কালিম্পং, 20 এপ্রিল: কনটেইনমেন্ট জোন তৈরি করে বাড়ি বাড়ি সার্ভে হবে কালিম্পঙে । মঙ্গলবার থেকে লকডাউনেও কড়াকড়ি হচ্ছে ওইসব এলাকায় । সোমবার এনিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা বলেন কালিম্পঙের জেলাশাসক আর বিমলা । কনটেইনমেন্ট জোন ও বাফার জোন-এই দুটিতে চিহ্নিত করে লকডাউন কড়াকড়ি কালিম্পঙে । উত্তরবঙ্গে প্রথম কোরোনা আক্রান্ত হয়ে কালিম্পঙের যে মহিলার মৃত্যুর হয়েছে তাঁর বাড়ি থেকে তিন কিমি দূর অর্থাৎ ব্যাসার্ধ জুড়ে থাকছে কনটেইনমেন্ট জোন । আর 5 কিমি ব্যাসার্ধ জুড়ে থাকছে বাফার জোন । ওই কনটেইনমেন্ট জোনে কঠোরভাবে মানা হবে লকডাউন । বাফার জোনও লকডাউন কড়াকড়ি থাকলেও কনটেইনমেন্ট জোনের তুলনায় কিছুটা শিথিল থাকবে ।
এসব নিয়ে এদিন কালিম্পঙে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধির(WHO) উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য ও পৌরসভার প্রতিনিধিদের বৈঠক হয় । জেলাশাসক আর ভিমলা বলেন, কনটেইনমেন্ট এলাকার পরিকল্পনা নিয়ে এদিন আলোচনা হয়। মঙ্গলবার থেকে কনটেইনমেন্ট এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন স্বাস্থ্যকর্মীরা। কারও জ্বর, কাশি, শ্বাসকষ্ট রয়েছে কিনা তা দেখা হবে । কোনওরকম উপসর্গ থাকলে টেস্টের জন্য পাঠানো হবে ।
কালিম্পঙ পৌরসভার চিকিৎসক ডা: এস ডি জিম্বা বলেন, লকডাউন প্রোটোকল মেনে কার্যত কালিম্পং শহরের সিংহভাগ এলাকাই মঙ্গলবার থেকে লকডাউন কঠোর করা হবে । ওইসব এলাকায় ওষুধ-সহ অত্যাবশ্যকীয় পরিষেবা বহাল থাকলেও সমাজিক দূরত্ব মানার বিষয়টি আরও কড়াকড়ি হবে । ওই এলাকায় একটি এন্ট্রি ও একটি এগজ়িট পয়েন্ট থাকবে । নিয়মিত স্যানিটাইজেশন কর্মসূচি চালানো হবে ।