ETV Bharat / state

পাহাড়ে থাবা ডেঙ্গির, কালিম্পঙে আক্রান্ত 37 - ডেঙ্গু সংক্রান্ত খবর

রোজই জ্বর নিয়ে ভরতি হচ্ছেন অনেকে । ম্যাক অ্যালাইজ়া পরীক্ষা করে দেখা যাচ্ছে তাঁদের বেশিরভাগেরই ডেঙ্গি হয়েছে । কালিম্পঙে এই নিয়ে আক্রান্তের সংখ্যা 37 ।

ডেঙ্গি
author img

By

Published : Oct 20, 2019, 12:18 PM IST

Updated : Oct 20, 2019, 2:45 PM IST

কালিম্পং, 20 অক্টোবর : শুধু সমতল নয় । পাহাড়েও ডেঙ্গির প্রকোপ । কালিম্পঙে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 37 । বর্ষা যাওয়ার মুখে বাড়ছে সেই সংখ্যা । এমনিতে বর্ষার পর জমা জলে ডেঙ্গির প্রকোপ বাড়ে ৷ তবে পাহাড়েও এমন হওয়ায় চিন্তায় স্বাস্থ্য আধিকারিকরা । রোজই জ্বর নিয়ে ভরতি হচ্ছেন অনেকে ।

পরিষ্কার জমা জলে ডেঙ্গির মশা জন্মায় । এমন ডেঙ্গি সম্পর্কিত বহুল প্রচারিত তথ্য কিছুটা ভুল প্রমাণ হবে পাহাড়ি অঞ্চলের দিকে দেখলে । পাহাড়ে ঢালু এলাকায় জল তো জমে না । তবুও ডেঙ্গির হাত থেকে রেহাই নেই । এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে কালিম্পং পৌরসভা এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে 19 জন । এখন গোটা কালিম্পঙে 37 । ডেঙ্গিতে আক্রান্তের মাত্রা বেড়েছে শেষ কয়েকদিনে । বিগত বছরের তুলনায় এবছর আক্রান্তের সংখ্যাটাও অনেক বেশি । এবিষয়ে কালিম্পঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুপম বিশ্বাস বলেন, "গত বছরের তুলনায় এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে । তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা নেই । এখন কালিম্পং জেলা হাসপাতালে ম্যাক এলাইজ়া টেস্ট হয় । NS 1-র উপর ভরসা না করে ম্যাক এলাইজ়া পরীক্ষার পর ডেঙ্গি নিশ্চিত করা হয় । তবে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও প্লেটলেট কমে গেলে কালিম্পং হাসপাতালেই তা দেওয়া হয় । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্লেটলেট আনিয়ে তা দেওয়া হচ্ছে ।

কালিম্পঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও বলেন, ডেঙ্গি দমনে এলাকায় সচেতনতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । একাজে শহরে পৌরসভা ও গ্রামীণ এলাকায় পাঞ্চায়েত ও BDO-রা ভালো কাজ করছেন । সাফাই অভিযান চালানোর পাশাপশি কোথাও যাতে জল না জমে সেদিকে নজর রাখতে বলা হয়েছে । জ্বর হলেই ডাক্তারের পরামর্শ মেনে প্যারাসিটামল খাওয়া, মশারি টাঙিয়ে ঘুমানো ও প্লেটলেট কমে গেলে সময়ে প্লেটলেট দেওয়া- এসব করতে হবে । অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানাচ্ছেন স্বাস্থ্য আধিকারিক ।

দেখুন ভিডিয়ো

কালিম্পং, 20 অক্টোবর : শুধু সমতল নয় । পাহাড়েও ডেঙ্গির প্রকোপ । কালিম্পঙে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 37 । বর্ষা যাওয়ার মুখে বাড়ছে সেই সংখ্যা । এমনিতে বর্ষার পর জমা জলে ডেঙ্গির প্রকোপ বাড়ে ৷ তবে পাহাড়েও এমন হওয়ায় চিন্তায় স্বাস্থ্য আধিকারিকরা । রোজই জ্বর নিয়ে ভরতি হচ্ছেন অনেকে ।

