জলপাইগুড়ি,11 অগাস্ট : 102 নম্বরে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেও অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ । রোগী অপেক্ষা করল দুপুর সাড়ে 12 টা থেকে সাড়ে 6 টা পর্যন্ত ৷ অভিযোগ, 19 বার 102 নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করলেও অ্যাম্বুলেন্স পেলেন না এক গর্ভবর্তী ৷ জলপাইগুড়ি সদর হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলল গর্ভবর্তী মহিলার পরিবার ।
জলপাইগুড়ি সদর মহকুমার হলদিবাড়ি চা বাগানের বাসিন্দা ললিতা ওঁড়াও ৷ ললিতার পরিবারের অভিযোগ, গতকাল ললিতার প্রসব বেদনা শুরু হলে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের জন্য 102 নম্বরে 19 বার ফোন করে ৷ কিন্তু দুপুর থেকে বিকেল অবধি অপেক্ষা করেও ললিতাকে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাব থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা যায়নি । সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অ্যাম্বুলেন্সের অন্য অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন ললতিরা পরিবার । এরপর সংবাদ মাধ্যমের চেষ্টায় ব্যবস্থা হয় অ্যাম্বুলেন্সের ।
মহিলার স্বামী মনোজ ওঁড়াও এবং তার ভাই কৃষ্ণা ওঁড়াও এর অভিযোগ, দুপুর সাড়ে 12 টা থেকে 102 নম্বরে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেও 6 ঘন্টা ধরে কোনও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়নি । 19 বার ফোন করে নাম রেজিস্টার করা হয় । ফোনে জানান হয়, আধ ঘন্টার মধ্যে গাড়ি পাঠানো হচ্ছে । কিন্তু কোনও অ্যাম্বুলেন্সই পাঠানো হয়নি । ডাক্তার বলে দিয়েছিল খুব খারাপ অবস্থা, সেই কারণে আরও দিকবিদিক শূন্য হয়ে পড়ে সকলে । উপায় না দেখে, সংবাদ মাধ্যমের কর্মীদের জানান হয় ৷ তারপর তাদের ব্যবস্থা করা অ্যাম্বুলেন্সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