কালিম্পং, 12 এপ্রিল : কেন্দ্রে বিজেপি সরকার যতদিন থাকবে ও যতদিন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন পাহাড়ের গোর্খাদের ক্ষতি কেউ করতে পারবে না ৷ সোমবার কালিম্পং থেকে এই দাবি করলেন বিজেপির অমিত শাহ ৷
তিনি এদিন কালিম্পংয়ের দশ মাইল থেকে ডম্বর চক পর্যন্ত রোড শো করে ন৷ উপস্থিত ছিলেন কালিম্পং-এর বিজেপি প্রার্থী শুভ প্রধান, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং জিএনএলএফের সভাপতি মন ঘিসিং ।
![কালিম্পংয়ে প্রচারে অমিত শাহ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-slg-02-kalimpong-amit-sah-road-show-7209673_12042021144255_1204f_1618218775_216.jpg)
এদিন রোড শোয়ের পর কালিম্পং-সহ পাহাড়বাসীকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআরসি, সিএএ নিয়ে অভয় দেন । খোলাখুলি বলেন, "তৃণমূল অনবরত গোর্খাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে । পাহাড়বাসীর উপর অত্যাচার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । কিন্তু বিজেপি এবং গোর্খাদের জোট ভাইয়ের মতো । যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে এনআরসি হলে একজন গোর্খার চুল বাঁকা হতে দেব না ।"
আরও পড়ুন : 4 দফায় বাংলায় সাফ তৃণমূল, সেঞ্চুরি বিজেপির : মোদি
এছাড়াও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাহাড়বাসীর উদ্দেশ্যে জানান, বিজেপি ক্ষমতায় এলে পাহাড়ের 11 জনজাতিকে তপসিলি জাতির স্বীকৃতি এবং এক হাজার কোটি টাকা বরাদ্দ করে পাহাড়কে আন্তর্জাতিকমানের পর্যটন হাব গড়া হবে ।