ETV Bharat / state

Elephant Attack in Jhargram: হাতির আক্রমণে মৃত প্রৌঢ়! রাতভর জঙ্গলেই পড়ে রইলেন জখম স্ত্রী - বাংলা ঝাড়খণ্ড সীমান্তে হাতির হামলা

হাতির হানায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে ঝাড়গ্রামে ৷ বুধবার জামবনি থানা এলাকায় একটি গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট হাতি ৷ বাড়ি ফেরার পথে ওই হাতির মুখোমুখি হয় দম্পতি ৷ এরপর হাতি আছাড় মারে প্রৌঢ়কে ৷

ETV Bharat
হাতির হামলায় মৃত্যু প্রৌঢ়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 2:14 PM IST

ঝাড়গ্রামের জঙ্গলে হাতির হামলায় মৃত প্রৌঢ় এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর স্ত্রী

ঝাড়গ্রাম, 9 নভেম্বর: হাতির হানায় মৃত্যু মিছিল ঝাড়গ্রামে ! স্বামী-স্ত্রীকে বাড়ির পাশের জঙ্গলে আছাড় মারল দলছুট-দাঁতাল হাতি ৷ জঙ্গলের মধ্যে সারা রাত পড়ে রইল স্বামীর নিথর দেহ, তাঁরই পাশে আশঙ্কাজনক অবস্থায় পড়ে রইলেন স্ত্রীও ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জামবনি থানার অন্তর্গত কষাকুলিয়া গ্রামে ৷ পুলিশ ও গ্রামবাসী সূত্রে খবর, আমতলিয়া বিটের কষাফুলিয়া গ্রামটি বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে রয়েছে ৷ এই গ্রামটি চারদিক থেকে শাল জঙ্গলে ঘেরা ৷

বুধবার দুপুরে ঝাড়খণ্ডের দিক থেকে একটি দল ছুট দাঁতাল আমতলিয়া বিটের কষাফুলিয়া এলাকার জঙ্গলে ঢুকে পড়ে ৷ হাতি ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা, সঙ্গে আসে হুলা পার্টির সদস্যরাও ৷ গ্রামবাসীদের সাফ জানিয়ে দেওয়া হয়, জঙ্গলে এখন হাতি রয়েছে ৷ তাই কোনওভাবে কেউ যেন জঙ্গলে না যায় ।

এই পরিস্থিতিতে অন্যের জমিতে চাষের কাজ সেরে বিকেল নাগাদ বাড়ি ফিরছিলেন কষাফুলিয়া গ্রামের বৃদ্ধ দম্পতি কৃষ্ণ শবর (70) ও তাঁর স্ত্রী রেনু শবর (68) ৷ জঙ্গল রাস্তা পেরিয়ে বাড়ি ঢোকার মুখে হঠাৎ তাদের উপর চড়াও হয় ওই দলছুট হাতিটি ৷ এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ কৃষ্ণ শবরের । আর হাতির হামলায় গুরুতরভাবে জখম হন তাঁর স্ত্রী রেনু শবর ৷

আরও পড়ুন: চিপস, পপকর্ন, বিস্কুট দিয়ে প্রাত:রাশ গজরাজের ! দেখুন ভাইরাল ভিডিয়ো

এই ঘটনার পর জঙ্গলে হাতি থাকায় কেউ আর জঙ্গলের দিকে যায়নি ৷ তাই দম্পতি সারারাত জঙ্গলেই পড়ে থাকেন ৷ বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখেন, তাঁদের বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে কৃষ্ণ শবর মৃত অবস্থায় পড়ে রয়েছেন ৷ পাশেই তাঁর স্ত্রী জীবিত রয়েছে ৷ পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং প্রৌঢ়া রেণু শবরকে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রৌঢ়কে মৃত ঘোষণা করেন এবং তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

কৃষ্ণ শবরের ভাইপো নির্মল শবর বলেন, "তাঁরা দু'জনেই কাজে গিয়েছিলেন ৷ কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ওঁদের হাতি আক্রমণ করে ৷ সারারাত জঙ্গলের মধ্যেই তাঁরা দু'জন পড়ে ছিল ৷ আজ সকালে তাঁদের দেখতে পাওয়ার পর হাসপাতালে নিয়ে আসা হলে জেঠু কৃষ্ণ শবরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ আর জেঠিমা রেণু শবর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷"

মঙ্গলবার বিকেলে জামবনি থানার অন্তর্গত যমুনাশোল এলাকায় দল ছুট দাতাল হাতির থানায় সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে যুধিষ্ঠির মাহাতো (56) নামে এক ব্যক্তির মৃত্যু হয় ৷ এই ঘটনার কয়েকদিন আগে শনিবার রাতে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের বড়চাঁদাবিলা গ্রামে ধান জমি পাহারা দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় পরীক্ষিত মাহাতো (42) নামের এক কৃষকের ৷

