ETV Bharat / state

রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ - বাড়ল একদিনে মৃত্যু

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 515 জন । মৃত্যু হয়েছে 41 জনের ৷

COVID-19
COVID-19
author img

By

Published : Dec 21, 2020, 10:45 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : রাজ্যে কমছে দৈনিক কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 515 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 1 হাজার 978 ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 41 জনের ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 40 ।

রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 38 হাজার 343 । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 401 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.11% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 342 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট 5 লাখ 12 হাজার 39 জন ৷ রাজ্যে বর্তমানে 16 হাজার 903 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 291 জন ৷ এই জেলায় মৃত্যু হয়েছে 9 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 294 জন ৷ মৃত্যু হয়েছে 9 জনের ৷ 20 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট 67 লাখ 6 হাজার 320টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ মোট 29 হাজার 422টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

আরও পড়ুন : স্থগিত ভারত-ব্রিটেন বিমান পরিষেবা

কলকাতা, 21 ডিসেম্বর : রাজ্যে কমছে দৈনিক কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 515 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 1 হাজার 978 ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 41 জনের ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 40 ।

রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 38 হাজার 343 । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 401 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.11% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 342 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট 5 লাখ 12 হাজার 39 জন ৷ রাজ্যে বর্তমানে 16 হাজার 903 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 291 জন ৷ এই জেলায় মৃত্যু হয়েছে 9 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 294 জন ৷ মৃত্যু হয়েছে 9 জনের ৷ 20 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট 67 লাখ 6 হাজার 320টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ মোট 29 হাজার 422টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

আরও পড়ুন : স্থগিত ভারত-ব্রিটেন বিমান পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.