ETV Bharat / state

বিজেপি ক্ষমতায় এলে 3 কোটি মানুষকে চিটফান্ডের টাকা ফেরত, দাবি শুভেন্দুর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

ভোটে জিতে এসেই 3 কোটি মানুষকে চিটফান্ডের টাকা ফেরতের দাবি করলেন শুভেন্দু অধিকারী ৷ নয়াগ্রামে বিজেপির প্রচারে গিয়ে একথা বলেন তিনি ৷

bengal-election-2021-bjp-government-will-return-chit-fund-money-to-3-crore-people-says-suvendu-adhikari
বিজেপি ক্ষমতায় এলে 3 কোটি মানুষকে চিটফান্ডের টাকা ফেরত, দাবি শুভেন্দুর
author img

By

Published : Mar 23, 2021, 8:23 PM IST

ঝাড়গ্রাম, 23 মার্চ : বিজেপি ক্ষমতায় এলে 3 কোটি মানুষের চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হবে ৷ নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী ৷ আজ মঙ্গলবার নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে খড়িকামাথানিতে জনসভা করেন তিনি ৷ বিজেপির ইস্তাহারে এই কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি ৷ সেই সঙ্গে, 2 কোটি বেকারের কর্মসংস্থান, তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসিদের কর্মসংস্থানের কথাও শোনা যায় তাঁর মুখে ৷

বিজেপি ক্ষমতায় এলে 3 কোটি মানুষকে চিটফান্ডের টাকা ফেরত, দাবি শুভেন্দুর

এদিন নয়াগ্রাম বিধানসভায় বিজেপির প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল এই ছিল শুভেন্দুর ভাষণের এক এবং অন্যতম প্রসঙ্গ ৷ যেখানে তিনি অভিযোগ করেন, এখানকার সব নদী কেটেকুটে ফাঁকা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পুলিশ আর তোলাবাজ ভাইপো মিলে একসঙ্গে টাকা তুলছে এমনকি সব বালি চিচিংফাঁক হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি । এর পরেই তিনি সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘‘ভোট দেবেন বালি চোরদের? সব ভোট পদ্মফুলে দিন’’ ৷

আরও পড়ুন : তোলাবাজি নিয়ে এতদিন পর কেন সরব ? প্রশ্ন এড়ালেন শুভেন্দু

রেশনের 2 টাকা কেজি চাল নিয়েও আজ তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু ৷ বলেন, ‘‘সরকার 32 টাকায় মিল থেকে চাল কিনছে । তার মধ্যে 29 টাকা কেন্দ্র সরকার দিচ্ছে এবং এক টাকা রাজ্য সরকার আর বাকি 2 টাকা আপনি দিচ্ছেন। তাই জঙ্গলমহলে চাল কখনও বন্ধ হবে না।’’ আত্মবিশ্বাসী শুভেন্দুকে এও বলতে শোনা যায়, জুন মাসে বিজেপির সরকার এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1000 টাকা করে দেওয়া সব ভাতা 3 হাজার টাকা হয়ে যাবে ৷ এমনকি 500 টাকার কন্যাশ্রীদের পড়াশোনার দায়িত্ব বিজেপির সরকার নেবে ৷ 18 বছর হলে বেকার যুবক-যুবতিদের 2 লক্ষ টাকা করেও দেওয়া হবে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী ৷

ঝাড়গ্রাম, 23 মার্চ : বিজেপি ক্ষমতায় এলে 3 কোটি মানুষের চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হবে ৷ নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী ৷ আজ মঙ্গলবার নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে খড়িকামাথানিতে জনসভা করেন তিনি ৷ বিজেপির ইস্তাহারে এই কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি ৷ সেই সঙ্গে, 2 কোটি বেকারের কর্মসংস্থান, তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসিদের কর্মসংস্থানের কথাও শোনা যায় তাঁর মুখে ৷

বিজেপি ক্ষমতায় এলে 3 কোটি মানুষকে চিটফান্ডের টাকা ফেরত, দাবি শুভেন্দুর

এদিন নয়াগ্রাম বিধানসভায় বিজেপির প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল এই ছিল শুভেন্দুর ভাষণের এক এবং অন্যতম প্রসঙ্গ ৷ যেখানে তিনি অভিযোগ করেন, এখানকার সব নদী কেটেকুটে ফাঁকা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পুলিশ আর তোলাবাজ ভাইপো মিলে একসঙ্গে টাকা তুলছে এমনকি সব বালি চিচিংফাঁক হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি । এর পরেই তিনি সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘‘ভোট দেবেন বালি চোরদের? সব ভোট পদ্মফুলে দিন’’ ৷

আরও পড়ুন : তোলাবাজি নিয়ে এতদিন পর কেন সরব ? প্রশ্ন এড়ালেন শুভেন্দু

রেশনের 2 টাকা কেজি চাল নিয়েও আজ তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু ৷ বলেন, ‘‘সরকার 32 টাকায় মিল থেকে চাল কিনছে । তার মধ্যে 29 টাকা কেন্দ্র সরকার দিচ্ছে এবং এক টাকা রাজ্য সরকার আর বাকি 2 টাকা আপনি দিচ্ছেন। তাই জঙ্গলমহলে চাল কখনও বন্ধ হবে না।’’ আত্মবিশ্বাসী শুভেন্দুকে এও বলতে শোনা যায়, জুন মাসে বিজেপির সরকার এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1000 টাকা করে দেওয়া সব ভাতা 3 হাজার টাকা হয়ে যাবে ৷ এমনকি 500 টাকার কন্যাশ্রীদের পড়াশোনার দায়িত্ব বিজেপির সরকার নেবে ৷ 18 বছর হলে বেকার যুবক-যুবতিদের 2 লক্ষ টাকা করেও দেওয়া হবে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.