জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর:সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'সুপার সিএম' বলে কটাক্ষ করলেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar criticises Abhishek Banerjee) । বুধবার লাটাগুড়িতে তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সুপার সিএম ৷ একসময় সঞ্জয় গান্ধিকে সুপার পিএম বলা হত ৷ উত্তরবঙ্গের লোকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না । ওনি উত্তরবঙ্গ বলতে বারণ করছেন ৷ উনি তো গোটা পশ্চিমবঙ্গকে কালীঘাট মনে করেন ।" বামেদের ভোট বাড়াতে চাইছে তৃণমূল, এদিন এই অভিযোগও করেছেন রাজ্য বিজেপি সভাপতি (Sukanta Majumdar) ৷
দুর্নীতি প্রসঙ্গেও এদিন ফের রাজ্য সরকারকে বিঁধেছেন সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumdar) ৷ কটাক্ষ করেছেন রাজ্য সরকারকেও ৷ তাঁর কথায়, "উত্তরবঙ্গের মানুষের এইমস মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়েছেন । হাসপাতাল নেই । উত্তরবঙ্গের মানুষের মানসম্মান ছিল, এই সরকার মানসম্মানটুকুও খেল । তৃণমূল সরকারের উচিৎ এক্ষুনি সুবীরেশ ভট্টাচার্যকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া । যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, এমন অপদার্থ মানুষকে সরিয়ে দেওয়া উচিৎ। তিনি কখনওই উপাচার্যের মতো সম্মানীয় পদে আর থাকতে পারেন না ।"
আরও পড়ুন: মেয়ে পুজোর কাজ সামলাতে পারবে না, জামিন দিন ! অনুব্রতর আর্জি মানল না আদালত
রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, "সুবীরেশবাবুর মতো অনেককে উপাচার্য পদে বসানো হয়েছে । উপাচার্য পদে বসার যা নির্দেশিকা আছে তা মানা হয়নি । এসএসসি'র চাকরি দেবার নাম করে টাকা তোলা হয়েছে । সব তদন্ত হওয়া উচিৎ। মুখ্যমন্ত্রী দায়ভার এড়াতে পারেন না । মুখ্যমন্ত্রীর অঙ্গুলিহেলন ছাড়া এতবড় দুর্নীতি সম্ভব নয় ৷"