ETV Bharat / state

Suspected Mao Couple Arrested : ঝাড়গ্রামে পোস্টার রহস্য ফাঁস, মাও যোগ সন্দেহে হাতনাতে পাকড়াও দম্পতি - Couple arrested in Jhargram in suspect of maoist connection

সোমবার ভোরে এলাকায় পোস্টার লাগানোর সময় দু'জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর (Couple arrested in Jhargram in suspect of Maobadi connection) ৷ বিনপুর থানার অন্তর্গত পাঁচ নং রাজ্য সড়কের উপর জনাকয়েক মাওবাদীর কার্যকলাপের খবর পায় বিনপুর থানার পুলিশ ৷

Mao Couple Arrested
মাওবাদী যোগ সন্দেহে ঝাড়গ্রামে পুলিশের জালে দম্পতি
author img

By

Published : Apr 25, 2022, 9:58 PM IST

ঝাড়গ্রাম, 25 এপ্রিল : গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদী যোগ সন্দেহে দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করল ঝাড়গ্রামের অন্তর্গত বিনপুর থানার পুলিশ ৷ ধৃতরা তিরিশ বছরের রাজু সিং এবং বছর বাইশের পূজা সিং ৷ সোমবার ভোরে এলাকায় পোস্টার লাগানোর সময় দু'জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর (Couple arrested in Jhargram in suspect of Maobadi connection) ৷ বিনপুর থানার অন্তর্গত পাঁচ নং রাজ্য সড়কের উপর জনাকয়েক মাওবাদীর কার্যকলাপের খবর পায় বিনপুর থানার পুলিশ ৷ খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ ৷ বাকিরা পালাতে সক্ষম হলেও গ্রেফতার হয় ওই মাও দম্পতি ।

পুলিশ জানিয়েছে, পূজা সিংয়ের বাড়ি বিনপুর থানার অন্তর্গত ছোটসুখজোড়া গ্রামে ৷ আর রাজু সিং পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় নিবাসী । বর্তমানে সাঁকরাইল থানার অন্তর্গত কুলটিকরি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত ওই দম্পতি । গ্রেফতারির পর পুলিশ ওই দম্পতিকে নিয়ে ছোটসুখজোড়া গ্রামে হানা দেয় এবং সেখান থেকে লাল কালিতে হাতে লেখা মাও পোস্টার উদ্ধার করেছে । যদিও তারা মাওবাদী নয় বলে পুলিশের কাছে দাবি করেন ওই দম্পতি ৷ টাকার বিনিময়ে তারা বিভিন্ন মাও কার্যকলাপের সঙ্গে জড়িত ।

মাও সন্দেহে ঝাড়গ্রামে পুলিশের জালে দম্পতি

আরও পড়ুন : মাও যোগ সন্দেহে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রকে আটক এসটিএফের

পরবর্তীতে বিনপুর থানার পুলিশ দু'জনের বিরুদ্ধে 121, 122 ,123, 124A-সহ অন্যান্য ধারায় রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পাঠায় । পূজা সিংয়ের সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও ঝাড়গ্রাম সিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুপ্তি সরকার তাকে পাঁচদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে এবং রাজু সিং-এর 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

ঝাড়গ্রাম, 25 এপ্রিল : গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদী যোগ সন্দেহে দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করল ঝাড়গ্রামের অন্তর্গত বিনপুর থানার পুলিশ ৷ ধৃতরা তিরিশ বছরের রাজু সিং এবং বছর বাইশের পূজা সিং ৷ সোমবার ভোরে এলাকায় পোস্টার লাগানোর সময় দু'জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর (Couple arrested in Jhargram in suspect of Maobadi connection) ৷ বিনপুর থানার অন্তর্গত পাঁচ নং রাজ্য সড়কের উপর জনাকয়েক মাওবাদীর কার্যকলাপের খবর পায় বিনপুর থানার পুলিশ ৷ খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ ৷ বাকিরা পালাতে সক্ষম হলেও গ্রেফতার হয় ওই মাও দম্পতি ।

পুলিশ জানিয়েছে, পূজা সিংয়ের বাড়ি বিনপুর থানার অন্তর্গত ছোটসুখজোড়া গ্রামে ৷ আর রাজু সিং পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় নিবাসী । বর্তমানে সাঁকরাইল থানার অন্তর্গত কুলটিকরি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত ওই দম্পতি । গ্রেফতারির পর পুলিশ ওই দম্পতিকে নিয়ে ছোটসুখজোড়া গ্রামে হানা দেয় এবং সেখান থেকে লাল কালিতে হাতে লেখা মাও পোস্টার উদ্ধার করেছে । যদিও তারা মাওবাদী নয় বলে পুলিশের কাছে দাবি করেন ওই দম্পতি ৷ টাকার বিনিময়ে তারা বিভিন্ন মাও কার্যকলাপের সঙ্গে জড়িত ।

মাও সন্দেহে ঝাড়গ্রামে পুলিশের জালে দম্পতি

আরও পড়ুন : মাও যোগ সন্দেহে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রকে আটক এসটিএফের

পরবর্তীতে বিনপুর থানার পুলিশ দু'জনের বিরুদ্ধে 121, 122 ,123, 124A-সহ অন্যান্য ধারায় রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পাঠায় । পূজা সিংয়ের সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও ঝাড়গ্রাম সিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুপ্তি সরকার তাকে পাঁচদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে এবং রাজু সিং-এর 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.