ETV Bharat / state

বসছে SNCU-ডায়ালিসিস ইউনিট, বদলাচ্ছে কালিম্পং হাসপাতালের পরিকাঠামো - Kalimpong

কালিম্পং জেলা হাসপাতালে চালু হচ্ছে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট ৷ বসছে ডায়ালিসিস ইউনিটও ৷ জানালেন কালিম্পং জেলা হাসপাতালের সুপার অঙ্কন সিমলান্দি ৷

Kalimpong Zilla Hospital
কালিম্পং জেলা হাসপাতাল
author img

By

Published : Feb 11, 2020, 8:46 PM IST

কালিম্পং, 11 ফেব্রুয়ারি : রক্তের উপাদান পৃথকীকরণ থেকে SNCU, ডায়ালিসিস ইউনিট । পরিকাঠামো বাড়ছে কালিম্পং জেলা হাসপাতালের । এবছরইও কালিম্পং পাহাড়ে ডেঙ্গির প্রকোপ বেড়েছিল । ফলে রক্তের উপাদান পৃথকীকরণেরও প্রয়োজনীয়তা বেড়েছে । রক্তের উপাদান আলাদা করার যন্ত্র বসছে কালিম্পং জেলা হাসপাতালে ।

এই যন্ত্র বসানো হলে কালিম্পং জেলা হাসপাতালেই একই রক্ত পৃথকীকরনের মাধ্যমে তার উপাদান প্রয়োজন অনুযায়ী তিনজনকে দেওয়া যাবে । ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্লেটলেট কমে গেলে প্লেটলেট দেওয়া সম্ভব হবে । এজন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অপেক্ষায় বসে থাকতে হবে না ।

একইসঙ্গে অসুস্থ নবজাতকদের চিকিৎসায় এবার স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট বা SNCU তৈরি হচ্ছে এই জেলা হাসপাতালে । এর জন্য পেডিয়াট্রিক ওয়ার্ডে জায়গা চিহ্নিত করা হয়েছে । 25 বেডের এই ইউনিট চলতি বছরেই চালু হয়ে যাবে বলে জানান কালিম্পং জেলা হাসপাতালের সুপার অঙ্কন সিমলান্দি ।

সুপার বলেছেন, কালিম্পং নয়া জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর থেকে বাড়ছে জেলা হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবাও । রক্তের উপাদান পৃথকীকরণে আনা হচ্ছে নতুন মেশিন । কিডনির অসুখের জন্য PPP মডেলে তৈরি হচ্ছে ডায়ালিসিস ইউনিট । পাহাড়ের লোকেদের মধ্যে কিডনির অসুখ বেশি দেখা যায় । তাদের অনেকেরই ডায়ালিসিসের দরকার হয় । কিন্তু কালিম্পঙে এতদিন এই ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হত রোগীরা । এবার নতুন পরিকাঠামো আসার খবরে খুশি হাসপাতালের রোগীরাও ৷

কালিম্পং, 11 ফেব্রুয়ারি : রক্তের উপাদান পৃথকীকরণ থেকে SNCU, ডায়ালিসিস ইউনিট । পরিকাঠামো বাড়ছে কালিম্পং জেলা হাসপাতালের । এবছরইও কালিম্পং পাহাড়ে ডেঙ্গির প্রকোপ বেড়েছিল । ফলে রক্তের উপাদান পৃথকীকরণেরও প্রয়োজনীয়তা বেড়েছে । রক্তের উপাদান আলাদা করার যন্ত্র বসছে কালিম্পং জেলা হাসপাতালে ।

এই যন্ত্র বসানো হলে কালিম্পং জেলা হাসপাতালেই একই রক্ত পৃথকীকরনের মাধ্যমে তার উপাদান প্রয়োজন অনুযায়ী তিনজনকে দেওয়া যাবে । ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্লেটলেট কমে গেলে প্লেটলেট দেওয়া সম্ভব হবে । এজন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অপেক্ষায় বসে থাকতে হবে না ।

