জলপাইগুড়ি, 28 জানুয়ারি : ময়নাগুড়ি ও ধুপগুড়ি রেলস্টেশনের মাঝে লাইনচ্যুত হল মালগাড়ি ৷ গতকাল রাত সাড়ে 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ মালগাড়িটির শেষের একটি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷
লুপ লাইন থেকে মেন লাইনে ঢোকার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি-অসমগামী মেন লাইন ৷ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন পরিষেবা ৷
খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থানে পৌঁছান আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের আধিকারিকরা ৷ পৌঁছায় রিকভারি ট্রেন ৷ প্রায় কয়েক ঘণ্টার চেষ্টার পর মালগাড়িটিকে লাইনে তোলার কাজ সম্পূর্ণ হয় ৷ তবে কী কারণে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে সেবিষয়ে তদন্ত করছেন আধিকারিকরা ৷
আরও পড়ুন : দাঁতনে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন
গুয়াহাটি থেকে শিলিগুড়ি যাচ্ছিল মালগাড়িটি ৷ জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ সাব ইন্সপেক্টর প্রেম সিং মিনা জানান, "আমরা লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি ৷ ট্রেনটিকে লাইন থেকে সরানো হয়েছে ৷ এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