ETV Bharat / state

আড়াই মাস পর বেলেঘাটা আইডি'তে করোনা রোগী, ভাইরাস আক্রান্ত 3 জন ভর্তি হাসপাতালে

Corona infection in West Bengal: করোনা আক্রান্ত তিন রোগীর চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি হাসপাতালে ৷ তাঁদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ ৷

ETV Bharat
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 9:25 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: আড়াই মাস পর ফের বেলেঘাটা আইডি হাসপাতালে করোনার থাবা ৷ করোনা আক্রান্ত তিন জন এই হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর ৷ আক্রান্তদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ ৷ প্রত্যেকেই পঞ্চাশোর্ধ্ব ৷ তবে করোনা সংক্রমিতদের মধ্যে 2 জন অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে এসেছিলেন ৷ সেই রোগের চিকিৎসা চলছিল ৷ তারপর শ্বাসকষ্ট হওয়ায় করোনা পরীক্ষা করা হয় ৷ তাতেই করোনা সংক্রমণ ধরা পড়ে ৷

হাসপাতাল সূত্রের খবর, এই তিনজনের মধ্যে দু'জন উত্তর কলকাতার বাসিন্দা এবং একজন বারাসতের ৷ এক আক্রান্তের 'রেনাল ফেইলিওর' হয়েছিল ৷ তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ অন্যদিকে আরেকজন ম্যালেরিয়া নিয়ে এবং আরেকজন ডায়ারিয়ার চিকিৎসার কারণে বেলেঘাটা আইডি হাসপাতালে প্রায় পাঁচ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ৷ কীভাবে রোগীরা করোনায় আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

এদিকে শনিবার সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে গত 24 ঘণ্টায় নতুন করে 743 জন করোনা সংক্রমিত হয়েছেন ৷ গত 225 দিনে এই সংখ্যা সর্বোচ্চ ৷ মৃত্যু হয়েছে 7 জনের ৷ শীতের শুরুতেই দেশের বিভিন্ন রাজ্যে করোনার নতুন ভ্যারিয়্যান্টের সংক্রমণের কথা জানা যায় ৷ এদিকে সামনেই উৎসবের মরশুম ৷ এই সময়ে রাজ্যে করোনা সংক্রমণ অবশ্য়ই চিন্তার । নবান্নে এ নিয়ে বৈঠক হয়েছে ৷ প্রস্তুত রয়েছে স্বাস্থ্য ভবন ৷ এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা বা গাইড লাইন জারি করা হয়নি ৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আমরা আক্রান্তদের পর্যবেক্ষণে রাখছি ৷ নমুনার জিনোম সিকোয়েন্স করা হচ্ছে ৷ এছাড়া করোনা প্রতিরোধে যে সব স্বাস্থ্যকর ব্যবস্থা রাখা দরকার, সেগুলি রেখে চলতে হবে ৷" তবে স্বাস্থ্য ভবনের দাবি, বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷

আরও পড়ুন:

  1. শীতের মরশুমে ফিরছে সংক্রমণ! কেরলে 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত কমপক্ষে 300, মৃত 3
  2. করোনার নয়া রূপ নিয়ে নবান্নে বড় বৈঠক, নির্দেশিকা জারি করতে চলেছে স্বাস্থ্য দফতর
  3. ফের বাড়ছে করোনা, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

কলকাতা, 30 ডিসেম্বর: আড়াই মাস পর ফের বেলেঘাটা আইডি হাসপাতালে করোনার থাবা ৷ করোনা আক্রান্ত তিন জন এই হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর ৷ আক্রান্তদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ ৷ প্রত্যেকেই পঞ্চাশোর্ধ্ব ৷ তবে করোনা সংক্রমিতদের মধ্যে 2 জন অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে এসেছিলেন ৷ সেই রোগের চিকিৎসা চলছিল ৷ তারপর শ্বাসকষ্ট হওয়ায় করোনা পরীক্ষা করা হয় ৷ তাতেই করোনা সংক্রমণ ধরা পড়ে ৷

হাসপাতাল সূত্রের খবর, এই তিনজনের মধ্যে দু'জন উত্তর কলকাতার বাসিন্দা এবং একজন বারাসতের ৷ এক আক্রান্তের 'রেনাল ফেইলিওর' হয়েছিল ৷ তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ অন্যদিকে আরেকজন ম্যালেরিয়া নিয়ে এবং আরেকজন ডায়ারিয়ার চিকিৎসার কারণে বেলেঘাটা আইডি হাসপাতালে প্রায় পাঁচ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ৷ কীভাবে রোগীরা করোনায় আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

এদিকে শনিবার সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে গত 24 ঘণ্টায় নতুন করে 743 জন করোনা সংক্রমিত হয়েছেন ৷ গত 225 দিনে এই সংখ্যা সর্বোচ্চ ৷ মৃত্যু হয়েছে 7 জনের ৷ শীতের শুরুতেই দেশের বিভিন্ন রাজ্যে করোনার নতুন ভ্যারিয়্যান্টের সংক্রমণের কথা জানা যায় ৷ এদিকে সামনেই উৎসবের মরশুম ৷ এই সময়ে রাজ্যে করোনা সংক্রমণ অবশ্য়ই চিন্তার । নবান্নে এ নিয়ে বৈঠক হয়েছে ৷ প্রস্তুত রয়েছে স্বাস্থ্য ভবন ৷ এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা বা গাইড লাইন জারি করা হয়নি ৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আমরা আক্রান্তদের পর্যবেক্ষণে রাখছি ৷ নমুনার জিনোম সিকোয়েন্স করা হচ্ছে ৷ এছাড়া করোনা প্রতিরোধে যে সব স্বাস্থ্যকর ব্যবস্থা রাখা দরকার, সেগুলি রেখে চলতে হবে ৷" তবে স্বাস্থ্য ভবনের দাবি, বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷

আরও পড়ুন:

  1. শীতের মরশুমে ফিরছে সংক্রমণ! কেরলে 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত কমপক্ষে 300, মৃত 3
  2. করোনার নয়া রূপ নিয়ে নবান্নে বড় বৈঠক, নির্দেশিকা জারি করতে চলেছে স্বাস্থ্য দফতর
  3. ফের বাড়ছে করোনা, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.