ঝাড়গ্রাম, 25 এপ্রিল : গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদী যোগ সন্দেহে দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করল ঝাড়গ্রামের অন্তর্গত বিনপুর থানার পুলিশ ৷ ধৃতরা তিরিশ বছরের রাজু সিং এবং বছর বাইশের পূজা সিং ৷ সোমবার ভোরে এলাকায় পোস্টার লাগানোর সময় দু'জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর (Couple arrested in Jhargram in suspect of Maobadi connection) ৷ বিনপুর থানার অন্তর্গত পাঁচ নং রাজ্য সড়কের উপর জনাকয়েক মাওবাদীর কার্যকলাপের খবর পায় বিনপুর থানার পুলিশ ৷ খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ ৷ বাকিরা পালাতে সক্ষম হলেও গ্রেফতার হয় ওই মাও দম্পতি ।
পুলিশ জানিয়েছে, পূজা সিংয়ের বাড়ি বিনপুর থানার অন্তর্গত ছোটসুখজোড়া গ্রামে ৷ আর রাজু সিং পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় নিবাসী । বর্তমানে সাঁকরাইল থানার অন্তর্গত কুলটিকরি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত ওই দম্পতি । গ্রেফতারির পর পুলিশ ওই দম্পতিকে নিয়ে ছোটসুখজোড়া গ্রামে হানা দেয় এবং সেখান থেকে লাল কালিতে হাতে লেখা মাও পোস্টার উদ্ধার করেছে । যদিও তারা মাওবাদী নয় বলে পুলিশের কাছে দাবি করেন ওই দম্পতি ৷ টাকার বিনিময়ে তারা বিভিন্ন মাও কার্যকলাপের সঙ্গে জড়িত ।
আরও পড়ুন : মাও যোগ সন্দেহে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রকে আটক এসটিএফের
পরবর্তীতে বিনপুর থানার পুলিশ দু'জনের বিরুদ্ধে 121, 122 ,123, 124A-সহ অন্যান্য ধারায় রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পাঠায় । পূজা সিংয়ের সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও ঝাড়গ্রাম সিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুপ্তি সরকার তাকে পাঁচদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে এবং রাজু সিং-এর 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।