কলকাতা, 30 ডিসেম্বর: আড়াই মাস পর ফের বেলেঘাটা আইডি হাসপাতালে করোনার থাবা ৷ করোনা আক্রান্ত তিন জন এই হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর ৷ আক্রান্তদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ ৷ প্রত্যেকেই পঞ্চাশোর্ধ্ব ৷ তবে করোনা সংক্রমিতদের মধ্যে 2 জন অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে এসেছিলেন ৷ সেই রোগের চিকিৎসা চলছিল ৷ তারপর শ্বাসকষ্ট হওয়ায় করোনা পরীক্ষা করা হয় ৷ তাতেই করোনা সংক্রমণ ধরা পড়ে ৷
হাসপাতাল সূত্রের খবর, এই তিনজনের মধ্যে দু'জন উত্তর কলকাতার বাসিন্দা এবং একজন বারাসতের ৷ এক আক্রান্তের 'রেনাল ফেইলিওর' হয়েছিল ৷ তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ অন্যদিকে আরেকজন ম্যালেরিয়া নিয়ে এবং আরেকজন ডায়ারিয়ার চিকিৎসার কারণে বেলেঘাটা আইডি হাসপাতালে প্রায় পাঁচ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ৷ কীভাবে রোগীরা করোনায় আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
এদিকে শনিবার সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে গত 24 ঘণ্টায় নতুন করে 743 জন করোনা সংক্রমিত হয়েছেন ৷ গত 225 দিনে এই সংখ্যা সর্বোচ্চ ৷ মৃত্যু হয়েছে 7 জনের ৷ শীতের শুরুতেই দেশের বিভিন্ন রাজ্যে করোনার নতুন ভ্যারিয়্যান্টের সংক্রমণের কথা জানা যায় ৷ এদিকে সামনেই উৎসবের মরশুম ৷ এই সময়ে রাজ্যে করোনা সংক্রমণ অবশ্য়ই চিন্তার । নবান্নে এ নিয়ে বৈঠক হয়েছে ৷ প্রস্তুত রয়েছে স্বাস্থ্য ভবন ৷ এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা বা গাইড লাইন জারি করা হয়নি ৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আমরা আক্রান্তদের পর্যবেক্ষণে রাখছি ৷ নমুনার জিনোম সিকোয়েন্স করা হচ্ছে ৷ এছাড়া করোনা প্রতিরোধে যে সব স্বাস্থ্যকর ব্যবস্থা রাখা দরকার, সেগুলি রেখে চলতে হবে ৷" তবে স্বাস্থ্য ভবনের দাবি, বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷
আরও পড়ুন: