ঝাড়গ্রাম, 25 এপ্রিল : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে জঙ্গলমহলের জেলাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । এরই মধ্যে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় প্রতিদিনই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে (Maoist posters resurfaces in Jhargram)। স্থানীয়দের উৎকণ্ঠা বাড়িয়ে সোমবার সকালে ফের উদ্ধার হল সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার ৷
ঝাড়গ্রাম জেলার রাধানগর অঞ্চলে সেবায়তন বিএড কলেজ সংলগ্ন এলাকাগুলিতে লাল কালিতে লেখা চার থেকে পাঁচটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছে পুলিশ । এছাড়াও এদিন বিনপুরের নারায়ণপুরেও মিলেছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার যেখানে লেখা রয়েছে 'মাওবাদী জিন্দাবাদ'। ভূমিহীন আদিবাসীদের পাট্টা ব্যবস্থা করার কথাও উল্লেখ রয়েছে সেই পোস্টারে । একই দিনে জেলার দুই প্রান্তে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়াকে কেন্দ্র করে আতঙ্কে এলাকাবাসী ৷ জেলায় হাই অ্যালার্ট জারি হওয়ার পরেও বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে নাকা চেকিং তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷
এরপরও জেলার বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে এই পোস্টার । এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আজ সকালে সেবায়তন এবং নারায়ণপুরে পোস্টার উদ্ধার হয়েছে ৷ এগুলি কে বা কারা করেছে তা নিয়ে তদন্ত করা হবে ।" প্রসঙ্গত, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলায় মাওবাদীদের প্রভাব নতুন করে বাড়ছে ৷ এরই মধ্যে গতকাল মাওবাদী সন্দেহে আটক ও পরে গ্রেফতার করা হয় বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র টিপু সুলতানকে ৷ গতকালই প্রথম নয়, এর আগে দু'বার মাও যোগ সন্দেহে তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷
আরও পড়ুন : মাও যোগ সন্দেহে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রকে আটক এসটিএফের