কলকাতা, 24 এপ্রিল: আরও দু'টি হাসপাতালকে কোরোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর । এই দু'টি বেসরকারি হাসপাতালের মধ্যে একটি সল্টলেকে অবস্থিত । অন্যটি নিউটাউনে । এর ফলে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা বেড়ে হল 68 ।
রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালকে কোরোনা হাসপাতালে পরিণত করেছে স্বাস্থ্য দপ্তর । আজ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, সল্টলেক সিটি সেন্টারের কাছে একটি এবং নিউটাউনে আর একটি বেসরকারি হাসপাতাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোরোনা হাসপাতাল হিসেবে পরিষেবা দেবে । আজকের নির্দেশ অনুযায়ী, এই দুটি বেসরকারি হাসপাতালকে উত্তর 24 পরগনা জেলার কোরোনা হাসপাতাল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
22 এপ্রিল ইশু করা স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছিল, রাজ্যজুড়ে কোরোনা হাসপাতালগুলিতে চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার । এই হাসপাতালগুলিতে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI) এবং কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে ।
রাজ্যের আরও 2 বেসরকারি হাসপাতালে হবে কোরোনার চিকিৎসা - কোরোনা ভাইরাস
এই দুটি বেসরকারি হাসপাতালের মধ্যে একটি সল্টলেকে অবস্থিত । অন্যটি নিউটাউনে ।
কলকাতা, 24 এপ্রিল: আরও দু'টি হাসপাতালকে কোরোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর । এই দু'টি বেসরকারি হাসপাতালের মধ্যে একটি সল্টলেকে অবস্থিত । অন্যটি নিউটাউনে । এর ফলে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা বেড়ে হল 68 ।
রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালকে কোরোনা হাসপাতালে পরিণত করেছে স্বাস্থ্য দপ্তর । আজ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, সল্টলেক সিটি সেন্টারের কাছে একটি এবং নিউটাউনে আর একটি বেসরকারি হাসপাতাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোরোনা হাসপাতাল হিসেবে পরিষেবা দেবে । আজকের নির্দেশ অনুযায়ী, এই দুটি বেসরকারি হাসপাতালকে উত্তর 24 পরগনা জেলার কোরোনা হাসপাতাল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
22 এপ্রিল ইশু করা স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছিল, রাজ্যজুড়ে কোরোনা হাসপাতালগুলিতে চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার । এই হাসপাতালগুলিতে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI) এবং কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে ।