ETV Bharat / state

লকডাউন ? বেলাকোবা হাটে বিকোচ্ছে তাবিজ থেকে প্রসাধনী ! - Corona Virus

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন করে দেওয়া হয়েছে । নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সব দোকান পাট বন্ধ । কিন্ত এক অন্য চিত্র ধরা পরেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা কিষান মান্ডির হাটে ।

Lockdown nevertheless sells cosmetics from amulets at Belakoba Hat
লকডাউন তবু বেলাকোবা হাটে বিক্রি তাবিজ থেকে প্রসাধনী দ্রব্য
author img

By

Published : Apr 11, 2020, 6:32 PM IST

জলপাইগুড়ি, 11এপ্রিল : সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে হাট বসেছে । তাবিজ, প্লাস্টিকের দড়ি থেকে শুরু করে বিক্রি হচ্ছে ভাজাপোড়াও । লকডাউনের মাঝেই হাটে বিক্রি হচ্ছে প্রসাধনীর জিনিসপত্র । পাউডার থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে বেলাকোবা হাটে।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন করে দেওয়া হয়েছে । নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সব দোকান পাট বন্ধ । কিন্ত এক অন্য চিত্র ধরা পরেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা কিষান মান্ডির হাটে । সপ্তাহে বুধবার ও শনিবার দুদিন বেলাকোবা বট তলায় হাট বাজার বসে থাকে। কিন্তু লকডাউনের পরেই সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বিক্রি হচ্ছে জামাকাপড় থেকে শুরু করে হরেক রকম জিনিসপত্র । সামাজিক দূরত্ব না মেনেই বসেছে বাজার ।

স্থানীয় বাসিন্দা নকুন দাস বলেন, ‘‘সরকারি নিষেধাজ্ঞা সত্বেও বেলাকোবা বটতলায় বাজার বসেছে অন্যান্য দিনের মতই । হাটে তাবিজ থেকে শুরু করে সবকিছুই বিক্রি হচ্ছে । তাবিজ কি নিত্যপ্রয়োজনীয় জিনিস যে বিক্রি হচ্ছে? কিন্তু দেখার কেউ নেই পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভুমিকা পালন করছে । যেখানে সামাজিক দূরত্ব মেনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করার অনুমতি রয়েছে, সেখানে হাটে ঝুরি ভাজা থেকে শুরু করে তাবিজ সবই পাওয়া যাচ্ছে ।

জলপাইগুড়ি, 11এপ্রিল : সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে হাট বসেছে । তাবিজ, প্লাস্টিকের দড়ি থেকে শুরু করে বিক্রি হচ্ছে ভাজাপোড়াও । লকডাউনের মাঝেই হাটে বিক্রি হচ্ছে প্রসাধনীর জিনিসপত্র । পাউডার থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে বেলাকোবা হাটে।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন করে দেওয়া হয়েছে । নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সব দোকান পাট বন্ধ । কিন্ত এক অন্য চিত্র ধরা পরেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা কিষান মান্ডির হাটে । সপ্তাহে বুধবার ও শনিবার দুদিন বেলাকোবা বট তলায় হাট বাজার বসে থাকে। কিন্তু লকডাউনের পরেই সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বিক্রি হচ্ছে জামাকাপড় থেকে শুরু করে হরেক রকম জিনিসপত্র । সামাজিক দূরত্ব না মেনেই বসেছে বাজার ।

স্থানীয় বাসিন্দা নকুন দাস বলেন, ‘‘সরকারি নিষেধাজ্ঞা সত্বেও বেলাকোবা বটতলায় বাজার বসেছে অন্যান্য দিনের মতই । হাটে তাবিজ থেকে শুরু করে সবকিছুই বিক্রি হচ্ছে । তাবিজ কি নিত্যপ্রয়োজনীয় জিনিস যে বিক্রি হচ্ছে? কিন্তু দেখার কেউ নেই পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভুমিকা পালন করছে । যেখানে সামাজিক দূরত্ব মেনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করার অনুমতি রয়েছে, সেখানে হাটে ঝুরি ভাজা থেকে শুরু করে তাবিজ সবই পাওয়া যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.