পরিষ্কার জমা জলে ডেঙ্গির মশা জন্মায় । এমন ডেঙ্গি সম্পর্কিত বহুল প্রচারিত তথ্য কিছুটা ভুল প্রমাণ হবে পাহাড়ি অঞ্চলের দিকে দেখলে । পাহাড়ে ঢালু এলাকায় জল তো জমে না । তবুও ডেঙ্গির হাত থেকে রেহাই নেই । এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে কালিম্পং পৌরসভা এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে 19 জন । এখন গোটা কালিম্পঙে 37 । ডেঙ্গিতে আক্রান্তের মাত্রা বেড়েছে শেষ কয়েকদিনে । বিগত বছরের তুলনায় এবছর আক্রান্তের সংখ্যাটাও অনেক বেশি । এবিষয়ে কালিম্পঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুপম বিশ্বাস বলেন, "গত বছরের তুলনায় এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে । তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা নেই । এখন কালিম্পং জেলা হাসপাতালে ম্যাক এলাইজ়া টেস্ট হয় । NS 1-র উপর ভরসা না করে ম্যাক এলাইজ়া পরীক্ষার পর ডেঙ্গি নিশ্চিত করা হয় । তবে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও প্লেটলেট কমে গেলে কালিম্পং হাসপাতালেই তা দেওয়া হয় । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্লেটলেট আনিয়ে তা দেওয়া হচ্ছে ।

কালিম্পঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও বলেন, ডেঙ্গি দমনে এলাকায় সচেতনতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । একাজে শহরে পৌরসভা ও গ্রামীণ এলাকায় পাঞ্চায়েত ও BDO-রা ভালো কাজ করছেন । সাফাই অভিযান চালানোর পাশাপশি কোথাও যাতে জল না জমে সেদিকে নজর রাখতে বলা হয়েছে । জ্বর হলেই ডাক্তারের পরামর্শ মেনে প্যারাসিটামল খাওয়া, মশারি টাঙিয়ে ঘুমানো ও প্লেটলেট কমে গেলে সময়ে প্লেটলেট দেওয়া- এসব করতে হবে । অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানাচ্ছেন স্বাস্থ্য আধিকারিক ।

দেখুন ভিডিয়ো
Intro:ডেঙ্গুর প্রাদুর্ভাব পাহাড়েও, শুধু কালিমপঙই আক্রান্ত 37 জন

কালিমপঙ, 19 অক্টোবর: শুধু সমতল নয়। পাহাড়েও ডেঙ্গুর প্রাদুর্ভাবে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। জিটিএ এলাকার কালিমপঙ জেলায় ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্তের খবর মিলছে। জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন অনেকেই। এখনও পর্যন্ত কালিমপঙ জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 37 জন।
কালিমপঙয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুপম বিশ্বাস বলেন, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর ঘটনা নেই।


Body:মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে কালিম্পঙ পৌরসভা এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 19 জন। এই পাহাড়ি জেলায় আক্রান্তের সংখ্যা 37 জন। সিএমওএইচ বলেন, এখন কালিমপঙ জেলা হাসপাতালে ম্যাকএলাইজা টেস্ট হয়। এনএস ওয়ানের উপর ভরসা না করে ম্যাকএলাইজ পরীক্ষার পরেই ডেঙ্গু নিশ্চত করা হয়। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও প্লেট লেট কমে গেলে কালিমপঙ হাসপাতালেই তা দেওয়া হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্লেটলেট আনিয়ে তা দিতে হচ্ছে।


Conclusion:তবে ডেঙ্গু রুখতে এবিষয়ে সচেতনতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচিও চলছে। একাজে শহরে পৌরসভা ও গ্রামীণ এলাকায় পাঞ্চায়েত ও বিডিওরা ভাল কাজ করছেন। সাফাই অভিযান চালানোর পাশাপশি কোথাও যাতে জল না জমে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। জ্বর হলেই ডাক্তারের পরামর্শ মেনে প্যারাসিটামল খাওয়া, মশারি টাঙিয়ে ঘুমানো ও প্লেটলেট কমে গেলে সময়ে প্লেটলেট দেওয়া- এসব করতে হবে। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
Last Updated : Oct 20, 2019, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.