কলকাতা, 23 মার্চ : 3 এপ্রিল ব্রিগেডে জনসভা করবেন নরেন্দ্র মোদি। আজ ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য BJP-র সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, মুকুল রায় সহ দক্ষিণবঙ্গের ১৭ জন প্রার্থী।
BJP-র রথযাত্রা কর্মসূচির শেষ পর্বে ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভা করার কথা ছিল। কিন্তু রথযাত্রা, জনসভা কিছুই হয়নি। তাই এবার প্রথম দফার নির্বাচনের আগেই কলকাতায় সভা করবেন নরেন্দ্র মোদি।
ব্রিগেড ভরানোর জন্য ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলা সভাপতিদের টার্গেট দেওয়া হয়েছে। ৩ তারিখের জনসভায় কলকাতা ও শহরতলির লোকসভা কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
পাশাপাশি, রাজ্যে আসবেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। তিনি ৪ দিন রাজ্যে থাকবেন বলে সূত্রের খবর। তিনি উত্তর ও দক্ষিণবঙ্গে জনসভা করতে পারেন।