ETV Bharat / state

বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে প্রার্থী দিতে চলেছে শিবসেনা - জঙ্গলমহল জমজমাট

জঙ্গলমহলের ভোটারদের মূল অংশ হল, আদিবাসী ভোট এবং কুড়মি সম্প্রদায়ের । আদিবাসী ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে এবারের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও শিবসেনা । ঝাড়গ্রাম জেলায় শিবসেনার সাংগঠনিক কাজও শুরু হয়েছে ।

শিবসেনা প্রার্থী
শিবসেনা প্রার্থী
author img

By

Published : Feb 2, 2021, 7:42 PM IST

ঝাড়গ্রাম,2 ফেব্রুয়ারি : ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পর এবার জঙ্গলমহলে প্রার্থী দিতে চলেছে মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা । সোমবার এরই প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলল শিবসেনা । ঝাড়গ্রাম শহরের 12 নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকায় এদিন তৈরি করা হয় শিবসেনার দলীয় কার্যালয় । ঝাড়গ্রাম জেলায় শিবসেনার সাংগঠনিক কাজও শুরু হয়েছে । ঝাড়গ্রাম শিবসেনার জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রামের ব্যবসায়ী তথা এলাকায় সমাজসেবী নামে পরিচিত মধুসূদন সিং ।

ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার আবেদন করেন মধুসূদন সিং । মধুসূদনের হাতে এদিন শিবসেনার দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার । অশোক সরকার বলেন, "পশ্চিমবঙ্গের সব জেলাতে শিবসেনা পতাকা উত্তোলন করেছে । আগামী নির্বাচনে আমরা লড়ব এবং জনগণের আশীর্বাদে বিধানসভায় প্রবেশ করব । " ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই শিবসেনার প্রার্থী দেওয়া হবে একথা জানিয়ে নতুন জেলা সভাপতি বলেন, " জঙ্গলমহলের আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হয়নি এবং তাঁরা বঞ্চিত । শিবসেনাই জঙ্গলমহলের প্রকৃত উন্নয়ন করতে পারবে ।"

ঝাড়গ্রাম শিবসেনার জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন মধুসূদন সিং

উল্লেখ্য জঙ্গলমহলের ভোটারদের মূল অংশ হল, আদিবাসী ভোট এবং কুড়মি সম্প্রদায়ের ভোট । গত 27 জানুয়ারি ঝাড়গ্রাম জামদা সার্কাস ময়দানে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী এক বিশাল জনসভা করেন । জনসভায় জঙ্গলমহলের আদিবাসীদের ও কুড়মিদের উন্নয়নের কথা বলেন তাঁরা । তারপর দিনই আবার ওই মাঠেই সভা করেন ঝাড়খণ্ড রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা । সভায় উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । মঞ্চ থেকে তিনি জানান, জঙ্গলমহলে ভোটে লড়বেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ।

আরও পড়ুন : দেশে আদিবাসী বিরোধী আইন প্রণয়ন হচ্ছে, ঝাড়গ্রামে বিজেপিকে আক্রমণ হেমন্ত সোরেনের

পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই তৃণমূলের পায়ের তলা থেকে জঙ্গলমহলের মাটি অনেকটাই সরে গেছে, তা আরও পরিষ্কার হয় লোকসভা নির্বাচনে । আদিবাসী ভোটব্যাঙ্কের তাকিয়ে এবারের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও শিবসেনা । যদিও এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুব্রত সাহা বলেন, "গত সাড়ে নয় বছরে তৃণমূল কংগ্রেস প্রতিটি মুহূর্তে মানুষের পাশে থেকে কাজ করেছে । স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ জানে তৃণমূল সরকার উন্নয়ন করেছে । হঠাৎ করে যে কেউ এসে দাঁড়ালে তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোন রূপ প্রভাব পড়বে না ।"

