জলপাইগুড়ি, 19 মে : নূন্যতম মজুরির দাবিতে জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনারের দফতরে আজ, বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন চা- শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের সদস্যরা । আগামী 6 জুন উত্তরবঙ্গের সকল চা বাগানের শ্রমিকরা তাদের নূন্যতম মজুরি দাবিতে বিক্ষোভ দেখাবেন শিলিগুড়িতে ৷
প্রসঙ্গেই, এনইপিডাব্লুউ নেতা দেবব্রত নাগ হুমকি দিয়ে বলেন, ‘‘চা শ্রমিকদের নূন্যতম মজুরি সম্পর্কিত 18টি বৈঠক হয়েছে । তারপরেও মেলেনি কোনও সুরাহা । অন্তর্বর্তী মজুরি দিয়ে সরকার শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে । মজুরি বৃদ্ধির সময় রাজ্য এবং কেন্দ্র উভয় একে অপরের উপর দায় চাপাচ্ছে ৷ রাজ্য সরকার বলে দিক, তারা কিছুই করতে পারবে না । তাহলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে বুঝে নেব । তারা সেটাও বলছে না । আমরা চা শ্রমিকদের নূন্যতম মজুরির আদায়ের জন্য আগামী 6 জুন শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করব । চা শ্রমিকদের দাবি আদায় করে নেব ।’’
আরও পড়ুন : ABVP Protest in Siliguri : শিলিগুড়িতে চপ মুড়ি হাতে বিক্ষোভ এবিভিপির
বর্তমানে চা শ্রমিকরা 202 টাকা মজুরি পাচ্ছেন । কিন্তু 23 টি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের দাবি নূন্যতম মজুরির । সেই মজুরি কত হবে সেটা এখনও ঠিক হয়নি । সেই নূন্যতম মজুরির দাবিতেই জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে শ্রমিক সংগঠন ।