আরও পড়ুন: হাতির তাড়া খেয়ে জলে ঝাঁপ কৃষকের, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় বনবিভাগ

ঝাড়গ্রামের জঙ্গলে হাতির হামলায় মৃত প্রৌঢ় এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর স্ত্রী

ঝাড়গ্রাম, 9 নভেম্বর: হাতির হানায় মৃত্যু মিছিল ঝাড়গ্রামে ! স্বামী-স্ত্রীকে বাড়ির পাশের জঙ্গলে আছাড় মারল দলছুট-দাঁতাল হাতি ৷ জঙ্গলের মধ্যে সারা রাত পড়ে রইল স্বামীর নিথর দেহ, তাঁরই পাশে আশঙ্কাজনক অবস্থায় পড়ে রইলেন স্ত্রীও ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জামবনি থানার অন্তর্গত কষাকুলিয়া গ্রামে ৷ পুলিশ ও গ্রামবাসী সূত্রে খবর, আমতলিয়া বিটের কষাফুলিয়া গ্রামটি বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে রয়েছে ৷ এই গ্রামটি চারদিক থেকে শাল জঙ্গলে ঘেরা ৷

বুধবার দুপুরে ঝাড়খণ্ডের দিক থেকে একটি দল ছুট দাঁতাল আমতলিয়া বিটের কষাফুলিয়া এলাকার জঙ্গলে ঢুকে পড়ে ৷ হাতি ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা, সঙ্গে আসে হুলা পার্টির সদস্যরাও ৷ গ্রামবাসীদের সাফ জানিয়ে দেওয়া হয়, জঙ্গলে এখন হাতি রয়েছে ৷ তাই কোনওভাবে কেউ যেন জঙ্গলে না যায় ।

এই পরিস্থিতিতে অন্যের জমিতে চাষের কাজ সেরে বিকেল নাগাদ বাড়ি ফিরছিলেন কষাফুলিয়া গ্রামের বৃদ্ধ দম্পতি কৃষ্ণ শবর (70) ও তাঁর স্ত্রী রেনু শবর (68) ৷ জঙ্গল রাস্তা পেরিয়ে বাড়ি ঢোকার মুখে হঠাৎ তাদের উপর চড়াও হয় ওই দলছুট হাতিটি ৷ এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ কৃষ্ণ শবরের । আর হাতির হামলায় গুরুতরভাবে জখম হন তাঁর স্ত্রী রেনু শবর ৷

আরও পড়ুন: চিপস, পপকর্ন, বিস্কুট দিয়ে প্রাত:রাশ গজরাজের ! দেখুন ভাইরাল ভিডিয়ো

এই ঘটনার পর জঙ্গলে হাতি থাকায় কেউ আর জঙ্গলের দিকে যায়নি ৷ তাই দম্পতি সারারাত জঙ্গলেই পড়ে থাকেন ৷ বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখেন, তাঁদের বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে কৃষ্ণ শবর মৃত অবস্থায় পড়ে রয়েছেন ৷ পাশেই তাঁর স্ত্রী জীবিত রয়েছে ৷ পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং প্রৌঢ়া রেণু শবরকে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রৌঢ়কে মৃত ঘোষণা করেন এবং তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

কৃষ্ণ শবরের ভাইপো নির্মল শবর বলেন, "তাঁরা দু'জনেই কাজে গিয়েছিলেন ৷ কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ওঁদের হাতি আক্রমণ করে ৷ সারারাত জঙ্গলের মধ্যেই তাঁরা দু'জন পড়ে ছিল ৷ আজ সকালে তাঁদের দেখতে পাওয়ার পর হাসপাতালে নিয়ে আসা হলে জেঠু কৃষ্ণ শবরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ আর জেঠিমা রেণু শবর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷"

মঙ্গলবার বিকেলে জামবনি থানার অন্তর্গত যমুনাশোল এলাকায় দল ছুট দাতাল হাতির থানায় সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে যুধিষ্ঠির মাহাতো (56) নামে এক ব্যক্তির মৃত্যু হয় ৷ এই ঘটনার কয়েকদিন আগে শনিবার রাতে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের বড়চাঁদাবিলা গ্রামে ধান জমি পাহারা দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় পরীক্ষিত মাহাতো (42) নামের এক কৃষকের ৷

আরও পড়ুন: হাতির তাড়া খেয়ে জলে ঝাঁপ কৃষকের, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় বনবিভাগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.