ETV Bharat / state

লেবার ওয়েলফেয়ার অফিসারের মৃতদেহ নিয়ে পথ অবরোধ চা শ্রমিকদের

গতকাল বানারহাট থেকে বাজার করে ফিরছিলেন তিনি । সেই সময় পিছন থেকে একটি মোটর বাইক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় । এরপর বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে ।

jalpaiguri news
jalpaiguri news
author img

By

Published : Oct 5, 2020, 4:26 PM IST

জলপাইগুড়ি, 5 অক্টোবর : পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মরাঘাট চা বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসারের । এরপরই অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে জাতীয় সড়ক অবরোধ করেন চা শ্রমিকরা । বানারহাট থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

গতকাল দুর্ঘটনায় মৃত্যু হয় বানারহাট থানার অন্তর্গত মরাঘাট চা বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসার গোপালচন্দ্র সাহার । বানারহাট থেকে বাজার করে ফিরছিলেন তিনি । সেই সময় পিছন থেকে একটি মোটর বাইক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় । এরপর বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে । অভিযুক্ত মোটর বাইক চালককে ধরা হলেও তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ । এরপরই আজ সকালে ওয়েলফেয়ার অফিসারের মৃতদেহ কাঁধে করে নিয়ে এসে কয়েক হাজার শ্রমিক জাতীয় সড়ক অবরোধ করেন ।

দুর্ঘটনায় মৃত ওয়েলফেয়ার অফিসারের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মরাঘাট চা বাগানের বাসিন্দারা । শ্রমিকদের দাবি, "আমাদের ওয়েলফেয়ার অফিসার দুর্ঘটনায় মারা গেলেন অথচ ঘাতককে পুলিশ ধরল না ।" স্থানীয় বাসিন্দা কাঞ্চন ছেত্রী বলেন, "আমাদের ম্যানেজারের মৃত্যুর জন্য যারা দায়ি আমরা তাদের কড়া শাস্তি চাই ।

আজ বিন্নাগুড়ি থেকে মালবাজারগামী 31 নম্বর জাতীয় সড়কে মৃতদেহ রেখে পথ অবরোধ করেন চা বাগানের শ্রমিকরা । খবর পেয়ে ঘটনাস্থানে এসে বানারহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । তবুও দোষীকে গ্রেপ্তারের দাবিতে অনড় থাকে চা শ্রমিকরা । এরপর বানারহাট থানার পুলিশ আশ্বাস দেয়, বিকেলে শ্রমিকদের সঙ্গে বৈঠক করবে এবং দোষীকে গ্রেপ্তার করা হবে । পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন শ্রমিকরা ।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)ডেংডুপ শেরপা বলেন, "মৃতদেহ নিয়ে চা শ্রমিকরা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন । আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি ।"

জলপাইগুড়ি, 5 অক্টোবর : পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মরাঘাট চা বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসারের । এরপরই অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে জাতীয় সড়ক অবরোধ করেন চা শ্রমিকরা । বানারহাট থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

গতকাল দুর্ঘটনায় মৃত্যু হয় বানারহাট থানার অন্তর্গত মরাঘাট চা বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসার গোপালচন্দ্র সাহার । বানারহাট থেকে বাজার করে ফিরছিলেন তিনি । সেই সময় পিছন থেকে একটি মোটর বাইক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় । এরপর বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে । অভিযুক্ত মোটর বাইক চালককে ধরা হলেও তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ । এরপরই আজ সকালে ওয়েলফেয়ার অফিসারের মৃতদেহ কাঁধে করে নিয়ে এসে কয়েক হাজার শ্রমিক জাতীয় সড়ক অবরোধ করেন ।

দুর্ঘটনায় মৃত ওয়েলফেয়ার অফিসারের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মরাঘাট চা বাগানের বাসিন্দারা । শ্রমিকদের দাবি, "আমাদের ওয়েলফেয়ার অফিসার দুর্ঘটনায় মারা গেলেন অথচ ঘাতককে পুলিশ ধরল না ।" স্থানীয় বাসিন্দা কাঞ্চন ছেত্রী বলেন, "আমাদের ম্যানেজারের মৃত্যুর জন্য যারা দায়ি আমরা তাদের কড়া শাস্তি চাই ।

আজ বিন্নাগুড়ি থেকে মালবাজারগামী 31 নম্বর জাতীয় সড়কে মৃতদেহ রেখে পথ অবরোধ করেন চা বাগানের শ্রমিকরা । খবর পেয়ে ঘটনাস্থানে এসে বানারহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । তবুও দোষীকে গ্রেপ্তারের দাবিতে অনড় থাকে চা শ্রমিকরা । এরপর বানারহাট থানার পুলিশ আশ্বাস দেয়, বিকেলে শ্রমিকদের সঙ্গে বৈঠক করবে এবং দোষীকে গ্রেপ্তার করা হবে । পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন শ্রমিকরা ।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)ডেংডুপ শেরপা বলেন, "মৃতদেহ নিয়ে চা শ্রমিকরা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন । আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.