ETV Bharat / state

Bikaner-Guwahati Express Accident : ইঞ্জিনের ট্রাকশন মোটর খুলে যাওয়াই বিপত্তি, প্রাথমিক তদন্তে জানাল রেল

দুর্ঘটনার 24 ঘণ্টা পর চালকের বিরুদ্ধে ময়নাগুড়ি জিআরপি থানায় অভিযোগ দায়ের ক্ষতিগ্রস্ত পরিবারের (primary investigation report of Bikaner Guwahati Express Accident)৷ কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা এলাকার মধুপুরধামের বাসিন্দা উত্তর রায় ও তাঁর পরিবার ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ছিল ৷

Bikaner-Guwahati Express Accident
ইঞ্জিনের ট্রাকশন মোটর খুলে যাওয়াই বিপত্তি, প্রথামিক তদন্তে জানাল রেল
author img

By

Published : Jan 14, 2022, 8:30 PM IST

Updated : Jan 14, 2022, 9:26 PM IST

জলপাইগুড়ি, 14 জানুয়ারি : ইঞ্জিনের ট্রাকশন মোটর খুলে যাওয়াতেই নাকি বিপত্তি ৷ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার (Bikaner-Guwahati Express Accident ) প্রাথমিক কারণ হিসেবে এই তথ্যই উঠে আসছে ৷ তদন্তকারীরা এখনও পর্যন্ত এই দুর্ঘটনার পিছনে ট্রেন চালকের গাফিলতি দেখেননি ৷ যদিও আহতদের একটি পরিবার মনে করছে, চালকের গাফিলতিই এর মূল কারণ ৷ আর তাতেই ময়নাগুড়ি জিআরপি থানায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির চালক প্রদীপ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কোচবিহারের আহতদের পরিবারের এক সদস্য ৷

কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা এলাকার মধুপুরধামের বাসিন্দা উত্তর রায় ও তাঁর পরিবার ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ছিল ৷ পরিবারের সকলেই অল্পবিস্তর আহত হয়েছেন ৷ এই মুহূর্তে তাঁরা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার 24 ঘণ্টা পর ওই ব্যক্তি ময়নাগুড়ি জিআরপি থানায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় (primary investigation report of Bikaner Guwahati Express Accident)৷ তাঁর মতে, চালক প্রদীপ রায়ের গাফিলতির কারণেই এতবড় দুর্ঘটনা ঘটেছে ৷ এমনটাই জানিয়েছেন ময়নাগুড়ি জিআরপি থানার ওসি হরিদাস মোদক ৷

আরও পড়ুন : Roopa Ganguly on Train Accident : ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি রূপার

বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ আহত অনেকে ৷ চালক প্রদীপ কুমার প্রাণে বেঁচেছেন ৷ দুর্ঘটনার সময়কার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, "ট্রেনটি 95-100 কিমি গতিতে ছিল ৷ দোমোহনি স্টেশনে সবুজ সংকেত দেখেই ট্রেনটি চালাচ্ছিলাম । হঠাৎ অ্যাডভান্স সিগন্যালের আগে ঝাঁকুনি অনুভব করি । এরপর ব্রেক কষে দিতেই দেখি পিছনে বগি উলটে গিয়েছে (jalpaiguri train accident news) । কীভাবে হল বুঝতেই পারলাম না । রেল ট্র‍্যাকের সমস্যার জন্যই এমন হয়েছে বলে মনে হচ্ছে ৷"

আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে প্রদীপ কুমারের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ । বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ট্রেন চালককে রাখা হয়েছে । আরপিএফের কমান্ডোরা নিরাপত্তায় রয়েছেন অভিশপ্ত ট্রেনটির চালক ৷

জলপাইগুড়ি, 14 জানুয়ারি : ইঞ্জিনের ট্রাকশন মোটর খুলে যাওয়াতেই নাকি বিপত্তি ৷ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার (Bikaner-Guwahati Express Accident ) প্রাথমিক কারণ হিসেবে এই তথ্যই উঠে আসছে ৷ তদন্তকারীরা এখনও পর্যন্ত এই দুর্ঘটনার পিছনে ট্রেন চালকের গাফিলতি দেখেননি ৷ যদিও আহতদের একটি পরিবার মনে করছে, চালকের গাফিলতিই এর মূল কারণ ৷ আর তাতেই ময়নাগুড়ি জিআরপি থানায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির চালক প্রদীপ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কোচবিহারের আহতদের পরিবারের এক সদস্য ৷

কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা এলাকার মধুপুরধামের বাসিন্দা উত্তর রায় ও তাঁর পরিবার ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ছিল ৷ পরিবারের সকলেই অল্পবিস্তর আহত হয়েছেন ৷ এই মুহূর্তে তাঁরা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার 24 ঘণ্টা পর ওই ব্যক্তি ময়নাগুড়ি জিআরপি থানায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় (primary investigation report of Bikaner Guwahati Express Accident)৷ তাঁর মতে, চালক প্রদীপ রায়ের গাফিলতির কারণেই এতবড় দুর্ঘটনা ঘটেছে ৷ এমনটাই জানিয়েছেন ময়নাগুড়ি জিআরপি থানার ওসি হরিদাস মোদক ৷

আরও পড়ুন : Roopa Ganguly on Train Accident : ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি রূপার

বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ আহত অনেকে ৷ চালক প্রদীপ কুমার প্রাণে বেঁচেছেন ৷ দুর্ঘটনার সময়কার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, "ট্রেনটি 95-100 কিমি গতিতে ছিল ৷ দোমোহনি স্টেশনে সবুজ সংকেত দেখেই ট্রেনটি চালাচ্ছিলাম । হঠাৎ অ্যাডভান্স সিগন্যালের আগে ঝাঁকুনি অনুভব করি । এরপর ব্রেক কষে দিতেই দেখি পিছনে বগি উলটে গিয়েছে (jalpaiguri train accident news) । কীভাবে হল বুঝতেই পারলাম না । রেল ট্র‍্যাকের সমস্যার জন্যই এমন হয়েছে বলে মনে হচ্ছে ৷"

আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে প্রদীপ কুমারের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ । বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ট্রেন চালককে রাখা হয়েছে । আরপিএফের কমান্ডোরা নিরাপত্তায় রয়েছেন অভিশপ্ত ট্রেনটির চালক ৷

Last Updated : Jan 14, 2022, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.