ETV Bharat / state

অশোক ভট্টাচার্যের বাড়িতে রিপোর্ট কার্ড নিয়ে হাজির তৃণমূল জেলা সভাপতি - তৃণমূল

একদিকে যখন অশোক ভট্টাচার্যের বাড়িতে দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে হাজির হয়েছিলেন 20 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন সরকার । সেইসময় রঞ্জনবাবুর এলাকায় জনসযোগ কর্মসূচি করছিলেন অশোক ভট্টাচার্য । বোঝাা যাচ্ছে , নির্বাচনের আগে শিলিগুড়িতে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বাম ও তৃণমূল ।

Jalpaiguri
অশোক ভট্টাচার্যের বাড়িতে তৃণমূল জেলা সভাপতি
author img

By

Published : Dec 27, 2020, 4:17 PM IST

শিলিগুড়ি, 27 ডিসেম্বর : দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে বাম বিধায়ক তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের বাড়িতে হাজির হলেন 20 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন সরকার । বাংলার গর্ব মমতার দশ বছরের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে অশোকবাবুর বাড়িতে পৌঁছান রঞ্জনবাবু । অন্যদিকে, রঞ্জনবাবুর 20 নম্বর ওয়ার্ডেই জনসংযোগ করছেন অশোকবাবু ।

অশোকবাবু বলেন, "স্বাস্থ্যসাথী কার্ড কোনও কাজ করছে না । পিকে এবার ডুববেই ।" অন্যদিকে, অশোকবাবু না থাকায় তাঁর স্ত্রীর হাতে রিপোর্ট কার্ড তুলে দেন রঞ্জনবাবু । পালটা অশোকবাবুকে আক্রমণ করে তিনি বলেন, "এবার অশোকবাবু নিজেই ডুবে যাবেন ।"

আরও পড়ুন, মমতাকে সরাতে কেন্দ্রীয় ক্ষমতার ব্যবহার ? সরব শিবসেনা

বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে রাজনৈতিক ময়দানে বাম ও তৃণমূল । শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পৌরনিগম, এবং মহকুমা পরিষদের ক্ষমতায় টিকে থাকতে মরিয়া বামেরা । অন্যদিকে, রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের রিপোর্ট, দুয়ারে সরকারের মতো কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছে তৃণমূলও ।

শিলিগুড়ি, 27 ডিসেম্বর : দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে বাম বিধায়ক তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের বাড়িতে হাজির হলেন 20 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন সরকার । বাংলার গর্ব মমতার দশ বছরের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে অশোকবাবুর বাড়িতে পৌঁছান রঞ্জনবাবু । অন্যদিকে, রঞ্জনবাবুর 20 নম্বর ওয়ার্ডেই জনসংযোগ করছেন অশোকবাবু ।

অশোকবাবু বলেন, "স্বাস্থ্যসাথী কার্ড কোনও কাজ করছে না । পিকে এবার ডুববেই ।" অন্যদিকে, অশোকবাবু না থাকায় তাঁর স্ত্রীর হাতে রিপোর্ট কার্ড তুলে দেন রঞ্জনবাবু । পালটা অশোকবাবুকে আক্রমণ করে তিনি বলেন, "এবার অশোকবাবু নিজেই ডুবে যাবেন ।"

আরও পড়ুন, মমতাকে সরাতে কেন্দ্রীয় ক্ষমতার ব্যবহার ? সরব শিবসেনা

বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে রাজনৈতিক ময়দানে বাম ও তৃণমূল । শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পৌরনিগম, এবং মহকুমা পরিষদের ক্ষমতায় টিকে থাকতে মরিয়া বামেরা । অন্যদিকে, রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের রিপোর্ট, দুয়ারে সরকারের মতো কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছে তৃণমূলও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.