ETV Bharat / state

রেড জ়োন হওয়ায় 30 এপ্রিল পর্যন্ত বন্ধ বিধাননগরের 1-5 ওয়ার্ডের সব বাজার - 5 wards all markets are closed till 30th april in narayanpur, bidhannagar

নারায়ণপুর পূর্ব বেড়াবেড়ি এলাকাকে রেড জ়োন করে দিল নারায়ণপুর থানার পুলিশ ৷ জানা গেছে , সেখানে এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

5 wards all markets are closed till 30th april in narayanpur, bidhannagar
রেড জ়োন হওয়ায় 30 এপ্রিল পর্যন্ত বন্ধ বিধাননগরের 1-5 ওয়ার্ডের সব বাজার
author img

By

Published : Apr 28, 2020, 10:30 PM IST

নারায়ণপুর, 28 এপ্রিল : নারায়ণপুর পূর্ব বেড়াবেড়ি এলাকাকে রেড জ়োন করে দিল নারায়ণপুর থানার পুলিশ ৷ জানা গেছে , সেখানে এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তারপরেই ওই এলাকা রেড জ়োন করে দেয় পুলিশ । পাশাপাশি, ওই এলাকা স্যানিটাইজ়ও করা হচ্ছে বিধাননগর পৌরনিগমের পক্ষ থেকে । এছাড়াও পৌরনিগমের 1-5 নম্বর ওয়ার্ড এলাকার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিধাননগর পৌরনিগম ।

জানা গেছে, ওই এলাকার এক মহিলা কয়েকদিন আগে থেকে জ্বর কাশিতে অসুস্থ হয়ে পড়েন । তিনি বিধাননগর পৌরনিগমের 2 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর পূর্ব বেড়াবেড়ি এলাকার বাসিন্দা ৷ তাঁকে প্রথমে রাজারহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় রাজারহাট কোয়ারানটিন সেন্টারে । গতকাল খবর আসে ওই মহিলার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । এরপর গতকালই ওই মহিলার পরিবারের 17 জনকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । আজ সকাল থেকেই ওই এলাকা স্যানিটাইজ় করার উদ্যোগ নিয়েছে বিধাননগর পৌরনিগম । নারায়ণপুর পূর্ব বেড়াবেড়ি এলাকা গার্ডরেল ও বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেড জ়োন করে দিয়েছে নারায়ণপুর থানার পুলিশ । পুলিশ ও বিধাননগর পৌরনিগমের পক্ষ থেকে এলাকায় ঘোষণা করা হচ্ছে 1-5 নম্বর ওয়ার্ড এলাকার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার জন্য । শুধু ওষুধের ও দুধের দোকান খোলা থাকবে । 30 এপ্রিল পর্যন্ত বাজার ও দোকান বন্ধ রাখা হবে ।

এবিষয়ে বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, " ওই এলাকার এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ সেকারণে আমরা ওই এলাকাকে রেড জ়োন হিসেবে ঘোষণা করেছি ৷ আজ থেকে 5 ওয়ার্ডের সমস্ত বাজার দোকান বন্ধ থাকবে ৷ একমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে ৷ "

নারায়ণপুর, 28 এপ্রিল : নারায়ণপুর পূর্ব বেড়াবেড়ি এলাকাকে রেড জ়োন করে দিল নারায়ণপুর থানার পুলিশ ৷ জানা গেছে , সেখানে এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তারপরেই ওই এলাকা রেড জ়োন করে দেয় পুলিশ । পাশাপাশি, ওই এলাকা স্যানিটাইজ়ও করা হচ্ছে বিধাননগর পৌরনিগমের পক্ষ থেকে । এছাড়াও পৌরনিগমের 1-5 নম্বর ওয়ার্ড এলাকার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিধাননগর পৌরনিগম ।

জানা গেছে, ওই এলাকার এক মহিলা কয়েকদিন আগে থেকে জ্বর কাশিতে অসুস্থ হয়ে পড়েন । তিনি বিধাননগর পৌরনিগমের 2 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর পূর্ব বেড়াবেড়ি এলাকার বাসিন্দা ৷ তাঁকে প্রথমে রাজারহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় রাজারহাট কোয়ারানটিন সেন্টারে । গতকাল খবর আসে ওই মহিলার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । এরপর গতকালই ওই মহিলার পরিবারের 17 জনকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । আজ সকাল থেকেই ওই এলাকা স্যানিটাইজ় করার উদ্যোগ নিয়েছে বিধাননগর পৌরনিগম । নারায়ণপুর পূর্ব বেড়াবেড়ি এলাকা গার্ডরেল ও বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেড জ়োন করে দিয়েছে নারায়ণপুর থানার পুলিশ । পুলিশ ও বিধাননগর পৌরনিগমের পক্ষ থেকে এলাকায় ঘোষণা করা হচ্ছে 1-5 নম্বর ওয়ার্ড এলাকার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার জন্য । শুধু ওষুধের ও দুধের দোকান খোলা থাকবে । 30 এপ্রিল পর্যন্ত বাজার ও দোকান বন্ধ রাখা হবে ।

এবিষয়ে বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, " ওই এলাকার এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ সেকারণে আমরা ওই এলাকাকে রেড জ়োন হিসেবে ঘোষণা করেছি ৷ আজ থেকে 5 ওয়ার্ডের সমস্ত বাজার দোকান বন্ধ থাকবে ৷ একমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.