ETV Bharat / state

Abhishek Banerjee: দু'দিনের সফরে মেঘালয় উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - মেঘালয় উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ও আগামিকাল মেঘালয়েই থাকবেন অভিষেক। শুক্রবার মেঘালয়ে তাঁর একটি দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা রয়েছে (Abhishek Banerjee to inaugurate a party office in Meghalaya)

Etv Bharat
দু'দিনের সফরে মেঘালয় উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 17, 2022, 5:05 PM IST

কলকাতা, 17 নভেম্বর: দু'দিনের সফরে মেঘালয় উড়ে গেলেন গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee off to Meghalaya visit for two days)। আজ ও আগামিকাল মেঘালয়েই থাকবেন তিনি। শুক্রবার মেঘালয়ে তাঁর একটি দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা রয়েছে। তারপর সেখান থেকে তিনি যোগ দেবেন দলীয় কর্মীদের বৈঠকে। আগামিকাল সেখানে গির্জার একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর। সেখানে গিয়ে প্রবীণদের সঙ্গে কথা বলবেন তিনি। বিকেলে তুরা আইন কলেজের মাঠে জনসভা করার কথা অভিষেকের।

আগামিকাল সফর শেষ করার আগে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ। গতবছর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তাঁর সঙ্গে যোগ দেন এক ডজন বিধায়ক। মেঘালয় বিধানসভায় এই মুহূর্তে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। স্বভাবতই উত্তর-পূর্বে রাজ্যে সরকার গঠনই যে লক্ষ্য তৃণমূলের, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ তাই মেঘালয়ে নিজেদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে এই রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসে মনে করছে মেঘালয়ের সংগঠনকে ঢেলে সাজানো সম্ভব হলে তারা সেখানে সরকার গঠন করা কোনও সমস্যার নয়। সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার মেঘালয়ে উড়ে গেলেন অভিষেক।

আরও পড়ুন: গডকরির অসুস্থতায় উদ্বিগ্ন মমতা, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন

আগেও মেঘালয়ে গিয়েছিলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। গত সফরেই তিনি জানিয়েছিলেন, সেখানের সবক'টি আসনে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তৃণমূল। রাষ্ট্রপতি নির্বাচনের আগে ওই সফরে গিয়ে অভিষেক জানান, মেঘালয় দিল্লি বা গুজরাতের সামনে মাথা নিচু করবে না। মেঘালয় শাসন করবে মেঘালয়ের ভূমি পুত্ররাই। তাঁর দাবি ছিল, উত্তরপূর্ব ভারতে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে তৃণমূলই। এবার অভিষেকের সফর চলাকালীন দলের তরফ থেকে বেশ কিছু চমক অপেক্ষা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এক্ষেত্রে মনে করা হচ্ছে অন্য দল ছেড়ে কয়েকজন বড় নেতা অভিষেকের এই সফরকালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে পারে।

কলকাতা, 17 নভেম্বর: দু'দিনের সফরে মেঘালয় উড়ে গেলেন গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee off to Meghalaya visit for two days)। আজ ও আগামিকাল মেঘালয়েই থাকবেন তিনি। শুক্রবার মেঘালয়ে তাঁর একটি দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা রয়েছে। তারপর সেখান থেকে তিনি যোগ দেবেন দলীয় কর্মীদের বৈঠকে। আগামিকাল সেখানে গির্জার একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর। সেখানে গিয়ে প্রবীণদের সঙ্গে কথা বলবেন তিনি। বিকেলে তুরা আইন কলেজের মাঠে জনসভা করার কথা অভিষেকের।

আগামিকাল সফর শেষ করার আগে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ। গতবছর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তাঁর সঙ্গে যোগ দেন এক ডজন বিধায়ক। মেঘালয় বিধানসভায় এই মুহূর্তে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। স্বভাবতই উত্তর-পূর্বে রাজ্যে সরকার গঠনই যে লক্ষ্য তৃণমূলের, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ তাই মেঘালয়ে নিজেদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে এই রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসে মনে করছে মেঘালয়ের সংগঠনকে ঢেলে সাজানো সম্ভব হলে তারা সেখানে সরকার গঠন করা কোনও সমস্যার নয়। সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার মেঘালয়ে উড়ে গেলেন অভিষেক।

আরও পড়ুন: গডকরির অসুস্থতায় উদ্বিগ্ন মমতা, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন

আগেও মেঘালয়ে গিয়েছিলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। গত সফরেই তিনি জানিয়েছিলেন, সেখানের সবক'টি আসনে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তৃণমূল। রাষ্ট্রপতি নির্বাচনের আগে ওই সফরে গিয়ে অভিষেক জানান, মেঘালয় দিল্লি বা গুজরাতের সামনে মাথা নিচু করবে না। মেঘালয় শাসন করবে মেঘালয়ের ভূমি পুত্ররাই। তাঁর দাবি ছিল, উত্তরপূর্ব ভারতে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে তৃণমূলই। এবার অভিষেকের সফর চলাকালীন দলের তরফ থেকে বেশ কিছু চমক অপেক্ষা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এক্ষেত্রে মনে করা হচ্ছে অন্য দল ছেড়ে কয়েকজন বড় নেতা অভিষেকের এই সফরকালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে পারে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.