জলপাইগুড়ি, 27 অক্টোবর: একদিকে যখন তৃণমূল কংগ্রেসের আমলের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে হইচই পড়েছে রাজ্যজুড়ে, ঠিক সেই সময় শোকের ছায়া নেমে এল রাজ্যের আরেক প্রাক্তন খাদ্যমন্ত্রীর পরিবারে ৷ শুক্রবার সকালে আচমকাই মৃত্যু হল বাম আমলে খাদ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো পরেশ অধিকারীর ছেলের ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরেশ অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারীর (32) ৷
পরেশ অধিকারীর বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় ৷ সেখানেই শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন হীরকজ্যোতি ৷ পরিবারের লোকেরা তাঁকে সঙ্গে সঙ্গে কোচবিহারের চ্যারাবান্ধা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই ঘটনায় শোকস্তব্ধ পুরো অধিকারী পরিবার ৷ বাকরুদ্ধ হয়ে পড়েছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের আমলের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও ৷
পরিবারের অন্য সদস্যরাও কথা বলার মতো অবস্থায় নেই ৷ ফলে তিনি কী এ দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, নাকি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ হাসপাতালের সূত্র থেকেও এই বিষয়ে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি ৷
তবে স্থানীয়দের থেকে জানা গিয়েছে, হীরকজ্যোতি ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন ৷ সেই মেধার জোরেই তিনি চিকিৎসক হন ৷ বর্তমানে তিনি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন । অত্যন্ত সুনামের সঙ্গেই চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন হীরকজ্যোতি । ফলে এই ঘটনার খবর পাওয়ার পর ওই স্বাস্থ্যকেন্দ্রের অন্য চিকিৎসক, নার্স ও কর্মীরাও শোকস্তব্ধ ৷
এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মেখলিগঞ্জে পরেশ অধিকারীর বাড়ির সামনে অনুগামীদের ভিড় বাড়তে শুরু করেছে ৷ শাসক দলের কয়েকজন স্থানীয় নেতাও পরেশের বাড়িতে গিয়েছিলেন বলে খবর ৷
আরও পড়ুন: ঘরে-বাইরে সমালোচনা, চেনা ছন্দে ফিরছেন পরেশ