ETV Bharat / state

Abhishek Moves Division Bench: বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আপিল অভিষেকের - বিচারপতি অমৃতা সিনহা

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার এই মামলার শুনানি হতে পারে ৷

Abhishek Moves Division Bench
অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট
author img

By

Published : May 18, 2023, 3:53 PM IST

Updated : May 18, 2023, 4:36 PM IST

কলকাতা, 18 মে: বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সিবিআই-ইডি-র জিজ্ঞাসাবাদে সম্মতি ও 25 লাখ টাকা জরিমানার নির্দেশের বিরুদ্ধে আজ দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে যে, তিনি নিজে অথবা অন্য কোনও ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে মামলার শুনানি করা হোক ।

আজ সকালেই বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আবেদন খারিজ করে তাঁদের মোট 50 লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আপিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন এবং দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন ।

বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার আপিল হওয়ার কথা রয়েছে । কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এ দিন দ্বিতীয়ার্ধে বসেননি । সেই কারণেই প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় এই মামলা নিয়ে । শেষ খবর পাওয়া পর্যন্ত হাইকোর্টের ওয়েবসাইটে সমস্যা থাকার জন্য সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি পেতে সমস্যা হচ্ছে । সেই জন্য ডিভিশন বেঞ্চে আপিল দায়ের করতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে । আগামিকাল অর্থাৎ শুক্রবার অভিষেকের আপিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠির সত্যতা খতিয়ে দেখতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই বা ইডি ৷ সেই সংক্রান্ত মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট ৷ বেঞ্চ পরিবর্তন করে মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে । সেই শুনানিতেই বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন ৷ যে রায়ের ভিত্তিতে এ বার অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

এ ছাড়াও আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে মোট 50 হাজার টাকার জরিমানা করেছেন বিচারপতি সিনহা ৷

আরও পড়ুন: আবার কি সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক ? রায়ের কপি হাতে পেলেই সিদ্ধান্ত

কলকাতা, 18 মে: বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সিবিআই-ইডি-র জিজ্ঞাসাবাদে সম্মতি ও 25 লাখ টাকা জরিমানার নির্দেশের বিরুদ্ধে আজ দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে যে, তিনি নিজে অথবা অন্য কোনও ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে মামলার শুনানি করা হোক ।

আজ সকালেই বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আবেদন খারিজ করে তাঁদের মোট 50 লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আপিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন এবং দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন ।

বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার আপিল হওয়ার কথা রয়েছে । কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এ দিন দ্বিতীয়ার্ধে বসেননি । সেই কারণেই প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় এই মামলা নিয়ে । শেষ খবর পাওয়া পর্যন্ত হাইকোর্টের ওয়েবসাইটে সমস্যা থাকার জন্য সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি পেতে সমস্যা হচ্ছে । সেই জন্য ডিভিশন বেঞ্চে আপিল দায়ের করতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে । আগামিকাল অর্থাৎ শুক্রবার অভিষেকের আপিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠির সত্যতা খতিয়ে দেখতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই বা ইডি ৷ সেই সংক্রান্ত মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট ৷ বেঞ্চ পরিবর্তন করে মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে । সেই শুনানিতেই বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন ৷ যে রায়ের ভিত্তিতে এ বার অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

এ ছাড়াও আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে মোট 50 হাজার টাকার জরিমানা করেছেন বিচারপতি সিনহা ৷

আরও পড়ুন: আবার কি সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক ? রায়ের কপি হাতে পেলেই সিদ্ধান্ত

Last Updated : May 18, 2023, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.