ETV Bharat / state

Elephant Attack: বাড়িতে হাতির হামলা, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

হাতির হানায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধার ৷ অল্পের জন্য প্রাণে বাঁচলেন ছেলে ও বৌমা ৷

Elephant Attack
হাতির হামলা
author img

By

Published : May 4, 2023, 9:36 PM IST

Updated : May 4, 2023, 10:31 PM IST

ঝাড়গ্রাম, 4 মে: হাতির হানায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । ছাদে উঠে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ছেলে ও বৌমা । সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামে ঘটনা । মৃত বৃদ্ধার নাম ভেদি মাহাতো (78) । বনদফতর ও স্থানীয় সূত্রে খবর, খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জে বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে 70 থেকে 80টি হাতির একটি দল । বুধবার হাতির দলটি কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিটের মাইতি হ্যাচারি পোলট্রি ফার্ম সংলগ্ন একটি কাজু বাগানে ছিল । বুধবার রাত্রে হাতির দল পাঁচিল ভেঙ্গে মাইতি হ্যাচারি পোলট্রি ফার্মে ঢুকে যায় ।

জানা গিয়েছে, ওই পোলট্রি ফার্মের মধ্যে হাতির দলটি তিনটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে । আনুমানিক রাত্রি সাড়ে ন'টার সময় প্রথম ওই হাতির দল থেকে 15টি হাতি ভাগ হয়ে পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে চৌকিচটির দিকে চলে যায় । তার ঘণ্টাখানেকের পরে আনুমানিক রাত্রি সাড়ে দশটার সময় 45 থেকে 55টি হাতির একটি দল পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে প্রতাপপুর গ্রামের ধান জমির উপর দিয়ে কলাইকুন্ডা বিটের জটিয়ার জঙ্গলে চলে যায় । তখনও পর্যন্ত বেশ কয়েকটি হাতি পোলট্রি ফার্মের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল । রাত্রি সাড়ে 11টা সময় 9টি হাতি পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে প্রতাপপুর গ্রামে ঢুকে পড়ে ।

প্রতাপপুর গ্রামে আনুমানিক 150 থেকে 160টি বাড়ি রয়েছে । খাবারের সন্ধানে বেশ কয়েকটি বাড়িতে হানা দেয় হাতিগুলি । সেই সময় মাটির বাড়ির ভেতরে ছেলে ও বৌমার সঙ্গে ঘুমোচ্ছিলেন ভেদি মাহাতো । খাবারের সন্ধানে হঠাৎ করে তাদের মাটির বাড়ির একটি অংশ ভেঙে ফেলে হাতি । দেওয়াল চাপা পড়ে যান ভেদি । প্রাণ বাঁচাতে মাটির বাড়ির ছাদে উঠে পড়েন ভেদি মাহাতোর ছোট ছেলে নবকান্ত মাহাতো ও তাঁর স্ত্রী । পরে হাতি চলে গেলে ভেদিকে উদ্ধার করা হয় । রাতেই গ্রামে পৌঁছয় বনদফতরের কর্মীরা । ভেদি মাহাতোর দেহকে পাঠানো হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

প্রতাপপুর গ্রামের বাসিন্দা হৃদয় মাহাতো বলেন, "বেশ কয়েকদিন ধরে আমাদের এই এলাকায় 70 থেকে 80টি একটি হাতির দল রয়েছে । খাবারের সন্ধানে রাতে গ্রামে ঢুকে যায় এবং একজনের বাড়ির মাটির দেওয়াল ভেঙে ফলে । সেই দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয়েছে গ্রামের এক বৃদ্ধার । এই ঘটনার পর থেকে সকলেই আমরা ভয়ে রয়েছি ৷" খড়গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন , "প্রতাপপুর গ্রামে বন্য হাতির দ্বারা মাটির দেওয়াল চাপা পড়ে ভেদি মাহাতো নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । সরকারি নিয়ম নীতি মেনেই 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ৷"

