কালিম্পং, 11 ফেব্রুয়ারি : রক্তের উপাদান পৃথকীকরণ থেকে SNCU, ডায়ালিসিস ইউনিট । পরিকাঠামো বাড়ছে কালিম্পং জেলা হাসপাতালের । এবছরইও কালিম্পং পাহাড়ে ডেঙ্গির প্রকোপ বেড়েছিল । ফলে রক্তের উপাদান পৃথকীকরণেরও প্রয়োজনীয়তা বেড়েছে । রক্তের উপাদান আলাদা করার যন্ত্র বসছে কালিম্পং জেলা হাসপাতালে ।
এই যন্ত্র বসানো হলে কালিম্পং জেলা হাসপাতালেই একই রক্ত পৃথকীকরনের মাধ্যমে তার উপাদান প্রয়োজন অনুযায়ী তিনজনকে দেওয়া যাবে । ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্লেটলেট কমে গেলে প্লেটলেট দেওয়া সম্ভব হবে । এজন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অপেক্ষায় বসে থাকতে হবে না ।
একইসঙ্গে অসুস্থ নবজাতকদের চিকিৎসায় এবার স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট বা SNCU তৈরি হচ্ছে এই জেলা হাসপাতালে । এর জন্য পেডিয়াট্রিক ওয়ার্ডে জায়গা চিহ্নিত করা হয়েছে । 25 বেডের এই ইউনিট চলতি বছরেই চালু হয়ে যাবে বলে জানান কালিম্পং জেলা হাসপাতালের সুপার অঙ্কন সিমলান্দি ।
সুপার বলেছেন, কালিম্পং নয়া জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর থেকে বাড়ছে জেলা হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবাও । রক্তের উপাদান পৃথকীকরণে আনা হচ্ছে নতুন মেশিন । কিডনির অসুখের জন্য PPP মডেলে তৈরি হচ্ছে ডায়ালিসিস ইউনিট । পাহাড়ের লোকেদের মধ্যে কিডনির অসুখ বেশি দেখা যায় । তাদের অনেকেরই ডায়ালিসিসের দরকার হয় । কিন্তু কালিম্পঙে এতদিন এই ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হত রোগীরা । এবার নতুন পরিকাঠামো আসার খবরে খুশি হাসপাতালের রোগীরাও ৷