ETV Bharat / state

BJP সাংসদকে গৃহবন্দী করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে - BJP সাংসদ গৃহবন্দী, অভিযুক্ত পুলিশ

অভিযোগ, চা বাগানে দুস্থদের সাহায্যের জন্য যাচ্ছিলেন জন বারলা। কিন্তু, মাঝপথে তাঁকে আটকায় পুলিশ। এমনকী খাদ্য সামগ্রী বোঝাই পিক আপ ভ্যান থানায় ফিরিয়ে আনেন পুলিশকর্মীরা।

Police accused house arrest BJP MP
জন বারলা
author img

By

Published : Apr 14, 2020, 5:55 PM IST

জলপাইগুড়ি, 14 এপ্রিল: লকডাউনে দুস্থদের পাশে দাঁড়ানো নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল এবার। আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলা সোমবার অভিযোগ করেন, তিনি স্থানীয় চা বাগানের দুস্থদের সাহায্য করতে চেয়েছিলেন, এই "দোষে" কার্যত তাঁকে গৃহবন্দী করে রেখেছে রাজ্যের পুলিশ। বাধ্য হয়ে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি।

BJP সাংসদের বক্তব্য, রবিবার তিনি জলপাইগুড়ির লক্ষ্মী পাড়ার বাড়ি থেকে তাঁর লোকসভা কেন্দ্রের একটি চা বাগানে খাদ্য সামগ্রী বিতরণ করতে যান। কিন্তু, রাস্তায় তাঁকে পুলিশ আটকায়। এমনকী সাংসদের তরফে দুস্থদের সাহায্যের জন্য নিয়ে যাওয়া খাদ্য সামগ্রী বোঝোই ট্রাকটি ওই এলাকা থেকে থানায় এনে রেখে দেয় বীরপাড়া থানার পুলিশ। এরপর আজ সকালে সাংসদের বাড়ির চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় যাতে তিনি ওই এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিলি করতে না পারেন। রবিবার জলপাইগুড়ি জেলার বানারহাট থেকে আলিপুরদুয়ারের বান্দাপানি চা বাগানে যাচ্ছিলেন জন বারলা। কিন্তু, কিছুটা যাওয়ার পরই বানেরহাট থানার পুলিশ তাঁকে আটকায়। অন্যদিকে বান্দাপানিতে খাদ্য সামগ্রী বোঝাই পিক আপ ভ্যানটি পৌঁছে দেওয়া গেলেও, পুলিশ সেটিকে থানায় নিয়ে আসে বলে অভিযোগ।

গোটা ঘটনায় চরম ক্ষুব্ধ আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলা ৷ তিনি বলেন, "আমার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে বাড়ি থেকে বের হতে না পারি। এটা কী গণতন্ত্র ! বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হয়েছি। অমিত শাহকে চিঠি দিয়েছি।"

জলপাইগুড়ি, 14 এপ্রিল: লকডাউনে দুস্থদের পাশে দাঁড়ানো নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল এবার। আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলা সোমবার অভিযোগ করেন, তিনি স্থানীয় চা বাগানের দুস্থদের সাহায্য করতে চেয়েছিলেন, এই "দোষে" কার্যত তাঁকে গৃহবন্দী করে রেখেছে রাজ্যের পুলিশ। বাধ্য হয়ে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি।

BJP সাংসদের বক্তব্য, রবিবার তিনি জলপাইগুড়ির লক্ষ্মী পাড়ার বাড়ি থেকে তাঁর লোকসভা কেন্দ্রের একটি চা বাগানে খাদ্য সামগ্রী বিতরণ করতে যান। কিন্তু, রাস্তায় তাঁকে পুলিশ আটকায়। এমনকী সাংসদের তরফে দুস্থদের সাহায্যের জন্য নিয়ে যাওয়া খাদ্য সামগ্রী বোঝোই ট্রাকটি ওই এলাকা থেকে থানায় এনে রেখে দেয় বীরপাড়া থানার পুলিশ। এরপর আজ সকালে সাংসদের বাড়ির চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় যাতে তিনি ওই এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিলি করতে না পারেন। রবিবার জলপাইগুড়ি জেলার বানারহাট থেকে আলিপুরদুয়ারের বান্দাপানি চা বাগানে যাচ্ছিলেন জন বারলা। কিন্তু, কিছুটা যাওয়ার পরই বানেরহাট থানার পুলিশ তাঁকে আটকায়। অন্যদিকে বান্দাপানিতে খাদ্য সামগ্রী বোঝাই পিক আপ ভ্যানটি পৌঁছে দেওয়া গেলেও, পুলিশ সেটিকে থানায় নিয়ে আসে বলে অভিযোগ।

গোটা ঘটনায় চরম ক্ষুব্ধ আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলা ৷ তিনি বলেন, "আমার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে বাড়ি থেকে বের হতে না পারি। এটা কী গণতন্ত্র ! বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হয়েছি। অমিত শাহকে চিঠি দিয়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.