কলকাতা, 14 ডিসেম্বর : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর । বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, 2021 সালের 1 জানুয়ারি থেকে সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে অতিরিক্ত 3 শতাংশ যুক্ত হবে। অর্থাৎ সমস্ত কর্মচারী 3 শতাংশ হারে ভাতা পাবেন। এই সুবিধার আওতায় আসবেন শিক্ষক - অশিক্ষক, পৌরসভা, পঞ্চায়েত ও বিভিন্ন লোকাল বডির কর্মীরা। এমনকী সরকারি পেনশন প্রাপকরাও এর সুবিধা পাবেন।
প্রতিবছর জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য কিছু পরিমাণ মহার্ঘ ভাতা দিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । এবছর কোরোনা পরিস্থিতিতেও এর অন্যথা ঘটল না । আগেই মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সেইমতো আজ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ দপ্তর । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত কর্মচারীর বেসিক পে বার্ষিক 2 লাখ 1 হাজার টাকা পর্যন্ত তাঁরা 3 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন ।
আরও পড়ুন :- রাজ্য DA স্থগিতের সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়বেন কর্মীরা, মত একাধিক সংগঠনের
মহার্ঘ ভাতা নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা চলছে ৷ স্যাটে এই মামলা চালাচ্ছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়। কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল স্যাট । কিন্তু, স্যাটের রায়কে রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না বলে অভিযোগ । এরই মধ্যে নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য 3 শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ।