ETV Bharat / state

করোনা রিপোর্টে জালিয়াতি, গ্রেফতার 2

করোনার দাপটে কাঁপছে গোটা রাজ্য ৷ সেইসময় জাল করোনা রিপোর্ট করায় গ্রেফতার হল দু‘জন ৷ এন্টালি থানা এলাকার ঘটনা ৷

এন্টালি থানা
এন্টালি থানা
author img

By

Published : May 20, 2021, 9:44 PM IST

এন্টালি, 20 মে : করোনা ত্রাসে জড়সড় রাজ্যবাসী ৷ এই পরিস্থিতির সুযোগ নিয়ে রমরমিয়ে টাকা কামাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী ৷ এবার রোগীদের জাল করোনা রিপোর্ট দেওয়ার ঘটনায় গ্রেফতার হল দু‘জন ৷ নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এন্টালি থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এন্টালি থানা এলাকার ঘটনা ৷ এন্টালি আবাসনে এক ব্যক্তির করোনায় মৃত্যু হয়। সেই ঘটনার পর পার্ক সার্কাসের একটি বেসরকারি ল্যাবে সংশ্লিষ্ট আবাসনের 21 জন আবাসিকের একসঙ্গে করোনা পরীক্ষা হয় ৷ অভিযোগ, সংশ্লিষ্ট ল্যাবের কর্মীরা তাঁদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার তিনদিন পর তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে ৷ এরপরই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে ৷ সন্দেহ হওয়ায় তাঁরা নিজেরাই অনলাইনে তাঁদের রিপোর্ট দেখেন ৷ দেখা যায় 2020 সালের ওআর কোড বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে।

আবাসিকরা অনলাইনে তাঁদের রিপোর্ট জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ৷ আবাসিকদের কাছ থেকে অভিযুক্তদের নাম ঠিকানা জোগাড় করে তদন্তে নামে পুলিশ ৷ গ্রেফতার করে দুই অভিযুক্তকে ৷ জিজ্ঞাসাবাদের পর জানতে পারা যায়া যে, তারা এতদিন ভুয়ো ল্যাব অ্যাসিট্যান্টের নাম করে ব্যবসা চালাচ্ছিল ৷ কিন্তু এই কাজের পিছনে আরও বড় যুক্ত থাকতে পারে বলে পুলিশের আশঙ্কা ৷

আরও পড়ুন : বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি পরিষেবা কালিম্পং পৌরসভার

এন্টালি, 20 মে : করোনা ত্রাসে জড়সড় রাজ্যবাসী ৷ এই পরিস্থিতির সুযোগ নিয়ে রমরমিয়ে টাকা কামাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী ৷ এবার রোগীদের জাল করোনা রিপোর্ট দেওয়ার ঘটনায় গ্রেফতার হল দু‘জন ৷ নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এন্টালি থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এন্টালি থানা এলাকার ঘটনা ৷ এন্টালি আবাসনে এক ব্যক্তির করোনায় মৃত্যু হয়। সেই ঘটনার পর পার্ক সার্কাসের একটি বেসরকারি ল্যাবে সংশ্লিষ্ট আবাসনের 21 জন আবাসিকের একসঙ্গে করোনা পরীক্ষা হয় ৷ অভিযোগ, সংশ্লিষ্ট ল্যাবের কর্মীরা তাঁদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার তিনদিন পর তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে ৷ এরপরই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে ৷ সন্দেহ হওয়ায় তাঁরা নিজেরাই অনলাইনে তাঁদের রিপোর্ট দেখেন ৷ দেখা যায় 2020 সালের ওআর কোড বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে।

আবাসিকরা অনলাইনে তাঁদের রিপোর্ট জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ৷ আবাসিকদের কাছ থেকে অভিযুক্তদের নাম ঠিকানা জোগাড় করে তদন্তে নামে পুলিশ ৷ গ্রেফতার করে দুই অভিযুক্তকে ৷ জিজ্ঞাসাবাদের পর জানতে পারা যায়া যে, তারা এতদিন ভুয়ো ল্যাব অ্যাসিট্যান্টের নাম করে ব্যবসা চালাচ্ছিল ৷ কিন্তু এই কাজের পিছনে আরও বড় যুক্ত থাকতে পারে বলে পুলিশের আশঙ্কা ৷

আরও পড়ুন : বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি পরিষেবা কালিম্পং পৌরসভার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.