আরও পড়ুন: হুলা পার্টির সদস্যকে আছড়ে ফেলে পিষে দিল হাতি

ঝাড়গ্রাম, 4 মে: হাতির হানায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । ছাদে উঠে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ছেলে ও বৌমা । সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামে ঘটনা । মৃত বৃদ্ধার নাম ভেদি মাহাতো (78) । বনদফতর ও স্থানীয় সূত্রে খবর, খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জে বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে 70 থেকে 80টি হাতির একটি দল । বুধবার হাতির দলটি কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিটের মাইতি হ্যাচারি পোলট্রি ফার্ম সংলগ্ন একটি কাজু বাগানে ছিল । বুধবার রাত্রে হাতির দল পাঁচিল ভেঙ্গে মাইতি হ্যাচারি পোলট্রি ফার্মে ঢুকে যায় ।

জানা গিয়েছে, ওই পোলট্রি ফার্মের মধ্যে হাতির দলটি তিনটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে । আনুমানিক রাত্রি সাড়ে ন'টার সময় প্রথম ওই হাতির দল থেকে 15টি হাতি ভাগ হয়ে পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে চৌকিচটির দিকে চলে যায় । তার ঘণ্টাখানেকের পরে আনুমানিক রাত্রি সাড়ে দশটার সময় 45 থেকে 55টি হাতির একটি দল পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে প্রতাপপুর গ্রামের ধান জমির উপর দিয়ে কলাইকুন্ডা বিটের জটিয়ার জঙ্গলে চলে যায় । তখনও পর্যন্ত বেশ কয়েকটি হাতি পোলট্রি ফার্মের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল । রাত্রি সাড়ে 11টা সময় 9টি হাতি পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে প্রতাপপুর গ্রামে ঢুকে পড়ে ।

প্রতাপপুর গ্রামে আনুমানিক 150 থেকে 160টি বাড়ি রয়েছে । খাবারের সন্ধানে বেশ কয়েকটি বাড়িতে হানা দেয় হাতিগুলি । সেই সময় মাটির বাড়ির ভেতরে ছেলে ও বৌমার সঙ্গে ঘুমোচ্ছিলেন ভেদি মাহাতো । খাবারের সন্ধানে হঠাৎ করে তাদের মাটির বাড়ির একটি অংশ ভেঙে ফেলে হাতি । দেওয়াল চাপা পড়ে যান ভেদি । প্রাণ বাঁচাতে মাটির বাড়ির ছাদে উঠে পড়েন ভেদি মাহাতোর ছোট ছেলে নবকান্ত মাহাতো ও তাঁর স্ত্রী । পরে হাতি চলে গেলে ভেদিকে উদ্ধার করা হয় । রাতেই গ্রামে পৌঁছয় বনদফতরের কর্মীরা । ভেদি মাহাতোর দেহকে পাঠানো হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

প্রতাপপুর গ্রামের বাসিন্দা হৃদয় মাহাতো বলেন, "বেশ কয়েকদিন ধরে আমাদের এই এলাকায় 70 থেকে 80টি একটি হাতির দল রয়েছে । খাবারের সন্ধানে রাতে গ্রামে ঢুকে যায় এবং একজনের বাড়ির মাটির দেওয়াল ভেঙে ফলে । সেই দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয়েছে গ্রামের এক বৃদ্ধার । এই ঘটনার পর থেকে সকলেই আমরা ভয়ে রয়েছি ৷" খড়গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন , "প্রতাপপুর গ্রামে বন্য হাতির দ্বারা মাটির দেওয়াল চাপা পড়ে ভেদি মাহাতো নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । সরকারি নিয়ম নীতি মেনেই 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ৷"

আরও পড়ুন: হুলা পার্টির সদস্যকে আছড়ে ফেলে পিষে দিল হাতি

Last Updated : May 4, 2023, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.