ETV Bharat / state

Debanjan Dev : দেবাঞ্জন কাণ্ডে দ্বিতীয় চার্জশিট পেশ করল লালবাজার - কলকাতা পুলিশ

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন সমেত 9 জনের নামে চার্জশিট পেশ করল লালবাজার ৷ দেবাঞ্জন সিটি কলেজেও টিকাকরণ শিবির আয়োজন করেছিল বলে অভিযোগ । এই মামলারই চার্জশিট জমা পড়েছে ।

দেবাঞ্জন
দেবাঞ্জন
author img

By

Published : Sep 16, 2021, 9:30 AM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রথম চার্জশিটের পর এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট । জানা গিয়েছে, এতে 9 জনের নাম রয়েছে । দেবাঞ্জন দেব, ইন্দ্রজিৎ সাউ-সহ 9 জনের বিরুদ্ধে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ।

আদালত সূত্রে জানা গিয়েছে, খুনের চেষ্টার ধারা-সহ 11 টি ধরায় 750 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে । 67 দিনের মধ্যে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে । ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে সিটি কলেজেও টিকাকরণ শিবির আয়োজনের অভিযোগ ওঠে । এই মামলারই চার্জশিট জমা পড়ল । আগামী 27 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ।

আরও পড়ুন : Debanjan Deb : প্রেসিডেন্সি সংশোধনাগারে ভুয়ো আইএএস দেবাঞ্জনকে জেরা ইডির

সম্প্রতি লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফে দেবাঞ্জন কাণ্ডে প্রথম চার্জশিট জমা দেওয়া হয় । সেখানে দেবাঞ্জনের নাম উল্লেখ ছিল বলে জানা গিয়েছে । দেবাঞ্জনের সঙ্গে আরও একাধিক ব্যক্তি যুক্ত ছিল । ফলে তাদের নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে, সব রকম তথ্য সংগ্রহ করে তবেই দ্বিতীয় চার্জশিট জমা দেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ ।

কলকাতা, 16 সেপ্টেম্বর : দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রথম চার্জশিটের পর এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট । জানা গিয়েছে, এতে 9 জনের নাম রয়েছে । দেবাঞ্জন দেব, ইন্দ্রজিৎ সাউ-সহ 9 জনের বিরুদ্ধে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ।

আদালত সূত্রে জানা গিয়েছে, খুনের চেষ্টার ধারা-সহ 11 টি ধরায় 750 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে । 67 দিনের মধ্যে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে । ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে সিটি কলেজেও টিকাকরণ শিবির আয়োজনের অভিযোগ ওঠে । এই মামলারই চার্জশিট জমা পড়ল । আগামী 27 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ।

আরও পড়ুন : Debanjan Deb : প্রেসিডেন্সি সংশোধনাগারে ভুয়ো আইএএস দেবাঞ্জনকে জেরা ইডির

সম্প্রতি লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফে দেবাঞ্জন কাণ্ডে প্রথম চার্জশিট জমা দেওয়া হয় । সেখানে দেবাঞ্জনের নাম উল্লেখ ছিল বলে জানা গিয়েছে । দেবাঞ্জনের সঙ্গে আরও একাধিক ব্যক্তি যুক্ত ছিল । ফলে তাদের নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে, সব রকম তথ্য সংগ্রহ করে তবেই দ্বিতীয় চার্জশিট জমা দেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.