জলপাইগুড়ি, 18 অক্টোবর: মালবাজারে হড়পা বানে (Malbazar Flash Flood Accident) নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ মঙ্গলবার তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি দেওয়া হবে ৷
সোমবারই জলপাইগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকে তিনি সোজা মালবাজার চলে যান ৷ দেখা করেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে ৷ তার পর মঙ্গলবার মালবাজারে অংশ নেন এক প্রশাসনিক সভার ৷ ওই সভা থেকেই তিনি এই ঘোষণা করেছেন ৷
একই সঙ্গে বিজয়া দশমীর সেই রাতে দুর্ঘটনার সময় যাঁরা অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন, তাঁদের পাশেও দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ওই উদ্ধারকারীদের এক লক্ষ টাকা করে সরকারি সাহায্য দিয়েছেন তিনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, মালবাজারে বিজয়া দশমীর (Bijoya Dashami) রাতে বিসর্জন চলাকালীন মাল নদীতে হড়পা বান আসে ৷ তাতে মৃত্যু হয় আটজনের ৷ আহত হন অনেকে ৷ দুর্ঘটনার পরই নিহতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ একই সঙ্গে আহতদেরও 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় ৷
তার পর মঙ্গলবার আবার তাঁদের হাতে সরকারি সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী ৷ এই দুর্ঘটনায় আহত, নিহতদের পরিবার ও উদ্ধারকারীদের পাশে দাঁড়াতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরির অফার লেটার তুলে দেন ৷ সেখানে দু’টি বিকল্প রাখা হয়েছে ৷ কোন চাকরিতে তাঁরা যোগ দিতে চায়, সেই সিদ্ধান্তের ভার নিহতদের পরিবারের সদস্যদের হাতেই ছেড়েছে প্রশাসন ৷
অন্যদিকে যাঁরা উদ্ধার করেছিলেন, সেই সাতজনকেও এদিন মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রীর ৷ তাঁদের সঙ্গে কথা বলেন তিনি ৷ কে কী কাজ করেন, সেই বিষয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী ৷ তার পর কয়েকজনকে সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) কাজের প্রতিশ্রুতি দেন ৷ কয়েকজনকে অন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি ৷ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি ৷ এছাড়া ওই সাতজনকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও দেন তিনি ৷
এছাড়া ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মাল আদর্শ বিদ্যাভবনকে মাঠের জন্য 10 লক্ষ টাকা এবং আলিপুরদুয়ারের 53 জন আদিবাসী সাংস্কৃতিক শিল্পীদের সিভিকে চাকরির ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: মালবাজারে মমতা, দেখা করলেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে