ETV Bharat / state

Tea Garden Workers Bonus: তরাই-ডুয়ার্সের চা শ্রমিকরা পুজো বোনাস পাবেন 20% হারে

তরাই ডুয়ার্সে (Terai Dooars Tea garden workers) 20 শতাংশ হারে পুজো বোনাস পাবেন চা শ্রমিকরা (Tea Garden Workers Bonus)৷

Terai Dooars Tea garden workers to get 20 per cent puja bonus
20% হারে পুজো বোনাস পাবেন তরাই ডুয়ার্সের চা শ্রমিকরা
author img

By

Published : Sep 2, 2022, 8:11 PM IST

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: দ্বিতীয় বৈঠকে চা শ্রমিকদের বোনাস (Puja Bonus) চুক্তি সম্পন্ন হল । তরাই ডুয়ার্সে (Terai Dooars Tea garden workers) এ বার এ, বি ও সি ক্যাটাগরিতে চা বাগানে 20% হারে বোনাস চুক্তি হল । চা বাগানের স্টাফ ও সাব স্টাফদের 20% হারে বোনাস দেওয়া হবে ।

2019 সালে 18.50 শতাংশের বোনাস রফা হয়েছিল । 2021 সালে 20 শতাংশেই বোনাস রফা হয় । এই বছর চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে 20%-এর বেশি বোনাস দাবি করা হয়েছিল ৷ কিন্তু মালিকপক্ষ তাতে রাজি হয়নি । অবশেষে 20 শতাংশ হারে বোনাস দিতে রাজি হয় চা বাগান মালিকপক্ষ ।

উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের মোট 183 চা বাগানে এই বোনাস দেওয়া হবে বলে জানালেন কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অমৃতাংশ চক্রবর্তী । তিনি বলেন, করোনাকালে খুবই ভালো একটা বোনাস চুক্তি হল । আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে বোনাস দিয়ে দেওয়া হবে । চা মালিক ও চা শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে ভার্চুয়ালি বোনাস চুক্তি সম্পন্ন হল । যে সমস্ত রুগ্ন চা বাগান আছে, সেই সব চা বাগানের অবস্থা অনুযায়ী 12% থেকে 19%-এর মধ্যে বোনাস দেওয়া হবে ।

আরও পড়ুন: আবহাওয়ার খামখেয়ালিপনায় উত্তরে বিপন্ন চা-শিল্প, পোকার আক্রমণে নাজেহাল চা-বাগান কর্তৃপক্ষ

উত্তরবঙ্গের সবচেয়ে বড় চা শিল্পে ভার্চুয়াল বৈঠকে বোনাস চুক্তি সম্পন্ন হল । সেপ্টেম্বরের মধ্যে যাতে বোনাসের টাকা দিয়ে দেওয়া যায়, মালিকপক্ষের কাছে সেই আর্জি জানানো হয়েছে ।

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: দ্বিতীয় বৈঠকে চা শ্রমিকদের বোনাস (Puja Bonus) চুক্তি সম্পন্ন হল । তরাই ডুয়ার্সে (Terai Dooars Tea garden workers) এ বার এ, বি ও সি ক্যাটাগরিতে চা বাগানে 20% হারে বোনাস চুক্তি হল । চা বাগানের স্টাফ ও সাব স্টাফদের 20% হারে বোনাস দেওয়া হবে ।

2019 সালে 18.50 শতাংশের বোনাস রফা হয়েছিল । 2021 সালে 20 শতাংশেই বোনাস রফা হয় । এই বছর চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে 20%-এর বেশি বোনাস দাবি করা হয়েছিল ৷ কিন্তু মালিকপক্ষ তাতে রাজি হয়নি । অবশেষে 20 শতাংশ হারে বোনাস দিতে রাজি হয় চা বাগান মালিকপক্ষ ।

উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের মোট 183 চা বাগানে এই বোনাস দেওয়া হবে বলে জানালেন কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অমৃতাংশ চক্রবর্তী । তিনি বলেন, করোনাকালে খুবই ভালো একটা বোনাস চুক্তি হল । আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে বোনাস দিয়ে দেওয়া হবে । চা মালিক ও চা শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে ভার্চুয়ালি বোনাস চুক্তি সম্পন্ন হল । যে সমস্ত রুগ্ন চা বাগান আছে, সেই সব চা বাগানের অবস্থা অনুযায়ী 12% থেকে 19%-এর মধ্যে বোনাস দেওয়া হবে ।

আরও পড়ুন: আবহাওয়ার খামখেয়ালিপনায় উত্তরে বিপন্ন চা-শিল্প, পোকার আক্রমণে নাজেহাল চা-বাগান কর্তৃপক্ষ

উত্তরবঙ্গের সবচেয়ে বড় চা শিল্পে ভার্চুয়াল বৈঠকে বোনাস চুক্তি সম্পন্ন হল । সেপ্টেম্বরের মধ্যে যাতে বোনাসের টাকা দিয়ে দেওয়া যায়, মালিকপক্ষের কাছে সেই আর্জি জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.