একইসঙ্গে অসুস্থ নবজাতকদের চিকিৎসায় এবার স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট বা SNCU তৈরি হচ্ছে এই জেলা হাসপাতালে । এর জন্য পেডিয়াট্রিক ওয়ার্ডে জায়গা চিহ্নিত করা হয়েছে । 25 বেডের এই ইউনিট চলতি বছরেই চালু হয়ে যাবে বলে জানান কালিম্পং জেলা হাসপাতালের সুপার অঙ্কন সিমলান্দি ।

সুপার বলেছেন, কালিম্পং নয়া জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর থেকে বাড়ছে জেলা হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবাও । রক্তের উপাদান পৃথকীকরণে আনা হচ্ছে নতুন মেশিন । কিডনির অসুখের জন্য PPP মডেলে তৈরি হচ্ছে ডায়ালিসিস ইউনিট । পাহাড়ের লোকেদের মধ্যে কিডনির অসুখ বেশি দেখা যায় । তাদের অনেকেরই ডায়ালিসিসের দরকার হয় । কিন্তু কালিম্পঙে এতদিন এই ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হত রোগীরা । এবার নতুন পরিকাঠামো আসার খবরে খুশি হাসপাতালের রোগীরাও ৷

Intro:রক্তের উপাদান পৃথকীকরণ থেকে এসএনসিইউ, ডায়ালিসিস ইউনিট। পরিকাঠামো বাড়ছে কালিমপঙ জেলা হাসপাতালের কালিমপঙ, 11 ফেব্রুয়ারি: রক্তের উপাদান পৃথকীকরণ থেকে এসএনসিইউ, ডায়ালিসিস ইউনিট। পরিকাঠামো বাড়ছে কালিমপঙ জেলা হাসপাতালের। এবছর কালিমপঙ পাহাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছিল। ফলে রক্তের উপাদান পৃথকীকরনের প্রয়োজনীয়তা বেড়েছে। স্বভাবতই রক্তের উপাদান আলাদা করার যন্ত্র বসছে কালিমপঙ জেলা হাসপাতালে। এই যন্ত্র বসানো হলে কালিমপঙ জেলা হাসপাতালেই একই রক্ত পৃথকীকরনের মাধ্যমে তার উপাদান প্রয়োজন অনুযায়ী তিনজনকে দেওয়া যাবে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্লেটলেট কমে গেলে প্লেটলেট দেওয়া সম্ভব হবে। এজন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। ফলে দ্রুত ওইসব রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হবে। একইসঙ্গে অসুস্থ নবজাতকদের চিকিৎসায় এবার স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট বা এসএনসিইউ হচ্ছে এই জেলা হাসপাতালে। এজন্য পেডিয়াট্রিক ওয়ার্ডে জায়গা চিহ্নিত করা হয়েছে। 25 বেডের এই ইউনিট চলতি বছরেই চালু হয়ে যাবে বলে কালিমপঙ জেলা হাসপাতালের সুপার অঙ্কন সিমলান্দি জানান।


Body:সুপার বলেন, কালিমপঙ নয়া জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর থেকে অন্যান্য প্রশাসনিক পরিষেবা-পরিকাঠামো বাড়ার সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবাও বাড়ছে। রক্তের উপাদান পৃথকীকরণ মেশিন আনা হচ্ছে। কিডনির অসুখের জন্য পিপিপি মডেলে তৈরি হচ্ছে ডায়ালিসিস ইউনিট। পাহাড়ের লোকেদের মধ্যে কিডনির অসুখ বেশি দেখা যায়। তাদের অনেকেরই ডায়ালিসিসের দরকার হয়। কিন্তু কালিমপঙয়ে এতদিন এই ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময়ে সমস্যায় পড়েছেন রোগীরা।


Conclusion:এখন কালিমপঙ হাসপাতালে ওই যন্ত্র আসার অপেক্ষা মাত্র। তা শীঘ্রই আসবে বলে জানিয়েছেন সুপার। এরজন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছে এই হাসপাতালে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.