ETV Bharat / state

জাতীয় সংগীত পালটে দেখাক, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার - Mamata Banerjee attacked BJP

চাকরির প্রতিশ্রতি , বহিরাগত ইশু থেকে জাতীয় সংগীত , গোর্খাল্যান্ড-সহ একাধিক ইশু নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের । বললেন, বিজেপি হিংসা ও কুৎসার রাজনীতি করছে ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 15, 2020, 3:51 PM IST

Updated : Dec 17, 2020, 7:26 PM IST

জলপাইগুড়ি , 15 ডিসেম্বর : উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ির সভায় বিজেপিকে একাধিক ইশুতে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি দেশের জাতীয় সংগীত বদলের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী ৷ এবার সেই প্রসঙ্গ টেনে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন , "জাতীয় সংগীত পালটে দেখাক ।" সেইসঙ্গে বিজেপিকে ডাকাত বলেও আক্রমণ করেন তিনি ।

সম্প্রতি বিজেপির একাধিক নেতা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। এবার সেই প্রসঙ্গে বিজেপিকে একহাত নেন মমতা। বলেন, "আজ ভয়ে উত্তরপ্রদেশ কথা বলতে পারে না, রাজস্থান-দিল্লি কথা বলতে পারে না। সারা ভারত কথা বলতে পারে না। কী করবে রাষ্ট্রপতি শাসন ? একটু করে দেখো না। দারুণ হবে, করে দেখো। আমার অনেক কাজ কমে যাবে । আমি অন্তত সারা জায়গায় মিছিল-মিটিং করে ঘুরে বেড়াব । আর তোমাদের ভোটটাও নিয়ে নেব । একটু করে দেখাও। আমরা আন্দোলন থেকে উঠে আসা লোক । মার খেতে খেতে উঠে আসা লোক । আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনও জায়গা নেই যেখানে পেটায়নি ।"

বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ তোলেন মমতা। বলেন , মানুষে-মানুষে ভাগাভাগি করাই ওদের কাজ । কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি । দাঙ্গা লাগিয়ে দিচ্ছে । কোথাও রাজবংশীর সঙ্গে বাঙালি । কোথাও বোড়োর সঙ্গে রাজবংশীর দাঙ্গা লাগিয়ে দিচ্ছে । মমতার অভিযোগ , "প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না বিজেপি । চা বাগান খুলবে বলেও খোলেনি । 2 কোটি চাকরির কথা বলেছিল । 2 লাখ চাকরিও দেয়নি । বিজেপি চাকরির ফর্ম বিলি করছে । চাকরির ফর্ম বিলি করে কী হবে ? " তিনি আরও বলেন , "বিজেপির উদ্দেশ্য বাংলাকে গুজরাত বানানো । আমরা বাংলাকে গুজরাত বানাতে দেব না । রাজ্যের পুলিশকে ভয় দেখাচ্ছে ওরা ।"

ভিডিয়োয় শুনুন-তৃণমূল নেত্রীর বক্তব্য

আরও পড়ুন , প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না বিজেপি : মমতা

আজ জনসভায় তিনি জানান , আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কাজ করেছে তৃণমূল সরকার । সব প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে । বলেন , "আলিপুরদুয়ার জেলা 100 শতাংশ পরিষেবা পায় । জলপাইগুড়ি জেলায় উত্তরকন্যা, সার্কিট বেঞ্চ আছে । বেঙ্গল সাফারিটাও জলপাইগুড়িতে তৈরি হয়েছে । জয়ী সেতু রেডি হয়ে গেছে । জলপাইগুড়িতে বাকি কিছু নেই, সব করে দিয়েছি । আলিপুরদুয়ারেও নতুন বিশ্ববিদ্যালয় করে দিয়েছি । "

অন্যদিকে দীর্ঘদিনের দাবি মেনে ময়নাগুড়ি, ফালাকাটা পৌরসভা তৈরি এবং ক্রান্তি ও বানারহাট ব্লক তৈরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে ছোটো-বড় না মেনে পুরানো-নতুন সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি ।

জলপাইগুড়ি , 15 ডিসেম্বর : উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ির সভায় বিজেপিকে একাধিক ইশুতে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি দেশের জাতীয় সংগীত বদলের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী ৷ এবার সেই প্রসঙ্গ টেনে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন , "জাতীয় সংগীত পালটে দেখাক ।" সেইসঙ্গে বিজেপিকে ডাকাত বলেও আক্রমণ করেন তিনি ।

সম্প্রতি বিজেপির একাধিক নেতা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। এবার সেই প্রসঙ্গে বিজেপিকে একহাত নেন মমতা। বলেন, "আজ ভয়ে উত্তরপ্রদেশ কথা বলতে পারে না, রাজস্থান-দিল্লি কথা বলতে পারে না। সারা ভারত কথা বলতে পারে না। কী করবে রাষ্ট্রপতি শাসন ? একটু করে দেখো না। দারুণ হবে, করে দেখো। আমার অনেক কাজ কমে যাবে । আমি অন্তত সারা জায়গায় মিছিল-মিটিং করে ঘুরে বেড়াব । আর তোমাদের ভোটটাও নিয়ে নেব । একটু করে দেখাও। আমরা আন্দোলন থেকে উঠে আসা লোক । মার খেতে খেতে উঠে আসা লোক । আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনও জায়গা নেই যেখানে পেটায়নি ।"

বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ তোলেন মমতা। বলেন , মানুষে-মানুষে ভাগাভাগি করাই ওদের কাজ । কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি । দাঙ্গা লাগিয়ে দিচ্ছে । কোথাও রাজবংশীর সঙ্গে বাঙালি । কোথাও বোড়োর সঙ্গে রাজবংশীর দাঙ্গা লাগিয়ে দিচ্ছে । মমতার অভিযোগ , "প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না বিজেপি । চা বাগান খুলবে বলেও খোলেনি । 2 কোটি চাকরির কথা বলেছিল । 2 লাখ চাকরিও দেয়নি । বিজেপি চাকরির ফর্ম বিলি করছে । চাকরির ফর্ম বিলি করে কী হবে ? " তিনি আরও বলেন , "বিজেপির উদ্দেশ্য বাংলাকে গুজরাত বানানো । আমরা বাংলাকে গুজরাত বানাতে দেব না । রাজ্যের পুলিশকে ভয় দেখাচ্ছে ওরা ।"

ভিডিয়োয় শুনুন-তৃণমূল নেত্রীর বক্তব্য

আরও পড়ুন , প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না বিজেপি : মমতা

আজ জনসভায় তিনি জানান , আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কাজ করেছে তৃণমূল সরকার । সব প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে । বলেন , "আলিপুরদুয়ার জেলা 100 শতাংশ পরিষেবা পায় । জলপাইগুড়ি জেলায় উত্তরকন্যা, সার্কিট বেঞ্চ আছে । বেঙ্গল সাফারিটাও জলপাইগুড়িতে তৈরি হয়েছে । জয়ী সেতু রেডি হয়ে গেছে । জলপাইগুড়িতে বাকি কিছু নেই, সব করে দিয়েছি । আলিপুরদুয়ারেও নতুন বিশ্ববিদ্যালয় করে দিয়েছি । "

অন্যদিকে দীর্ঘদিনের দাবি মেনে ময়নাগুড়ি, ফালাকাটা পৌরসভা তৈরি এবং ক্রান্তি ও বানারহাট ব্লক তৈরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে ছোটো-বড় না মেনে পুরানো-নতুন সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি ।

Last Updated : Dec 17, 2020, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.