কলকাতা, 2 নভেম্বর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক ৷ বর্তমানে তাঁর বয়স 87 বছর । তাঁকে দেখতে আজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি জানান, আগামিকাল, শুক্রবার কলকাতায় আসছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷
বেশ কিছুদিন ধরে কলকাতায় ইএম বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় । নিউরোলজিস্ট অনিমেষ কর ও পালমোনোলজিস্ট সৌরভ মাঝি তাঁর চিকিৎসা করছেন ৷ হাসপাতাল সূত্রে খবর, নির্মলা বন্দ্যোপাধ্যায়ের খুবই সংকটজনক পরিস্থিতি ৷ বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসপাতালে গিয়ে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ হাসপাতাল থেকে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি বলেন,
"আমি আরএন টেগর হাসপাতালে গিয়েছিলাম নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায়কে দেখতে । আমার তাঁর সঙ্গে আলাপ হয়েছিল । আমি শুনেছি তিনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন । তিনি খুব অসুস্থ তাই আমি গিয়েছিলাম । আমি তাঁকে দেখেছি কত সুন্দর ফিটফাট । আমার কাছে এসেছিলেন, অনেকবার কথাও হয়েছে । তাঁর অবস্থা খুব সংকটজনক । কাল অভিজিৎ আসবেন কলকাতায় ।"
এর আগে, অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার খবর জানিয়ে সোশাল মিডিয়া এক্স-এ একটি পোস্টও করেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি লেখেন, "প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপিকা নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মায়ের অবস্থা আশংকাজনক জেনে আমি দুঃখিত । আমি এখন তাঁকে হাসপাতালে দেখতে যাচ্ছি । আসুন, আমরা তাঁর জন্য প্রার্থনা করি ।" এই পোস্ট করার পরই হাসপাতালে দেখতে যান মমতা ।
উল্লেখ্য, বিদেশে থাকলেও রাজ্যের বেশকিছু অর্থনৈতিক বিষয়ে নজর রাখেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ এছাড়াও রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য তিনি ৷ 2019 সালে অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