ETV Bharat / state

স্বাস্থ্যকেন্দ্রে জরুরি পরিষেবা চালু করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

ময়নাগুড়িতে চিকিৎসকের অভাব থাকায় 2 দিন চুরাভান্ডারের উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করেছে স্বাস্থ্য দপ্তর ৷ অভিযোগ চুরাভান্ডারের উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের নিয়ে যাওয়া হয়েছে ময়নাগুড়িতে ৷ ওই স্বাস্থ্য কেন্দ্রের উপর এলাকার কয়েক হাজার মানুষ নির্ভরশীল ৷ হঠাৎ করে জরুরি পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে এলাকাবাসীরা সমস্যায় পরেছেন ।

জাতীয় সড়ক অবরোধ
জাতীয় সড়ক অবরোধ
author img

By

Published : Oct 15, 2020, 8:45 PM IST

জলপাইগুড়ি, 15 অক্টোবর : স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । ময়নাগুড়ি ব্লকের চুরাভান্ডার উপস্বাস্থ্য কেন্দ্রের জরুরি পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে ৷ সেই জরুরি পরিষেবা চালুর দাবিতেই এই জাতীয় সড়ক অবরোধ ৷

ময়নাগুড়িতে চিকিৎসকের অভাব থাকায় 2 দিন চুরাভান্ডারের উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করেছে স্বাস্থ্য দপ্তর ৷ অভিযোগ চুরাভান্ডারের উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের নিয়ে যাওয়া হয়েছে ময়নাগুড়িতে ৷ ওই স্বাস্থ্য কেন্দ্রের উপর এলাকার কয়েক হাজার মানুষ নির্ভরশীল ৷ হঠাৎ করে জরুরি পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে এলাকাবাসীরা সমস্যায় পরেছেন । এরই প্রতিবাদে এদিন ময়নাগুড়ি ব্লকের চুরাভান্ডার বটতলা মোড়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা ।

জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

গ্রামবাসীদের জাতীয় সড়ক অবরোধের ফলে সমস্যায় পরেন দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে নিত্য যাত্রীরা । দীর্ঘ এক ঘণ্টা ধরে চলে এই অবরোধ ৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে আসে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ এলাকার বাসিন্দাদের দাবি, ফের স্বাস্থ্য কেন্দ্রের জরুরি পরিষেবা স্বাভাবিক করতে হবে, অন্যথা তাদের আন্দোলন চলবে । যদিও পরে আন্দোলন তুলে নেন তাঁরা ৷

জলপাইগুড়ি, 15 অক্টোবর : স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । ময়নাগুড়ি ব্লকের চুরাভান্ডার উপস্বাস্থ্য কেন্দ্রের জরুরি পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে ৷ সেই জরুরি পরিষেবা চালুর দাবিতেই এই জাতীয় সড়ক অবরোধ ৷

ময়নাগুড়িতে চিকিৎসকের অভাব থাকায় 2 দিন চুরাভান্ডারের উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করেছে স্বাস্থ্য দপ্তর ৷ অভিযোগ চুরাভান্ডারের উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের নিয়ে যাওয়া হয়েছে ময়নাগুড়িতে ৷ ওই স্বাস্থ্য কেন্দ্রের উপর এলাকার কয়েক হাজার মানুষ নির্ভরশীল ৷ হঠাৎ করে জরুরি পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে এলাকাবাসীরা সমস্যায় পরেছেন । এরই প্রতিবাদে এদিন ময়নাগুড়ি ব্লকের চুরাভান্ডার বটতলা মোড়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা ।

জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

গ্রামবাসীদের জাতীয় সড়ক অবরোধের ফলে সমস্যায় পরেন দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে নিত্য যাত্রীরা । দীর্ঘ এক ঘণ্টা ধরে চলে এই অবরোধ ৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে আসে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ এলাকার বাসিন্দাদের দাবি, ফের স্বাস্থ্য কেন্দ্রের জরুরি পরিষেবা স্বাভাবিক করতে হবে, অন্যথা তাদের আন্দোলন চলবে । যদিও পরে আন্দোলন তুলে নেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.