যাক বাস পরিষেবা চালু করা হচ্ছে । কলকাতার ধর্মতলা ডিপো থেকে প্রতিদিন সন্ধ্যে 6টা 30 মিনিটে একটি বাস ছেড়ে শিলিগুড়ি যাবে । আবার শিলিগুড়ি থেকে একটি বাস সন্ধে 7টায় কলকাতার উদ্দেশ্যে আসবে ।

আরও পড়ুন : ফের এসি বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.