শিলিগুড়ি, 11 এপ্রিল: ট্রেনের কামরায় গুলি ৷ এই ঘটনায় মারা গিয়েছেন এক ব্যক্তি ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনে (এনজেপি) ৷ ওই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে ৷ তাঁর নাম সঞ্জয় সিং পারমার (43) ৷ ওই প্রাক্তন সেনাকর্মী মধ্যপ্রদেশের ভিন্ড জেলার বাসিন্দা ৷ সঞ্জয় কামাক্ষ্যা থেকে দিল্লি যাচ্ছিলেন ৷ ট্রেনের মধ্যে সিট নিয়ে সহযাত্রীদের সঙ্গে তাঁর ঝামেলা বাধে ৷ সেই সময় নিজের লাইসেন্স বন্দুক বার করেন তিনি ৷ বচসা এতটাই চরমে পৌঁছয় যে ওই ব্যক্তি প্রথমে শূন্যে গুলি ছোড়েন ৷
সূত্রের খবর, বচসা থেকে বিষয়টি হাতাহাতিতে গড়ায় ৷ তখন অন্য যাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি চলছিল ৷ সেই সময় সঞ্জয় সিংয়েরই তলপেটে গুলি লাগে ৷ তাতেই মারা গিয়েছেন তিনি ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তারাও এসে তদন্ত করবে ৷ ফরেন্সিক দলও ঘটনাস্থল অর্থাৎ ওই কামরায় যাবে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
সোমবার রাতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এই গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷ সেই ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল ৷ কামরাটি থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ ৷ পুলিশ ও আরপিএফ সূত্রে জানা গিয়েছে, নর্থ ইস্ট এক্সপ্রেসের 12505 (ডাউন) ট্রেনে এই দুর্ঘটনা ঘটে ৷ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা 3 রাউন্ড গুলি চালানোর শব্দ শুনেছে ৷ এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্টেশনে ৷
সঙ্গে সঙ্গে আরপিএফের উচ্চাধিকারিকরা এবং রেলপুলিশ ঘটনাস্থলে ছুটে যান ৷ তাঁরা ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান ৷ সেখানে মৃতদেহের ময়নাতদন্ত হবে ৷ কে গুলি করেছে, তার তদন্তে পুলিশ রেলস্টেশনে তল্লাশি চালাতে শুরু করে ৷ তবে পুলিশ এখনও ধন্দে আছে, কে গুলি চালিয়েছে ? আদৌ এটা গুলি চালানোর ঘটনা কি না ? ঘটনাটি খুন নাকি আত্মহত্যা- এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন: ট্রেনের কামরায় পরপর গুলি, এনজেপিতে মৃত এক