ETV Bharat / state

জলপাইগুড়িতে এনসেফালাইটিসে মৃত্যু 1, জানে না স্বাস্থ্যদপ্তর - North Bengal Medical college and Hopital

গত রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শেখরের মৃত্যু হয় । আলিপুরদুয়ার শিক্ষাদপ্তরের কর্মী ছিলেন শেখর । প্রায় দেড় মাস অসুস্থ ছিলেন । 15দিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেট তাঁর মৃত্যুর কারণ এনসেফালাইটিস বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা ।

jalpaiguri
jalpaiguri
author img

By

Published : Jun 2, 2020, 7:42 PM IST

জলপাইগুড়ি, 2জুন : কোরোনা সংক্রমণের আবহেই এনসেফালাইটিসের থাবা জলপাইগুড়ি শহরে । এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলপাইগুড়ি পাণ্ডাপাড়ার বাসিন্দা শেখর সরকারের (48) । যদিও এখনও সে বিষয়ে জানে না জেলা স্বাস্থ্যদপ্তর ।

গত রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শেখরের মৃত্যু হয় । আলিপুরদুয়ার শিক্ষাদপ্তরের কর্মী ছিলেন শেখর । প্রায় দেড় মাস অসুস্থ ছিলেন । 15দিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । ডেথ সার্টিফিকেট তাঁর মৃত্যুর কারণ এনসেফালাইটিস বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা ।

এইদিকে আজ সকালে শেখর সরকারের বাড়ির পাশে একটি শূকরের মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । অভিযোগ, পাণ্ডাপাড়া এলাকায় শেখরের বাড়ির পাশে শূকরের অবাধ বিচরণ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে একাধিকবার এই বিষয়ে জানানো হলেও শূকর ধরার কোনও উদ্যোগ নেওয়া হয়নি । যদিও কিছু বলতে চায়নি শেখরের পরিবার ।

শেখর সরকারের পরিবারে তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছেন । এইদিকে শহর সংলগ্ন সরকারি কর্মীর এনসেফালাইটিসে মৃত্যুর বিষয়ে কিছুই জানে না জলপাইগুড়ি স্বাস্থ্যদপ্তর । জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর এই বিষয়ে বলেন, “আমি শেখর রায়ের মৃত্যু সম্বন্ধে কিছু জানি না ।”

জলপাইগুড়ি, 2জুন : কোরোনা সংক্রমণের আবহেই এনসেফালাইটিসের থাবা জলপাইগুড়ি শহরে । এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলপাইগুড়ি পাণ্ডাপাড়ার বাসিন্দা শেখর সরকারের (48) । যদিও এখনও সে বিষয়ে জানে না জেলা স্বাস্থ্যদপ্তর ।

গত রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শেখরের মৃত্যু হয় । আলিপুরদুয়ার শিক্ষাদপ্তরের কর্মী ছিলেন শেখর । প্রায় দেড় মাস অসুস্থ ছিলেন । 15দিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । ডেথ সার্টিফিকেট তাঁর মৃত্যুর কারণ এনসেফালাইটিস বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা ।

এইদিকে আজ সকালে শেখর সরকারের বাড়ির পাশে একটি শূকরের মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । অভিযোগ, পাণ্ডাপাড়া এলাকায় শেখরের বাড়ির পাশে শূকরের অবাধ বিচরণ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে একাধিকবার এই বিষয়ে জানানো হলেও শূকর ধরার কোনও উদ্যোগ নেওয়া হয়নি । যদিও কিছু বলতে চায়নি শেখরের পরিবার ।

শেখর সরকারের পরিবারে তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছেন । এইদিকে শহর সংলগ্ন সরকারি কর্মীর এনসেফালাইটিসে মৃত্যুর বিষয়ে কিছুই জানে না জলপাইগুড়ি স্বাস্থ্যদপ্তর । জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর এই বিষয়ে বলেন, “আমি শেখর রায়ের মৃত্যু সম্বন্ধে কিছু জানি না ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.