ডুয়ার্স, 2 জুন : টানা 20 মাস বন্ধ থাকার পর বুধবার খুলল ডুয়ার্সের কালচিনি ব্লকের তোর্ষা চা বাগান ৷ স্বভাবতই আনন্দের ঢেউ বাগানে । করোনা পরিস্থিতিতে হাসি ফুটল তোর্ষা চা বাগান শ্রমিক মহল্লায় ।
2019 সালের অক্টোবর মাসে বোনাস নিয়ে সমস্যার জেরে বন্ধ হয়ে যায় তোর্ষা চা বাগান । মঙ্গলবার শিলিগুড়ি যুগ্ম শ্রম আধিকারিক কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় খোলা হবে তোর্ষা চা বাগান । এর আগে শিলিগুড়িতে বৈঠক হয়েছিল ৷ তারপর একদিনের সিদ্ধান্তে বাগান খুলে যাওয়ায় খুশির হাওয়া চা বাগান জুড়ে ।
আরও পড়ুন : কথা রাখলেন লাভলি মৈত্র, দেখা করলেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে
এদিন চা বাগানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী, তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী, পাসাং লামা, আলিপুরদুয়ার সাংসদ জন বারলা-সহ তৃণমূল ও বিজেপির নেতৃত্বরা । বাগানের জেনারেল ম্যানেজার রুপেন্দ্র সিং রানাওয়াত জানিয়েছেন বাগান শ্রমিকদের দুটি বকেয়া বাকি রয়েছে । যেগুলো এই মাসেই মিটিয়ে দেওয়া হবে । 2019 সালের পুজোর বকেয়া বোনাসও দেওয়া হবে ।
দুবছর ধরে জমে থাকা আগাছার জঙ্গল পরিষ্কার করার দৃশ্য দেখা গেল চাবাগানে ৷ শ্রমিকরা সবাই কাজে যোগ দিয়েছেন ।