আরও পড়ুন : ঝাড়গ্রামের চার আসনে হাফ লাখ ভোটে বিজেপিকে জেতানোর আহ্বান শুভেন্দুর

অপরদিকে ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ মনে করেন, শিবসেনা কি তা জঙ্গলমহলের মানুষ জানে না । তাই তাদের প্রার্থীও ভোটে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করেন বিজেপি সাধারণ সম্পাদক ।

ঝাড়গ্রাম,2 ফেব্রুয়ারি : ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পর এবার জঙ্গলমহলে প্রার্থী দিতে চলেছে মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা । সোমবার এরই প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলল শিবসেনা । ঝাড়গ্রাম শহরের 12 নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকায় এদিন তৈরি করা হয় শিবসেনার দলীয় কার্যালয় । ঝাড়গ্রাম জেলায় শিবসেনার সাংগঠনিক কাজও শুরু হয়েছে । ঝাড়গ্রাম শিবসেনার জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রামের ব্যবসায়ী তথা এলাকায় সমাজসেবী নামে পরিচিত মধুসূদন সিং ।

ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার আবেদন করেন মধুসূদন সিং । মধুসূদনের হাতে এদিন শিবসেনার দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার । অশোক সরকার বলেন, "পশ্চিমবঙ্গের সব জেলাতে শিবসেনা পতাকা উত্তোলন করেছে । আগামী নির্বাচনে আমরা লড়ব এবং জনগণের আশীর্বাদে বিধানসভায় প্রবেশ করব । " ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই শিবসেনার প্রার্থী দেওয়া হবে একথা জানিয়ে নতুন জেলা সভাপতি বলেন, " জঙ্গলমহলের আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হয়নি এবং তাঁরা বঞ্চিত । শিবসেনাই জঙ্গলমহলের প্রকৃত উন্নয়ন করতে পারবে ।"

ঝাড়গ্রাম শিবসেনার জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন মধুসূদন সিং

উল্লেখ্য জঙ্গলমহলের ভোটারদের মূল অংশ হল, আদিবাসী ভোট এবং কুড়মি সম্প্রদায়ের ভোট । গত 27 জানুয়ারি ঝাড়গ্রাম জামদা সার্কাস ময়দানে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী এক বিশাল জনসভা করেন । জনসভায় জঙ্গলমহলের আদিবাসীদের ও কুড়মিদের উন্নয়নের কথা বলেন তাঁরা । তারপর দিনই আবার ওই মাঠেই সভা করেন ঝাড়খণ্ড রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা । সভায় উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । মঞ্চ থেকে তিনি জানান, জঙ্গলমহলে ভোটে লড়বেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ।

আরও পড়ুন : দেশে আদিবাসী বিরোধী আইন প্রণয়ন হচ্ছে, ঝাড়গ্রামে বিজেপিকে আক্রমণ হেমন্ত সোরেনের

পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই তৃণমূলের পায়ের তলা থেকে জঙ্গলমহলের মাটি অনেকটাই সরে গেছে, তা আরও পরিষ্কার হয় লোকসভা নির্বাচনে । আদিবাসী ভোটব্যাঙ্কের তাকিয়ে এবারের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও শিবসেনা । যদিও এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুব্রত সাহা বলেন, "গত সাড়ে নয় বছরে তৃণমূল কংগ্রেস প্রতিটি মুহূর্তে মানুষের পাশে থেকে কাজ করেছে । স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ জানে তৃণমূল সরকার উন্নয়ন করেছে । হঠাৎ করে যে কেউ এসে দাঁড়ালে তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোন রূপ প্রভাব পড়বে না ।"

আরও পড়ুন : ঝাড়গ্রামের চার আসনে হাফ লাখ ভোটে বিজেপিকে জেতানোর আহ্বান শুভেন্দুর

অপরদিকে ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ মনে করেন, শিবসেনা কি তা জঙ্গলমহলের মানুষ জানে না । তাই তাদের প্রার্থীও ভোটে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করেন বিজেপি সাধারণ সম্পাদক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.