ETV Bharat / state

হাতির হামলায় মৃত ব্যক্তি

৩১ নম্বর জাতীয় সড়কে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছে তাঁর ছেলেও।

elephant attack
author img

By

Published : Mar 1, 2019, 11:23 PM IST

মেটেলি, ১ মার্চ : ৩১ নম্বর জাতীয় সড়কে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ফলু সরকার। বাড়ি শুল্কাপাড়া ছটটুন্ডু এলাকায়। জখম হয়েছে তাঁর ছেলেও। লাটাগুড়ি মহাকাল ধাম এলাকার ঘটনা। ঘটনাস্থানে যায় মেটেলি থানার পুলিশ।

আজ বিকেলে লাটাগুড়ি জঙ্গল মধ্যবর্তী মহাকাল ধাম এলাকা সংলগ্ন জাতীয় সড়কে হঠাৎই একটি বুনো হাতি উঠে আসে। সেইসময় বাইক নিয়ে এক ব্যক্তি ও তাঁর ছেলে বাইকে করে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। বুনো হাতিটি তাদের উপর হামলা চালায়। হামলার পর হাতিটি রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকে যায়। গুরুতর জখম হয় বাবা ও ছেলে।

স্থানীয় লোকজন মেটেলি থানায় খবর দেওয়ায় ঘটনাস্থানে পুলিশ আসে। জখমদের আর্থ মুভারে করে মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ফলু সরকারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

মেটেলি, ১ মার্চ : ৩১ নম্বর জাতীয় সড়কে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ফলু সরকার। বাড়ি শুল্কাপাড়া ছটটুন্ডু এলাকায়। জখম হয়েছে তাঁর ছেলেও। লাটাগুড়ি মহাকাল ধাম এলাকার ঘটনা। ঘটনাস্থানে যায় মেটেলি থানার পুলিশ।

আজ বিকেলে লাটাগুড়ি জঙ্গল মধ্যবর্তী মহাকাল ধাম এলাকা সংলগ্ন জাতীয় সড়কে হঠাৎই একটি বুনো হাতি উঠে আসে। সেইসময় বাইক নিয়ে এক ব্যক্তি ও তাঁর ছেলে বাইকে করে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। বুনো হাতিটি তাদের উপর হামলা চালায়। হামলার পর হাতিটি রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকে যায়। গুরুতর জখম হয় বাবা ও ছেলে।

স্থানীয় লোকজন মেটেলি থানায় খবর দেওয়ায় ঘটনাস্থানে পুলিশ আসে। জখমদের আর্থ মুভারে করে মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ফলু সরকারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.