জলপাইগুড়ি, 6 মে : মোটর বাইকে দুইজন চড়লেই হাতজোড় করে সামনে চলে আসছে পুলিশ। জলপাইগুড়িতে নজরে আসছে পুলিশের এমনই গান্ধিগিরি । কেন্দ্রীয় সরকার জলপাইগুড়িকে রেড জ়োন ঘোষণা করেছে । যদিও রাজ্য সরকার তা বলছে না। তবে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। রেড জ়োনে দুইজন করে বাইকে ঘোরাঘুরি করতে দেওয়া হচ্ছে না ।
গতকাল বাইকে দু'জনকে দেখলেই একজনকে নামিয়ে দিয়েছে পুলিশ । জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকারকেও দেখা গেল সাধারণ মানুষকে বুঝিয়ে একজন করে মোটর বাইকে চলাচল করার পরামর্শ দিলেন। এমনকী অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ইলওয়াডকেও আসরে নামতে দেখা যায় । জলপাইগুড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ঢোকার মুখে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে । স্যানিটাইজ়ড হওয়ার পর বাজারে ঢোকার অনুমতি দিচ্ছে পুলিশ ।
কয়েকদিন আগেও পুলিশের ঢিলেঢালা মনোভাব নজরে এসেছিল । কিন্তু সংক্রমণ বাড়ায় গতকাল থেকে পুলিশ স্বমহিমায় আসরে নেমেছে । গতকাল জলপাইগুড়ির দিনবাজার, কদমতলা মোড়ে এলাকায় সক্রিয় থেকেছে পুলিশ । এমনকী অপ্রয়োজনে বাইরে বেরোনো বাইক সওয়ারিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় । অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "আমরা অপ্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ।"