কলকাতা, 11 নভেম্বর: আদালতের রায় মেনে এআইসিপিআই (AICPI) অনুযায়ী সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা (Demand of DA) আদায় ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কর্ম ক্ষেত্রে শূন্যপদে স্থায়ী ও স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আজ 25টি সংগঠন এক ছাতার তলায় (25 Associations come together) এসে একটি প্রতিবাদ সভার আয়োজন করে । সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শুধু কলকাতায় নয়, আজ এই বিক্ষোভ সমাবেশ চলে রাজ্য জুড়েই (Protest Against Pending DA)।
জেলায় জেলায় অবস্থান বিক্ষোভ ও উত্তরকন্যা অভিযানও করার কর্মসূচি রয়েছে । আন্দোলকারীদের মূল দাবি, উচ্চ আদালতের রায় মেনে AICPI অনুযায়ী অবিলম্বে সমস্ত ডিএ প্রদান করতে হবে ৷ পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দফতরের সব পদে স্বচ্ছ ও স্থায়ীভাবে নিয়োগের দাবি জানানো হয়েছে ৷ তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন সরকারি ও আধা সরকারি শিক্ষক, শিক্ষা কর্মী, চিকিৎসক এবং নার্স-সহ বাকি সরকারি কর্মচারীদের ডিএ-র অধিকার কেড়ে নেওয়া হয়েছে ।
আরও পড়ুন: 'খেলা-মেলা আছে, ডিএ নেই', মহার্ঘ ভাতা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধীদের
বিজেপি পঞ্চি শিক্ষক সংগঠন কলকাতার শিক্ষা ও শিক্ষক সমন্বয় সমিতির সদস্য দিপল বিশ্বাস বলেন, "এই রাজ্য সরকারি বেতনভুক্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত । কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে আমরা 35 শতাংশ মহার্ঘ ভাতা কম পাই । দেশের প্রায় সব কটি রাজ্যে কেন্দ্র সরকারের সমান হারে মহার্ঘ ভাতা পেলেও এই রাজ্যে 2016 সাল থেকে সরকারি বেতনভুক্ত কর্মীরা মহার্ঘ ভাতা পাননি । 2021 সালে মাত্র তিন শতাংশ মহার্ঘ ভাতা বরাদ্দ হলেও বর্তমানে আমরা 35 শতাংশ মহার্ঘ ভাতা কম পাচ্ছি । মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আদালত জানিয়ে দিয়েছে যে, এই ভাতা বেতনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তা কর্মচারীদের মৌলিক অধিকার ৷ তাই রাজ্য সরকার এই ভাতা দিতে বাধ্য । আদালতের অবমাননা করে রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করে রেখেছে ৷ ফলে প্রাপ্য মহার্ঘভাতার অংক দিনে দিনে বাড়ছে । আমরা দেখেছি যে বিশেষ আমলাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে ৷ এমনকী অতিরিক্ত আর্থিক সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে ।"
তিনি আরও বলেন, "একইভাবে শিক্ষাক্ষেত্রে নিয়োগের বিষয়ে ব্যাপক দুর্নীতি সামনে এসেছে । তাই আমাদের দাবি হল, অবিলম্বে মহার্ঘভাতা দেওয়া চালু করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ শুরু করতে হবে ৷ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব । 27 জানুয়ারি থেকে লাগাতার বিক্ষোভ অবস্থানের কর্মসূচি পালন করা হবে ।"