ETV Bharat / state

জলপাইগুড়িতে নতুন করে কোরোনা আক্রান্ত 2 পরিযায়ী শ্রমিক - wb_jal_01_corona_positive_7203427

আজ রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে ওই 2 শ্রমিকের কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ৷ তারপরেই নাগরাকাটার কোয়ারানটিন সেন্টারের থাকা 2 শ্রমিককে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

two more migrant worker detected with covid-19 virus in jalpaiguri
জলপাইগুড়িতে নতুন করে কোরোনা আক্রান্ত 2 পরিযায়ী শ্রমিক
author img

By

Published : May 24, 2020, 10:51 PM IST

জলপাইগুড়ি, 24 মে : ফের পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা ভাইরাস । গত 15 মে নাগপুর থেকে ফিরেছিলেন নাগরাকাটার কয়েকজন পরিযায়ী শ্রমিক । তাঁদের মধ্যে থেকে 4 জনের কোরোনার উপসর্গ দেখা দিয়েছিল । গত 21 মে জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে সোয়াব পরীক্ষা করা হয় ৷ তাতে 2 জনের কোরোনার সংক্রমণের রিপোর্ট পজ়িটিভ পায় জেলা স্বাস্থ্য দপ্তর । জানা গেছে, ওই 2 শ্রমিকের বাড়ি নাগরাকাটার হিলা চা বাগানে ৷ বর্তমানে কোরোনা হাসপাতালে ভরতি এক কোরোনা পজ়িটিভ রোগীর চিকিৎসা চলছে ।

আজ রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে ওই 2 শ্রমিকের কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ৷ তারপরেই নাগরাকাটার কোয়ারানটিন সেন্টারের থাকা 2 শ্রমিককে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গের OSD ডঃ সুশান্ত রায় বলেন, নাগরাকাটার 2 পরিযায়ী শ্রমিকদের দেহে কোরোনা ভাইরাসের সংক্রমণের রিপোর্ট এসেছে ৷ তাঁদের বর্তমানে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে । তাঁদের সঙ্গে যে 2 জন এসেছিলেন ৷ তাঁরা অসমের বাসিন্দা ৷ অসমে ফিরে গেছেন ।

জলপাইগুড়ি, 24 মে : ফের পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা ভাইরাস । গত 15 মে নাগপুর থেকে ফিরেছিলেন নাগরাকাটার কয়েকজন পরিযায়ী শ্রমিক । তাঁদের মধ্যে থেকে 4 জনের কোরোনার উপসর্গ দেখা দিয়েছিল । গত 21 মে জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে সোয়াব পরীক্ষা করা হয় ৷ তাতে 2 জনের কোরোনার সংক্রমণের রিপোর্ট পজ়িটিভ পায় জেলা স্বাস্থ্য দপ্তর । জানা গেছে, ওই 2 শ্রমিকের বাড়ি নাগরাকাটার হিলা চা বাগানে ৷ বর্তমানে কোরোনা হাসপাতালে ভরতি এক কোরোনা পজ়িটিভ রোগীর চিকিৎসা চলছে ।

আজ রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে ওই 2 শ্রমিকের কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ৷ তারপরেই নাগরাকাটার কোয়ারানটিন সেন্টারের থাকা 2 শ্রমিককে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গের OSD ডঃ সুশান্ত রায় বলেন, নাগরাকাটার 2 পরিযায়ী শ্রমিকদের দেহে কোরোনা ভাইরাসের সংক্রমণের রিপোর্ট এসেছে ৷ তাঁদের বর্তমানে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে । তাঁদের সঙ্গে যে 2 জন এসেছিলেন ৷ তাঁরা অসমের বাসিন্দা ৷ অসমে ফিরে গেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.