কলকাতা, 22 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার । তবে পদযাত্রা বাতিল করলেও তাতে আমল না দিয়ে আজ ত্রিপুরার পথে অভিষেক (Abhishek Banerjee in Tripura) ৷ তাঁর পদযাত্রা বাতিলের প্রতিবাদ জানিয়ে কুণাল ঘোষ টুইটে সরব হন ৷
টুইট করে কুণাল ঘোষ লেখেন, "অভিষেকের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার । চক্ষুলজ্জায় নির্দেশে বলল সবার বাতিল । কিন্তু চিঠিতেই প্রমাণিত যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই । চিঠির বয়ানেই মানছে পুলিশ । খোদ রাজধানী আগরতলার বুকে এই অবস্থা । গুন্ডারাজ চলছে । মানুষ বিচার করবেন ।
-
অভিষেকের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
চক্ষুলজ্জায় নির্দেশে বলল সবার বাতিল।
কিন্তু চিঠিতেই প্রমাণিত যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।
চিঠির বয়ানেই মানছে পুলিশ।
খোদ রাজধানী আগরতলার বুকে এই অবস্থা।
গুন্ডারাজ চলছে।
মানুষ বিচার করবেন। pic.twitter.com/Qtn693SfDF
">অভিষেকের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021
চক্ষুলজ্জায় নির্দেশে বলল সবার বাতিল।
কিন্তু চিঠিতেই প্রমাণিত যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।
চিঠির বয়ানেই মানছে পুলিশ।
খোদ রাজধানী আগরতলার বুকে এই অবস্থা।
গুন্ডারাজ চলছে।
মানুষ বিচার করবেন। pic.twitter.com/Qtn693SfDFঅভিষেকের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা সরকার।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021
চক্ষুলজ্জায় নির্দেশে বলল সবার বাতিল।
কিন্তু চিঠিতেই প্রমাণিত যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।
চিঠির বয়ানেই মানছে পুলিশ।
খোদ রাজধানী আগরতলার বুকে এই অবস্থা।
গুন্ডারাজ চলছে।
মানুষ বিচার করবেন। pic.twitter.com/Qtn693SfDF
আজ তিনি আরও একটি টুইটে লেখেন, "অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইনশৃঙ্খলার কারণে ! রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব । বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন । ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছেন । এখানে অবস্থা খুব খারাপ । গুন্ডারা ঘুরছে । আমরা পথসভার চেষ্টা করছি । তবে অভিষেক আসছে ।"
-
অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইনশৃঙ্খলার কারণে!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব।
বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছেন।
এখানে অবস্থা খুব খারাপ। গুন্ডারা ঘুরছে।
আমরা পথসভার চেষ্টা করছি।
তবে অভিষেক আসছে।
">অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইনশৃঙ্খলার কারণে!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021
রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব।
বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছেন।
এখানে অবস্থা খুব খারাপ। গুন্ডারা ঘুরছে।
আমরা পথসভার চেষ্টা করছি।
তবে অভিষেক আসছে।অভিষেকের পদযাত্রার অনুমতি বাতিল হল। আইনশৃঙ্খলার কারণে!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021
রাজ্য স্বীকার করছে এখানে এত খারাপ অবস্থা যে ভোট প্রচারও অসম্ভব।
বাংলায় কিন্তু সবাই গিয়ে প্রচার করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছেন।
এখানে অবস্থা খুব খারাপ। গুন্ডারা ঘুরছে।
আমরা পথসভার চেষ্টা করছি।
তবে অভিষেক আসছে।
আজ পোলো টাওয়ার্সে বেলা 3টেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