ETV Bharat / state

"18 বছরের মেয়েকে শত্রু ভাবা হচ্ছে", গ্রেটার টুইট প্রসঙ্গে খোঁচা অধীরের - গ্রেটা থুনবার্গের টুইট প্রসঙ্গে অধীর চৌধুরির মন্তব্য

তাঁর অভিযোগ, কৃষক আন্দোলন নিয়ে সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরকে বিপথে চালিত করা হয়েছে ৷

adhir chowdhury on greta thunbarg tweet on farm laws
adhir chowdhury on greta thunbarg tweet on farm laws
author img

By

Published : Feb 9, 2021, 6:08 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : কৃষক আন্দোলন নিয়ে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের টুইট প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ৷ তাঁর প্রশ্ন, দেশের সরকার কি এতটাই দুর্বল যে কৃষক আন্দোলনের সমর্থন করায় 18 বছরের একটি মেয়েকে শত্রু ভেবে ফেলা হল ? পাশাপাশি তাঁর অভিযোগ, কৃষক আন্দোলন নিয়ে সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরকে বিপথে চালিত করা হয়েছে ৷

লোকসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা বলেন, "সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকরের মতো সেলেবদের কৃষক আন্দোলন নিয়ে ভুল বোঝানো হয়েছে ৷ আমাদের দেশের সরকার কি এতটাই দুর্বল যে কৃষক আন্দোলনের সমর্থন করায় 18 বছরের একটি বাচ্চা মেয়েকে শত্রু ভেবে ফেলা হল ? অনেক সেলিব্রিটি এখন গ্রেটার পক্ষ নিচ্ছে ৷ এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ৷"

আরও পড়ুন : মুসলিম ও কৃষকদের দেশের শত্রু হিসেবে দেখানো চেষ্টা, তোপ অধীরের

কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় গ্রেটা থুনবার্গ, পপ তারকা রিয়ানার মতো আন্তর্জাতিক তারকাদের বিরুদ্ধে পালটা টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা ৷ টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, দেশের আভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বের নাক গলানো তাঁরা একেবারেই পছন্দ করছেন না ৷ সেই প্রসঙ্গে অধীর চৌধুরি বলেন, "ভিয়েতনামের সমর্থনে আমরা কথা বলেছি ৷ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে আমরা গর্জে উঠেছিলাম ৷ আপনি (প্রধানমন্ত্রী) নিজে অ্যামেরিকায় গিয়ে বলেন "অব কি বার, ট্রাম্প সরকার" ৷ গ্রেটা যদি দিল্লিতে এসে বলেন, পঞ্জাব-হরিয়ানার জন্য দূষণ বাড়ছে তাহলে সেটা কি ভুল বলা হবে ? একটা 18 বছরের বাচ্চা মেয়ের বিরুদ্ধে দেশের সরকার হামলে পড়ল ৷ বিদেশমন্ত্রক নানারকম বার্তা দিতে শুরু করল ৷ এসবের কী আদৌও কোনও প্রয়োজন ছিল ?"

শুনুন অধীর চৌধুরির বক্তব্য

আরও পড়ুন : "একবার নয়, হাজার বার আসুন... কিন্তু সংস্কৃতির মর্যাদা রাখুন"

দিল্লি, 9 ফেব্রুয়ারি : কৃষক আন্দোলন নিয়ে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের টুইট প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ৷ তাঁর প্রশ্ন, দেশের সরকার কি এতটাই দুর্বল যে কৃষক আন্দোলনের সমর্থন করায় 18 বছরের একটি মেয়েকে শত্রু ভেবে ফেলা হল ? পাশাপাশি তাঁর অভিযোগ, কৃষক আন্দোলন নিয়ে সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরকে বিপথে চালিত করা হয়েছে ৷

লোকসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা বলেন, "সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকরের মতো সেলেবদের কৃষক আন্দোলন নিয়ে ভুল বোঝানো হয়েছে ৷ আমাদের দেশের সরকার কি এতটাই দুর্বল যে কৃষক আন্দোলনের সমর্থন করায় 18 বছরের একটি বাচ্চা মেয়েকে শত্রু ভেবে ফেলা হল ? অনেক সেলিব্রিটি এখন গ্রেটার পক্ষ নিচ্ছে ৷ এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ৷"

আরও পড়ুন : মুসলিম ও কৃষকদের দেশের শত্রু হিসেবে দেখানো চেষ্টা, তোপ অধীরের

কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় গ্রেটা থুনবার্গ, পপ তারকা রিয়ানার মতো আন্তর্জাতিক তারকাদের বিরুদ্ধে পালটা টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা ৷ টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, দেশের আভ্যন্তরীণ বিষয়ে বহির্বিশ্বের নাক গলানো তাঁরা একেবারেই পছন্দ করছেন না ৷ সেই প্রসঙ্গে অধীর চৌধুরি বলেন, "ভিয়েতনামের সমর্থনে আমরা কথা বলেছি ৷ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে আমরা গর্জে উঠেছিলাম ৷ আপনি (প্রধানমন্ত্রী) নিজে অ্যামেরিকায় গিয়ে বলেন "অব কি বার, ট্রাম্প সরকার" ৷ গ্রেটা যদি দিল্লিতে এসে বলেন, পঞ্জাব-হরিয়ানার জন্য দূষণ বাড়ছে তাহলে সেটা কি ভুল বলা হবে ? একটা 18 বছরের বাচ্চা মেয়ের বিরুদ্ধে দেশের সরকার হামলে পড়ল ৷ বিদেশমন্ত্রক নানারকম বার্তা দিতে শুরু করল ৷ এসবের কী আদৌও কোনও প্রয়োজন ছিল ?"

শুনুন অধীর চৌধুরির বক্তব্য

আরও পড়ুন : "একবার নয়, হাজার বার আসুন... কিন্তু সংস্কৃতির মর্যাদা রাখুন"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.