ETV Bharat / state

Jalpaiguri Covid Hospital Close: প্রায় ২ বছর পর বন্ধ করা হল জলপাইগুড়ি কোভিড হাসপাতাল - After Two Years Jalpaiguri Covid Hospital Close

দুই বছর পর কোভিড হাসপাতাল বন্ধ করা হল জলপাইগুড়িতে। যদি কোভিডের সংখ্যা বাড়ে তাহলে আবারও কোভিড হাসপাতাল খুলে দেওয়া হবে বলে জানান হাসপাতাল সুপার (After Two Years Jalpaiguri Covid Hospital Close)৷

Jalpaiguri Covid Hospital Closed
প্রায় ২ বছর পর বন্ধ করা হল জলপাইগুড়ি কোভিড হাসপাতাল
author img

By

Published : Mar 9, 2022, 10:12 PM IST

জলপাইগুড়ি, 7 মার্চ: জলপাইগুড়িতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনস্থিত কোভিড হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল।প্রায় দুই বছর পর বন্ধ করে দেওয়া হল জলপাইগুড়ির একমাত্র কোভিড হাসপাতালটি। যদিও হাসপাতাল বন্ধ থাকলেও পরিকাঠামো সচল রাখা হচ্ছে বলে জানান সদর হাসপাতালের সুপার গয়ারাম নষ্কর। যদি কোভিডের বারবড়ন্ত হয় এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আবারও কোভিড হাসপাতাল খুলে দেওয়া হবে। 2020 সালের এপ্রিল মাসে চালু করা হয়েছিল জলপাইগুড়ি কোভিড হাসপাতাল (After Two Years Jalpaiguri Covid Hospital Closed)৷

বুধবার থেকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে সব সরঞ্জাম সরিয়ে ফেলার কাজ শুরু করা হল। জানা গিয়েছে এখন মাত্র একজন রোগী জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সুত্রে খবর, সপ্তাহে এক দু'জন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত কোভিড হাসপাতাল বন্ধ করতে বলা হয়েছে। তাই হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল। কোভিড হাসপাতাল পরিচালনা করার জন্য বাড়তি খরচ বহন করবে না রাজ্য স্বাস্থ্য দফতর।

এদিকে দুই চার জন কোভিড রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে সদর হাসপাতালে আলাদা বিভাগ করা হয়েছে। সদর হাসপাতালে কোভিড আক্রান্ত পুরুষ রোগীদের জন্য পুরনো মেডিসিন ওয়ার্ড চালু করা হচ্ছে। অন্যদিকে গর্ভবতী মহিলারা করোনা আক্রান্ত হয়ে যে বিভাগে থাকতেন, সেখানে কোভিড আক্রান্ত মহিলাদের রাখা হচ্ছে।

আরও পড়ুন:জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা উন্নয়নে প্রস্তাব তিন সামাজিক সংগঠনের

সদর হাসপাতাল সুপার ডাঃ গয়ারাম নষ্কর বলেন, "কোভিড হাসপাতালে দামি অনেক সরঞ্জাম রয়েছে। যাতে করে সরঞ্জাম চুরি না হয় তাই সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে কোনও নিরাপত্তারক্ষী নেই। কিন্তু অক্সিজেন পাইপ লাইন যেমন ছিল তেমনি থাকছে''। প্রয়োজনে ফের কোভিড হাসপাতাল খোলা হবে বলে তিনি জানান।

জলপাইগুড়ি, 7 মার্চ: জলপাইগুড়িতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনস্থিত কোভিড হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল।প্রায় দুই বছর পর বন্ধ করে দেওয়া হল জলপাইগুড়ির একমাত্র কোভিড হাসপাতালটি। যদিও হাসপাতাল বন্ধ থাকলেও পরিকাঠামো সচল রাখা হচ্ছে বলে জানান সদর হাসপাতালের সুপার গয়ারাম নষ্কর। যদি কোভিডের বারবড়ন্ত হয় এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আবারও কোভিড হাসপাতাল খুলে দেওয়া হবে। 2020 সালের এপ্রিল মাসে চালু করা হয়েছিল জলপাইগুড়ি কোভিড হাসপাতাল (After Two Years Jalpaiguri Covid Hospital Closed)৷

বুধবার থেকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে সব সরঞ্জাম সরিয়ে ফেলার কাজ শুরু করা হল। জানা গিয়েছে এখন মাত্র একজন রোগী জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সুত্রে খবর, সপ্তাহে এক দু'জন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত কোভিড হাসপাতাল বন্ধ করতে বলা হয়েছে। তাই হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল। কোভিড হাসপাতাল পরিচালনা করার জন্য বাড়তি খরচ বহন করবে না রাজ্য স্বাস্থ্য দফতর।

এদিকে দুই চার জন কোভিড রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে সদর হাসপাতালে আলাদা বিভাগ করা হয়েছে। সদর হাসপাতালে কোভিড আক্রান্ত পুরুষ রোগীদের জন্য পুরনো মেডিসিন ওয়ার্ড চালু করা হচ্ছে। অন্যদিকে গর্ভবতী মহিলারা করোনা আক্রান্ত হয়ে যে বিভাগে থাকতেন, সেখানে কোভিড আক্রান্ত মহিলাদের রাখা হচ্ছে।

আরও পড়ুন:জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা উন্নয়নে প্রস্তাব তিন সামাজিক সংগঠনের

সদর হাসপাতাল সুপার ডাঃ গয়ারাম নষ্কর বলেন, "কোভিড হাসপাতালে দামি অনেক সরঞ্জাম রয়েছে। যাতে করে সরঞ্জাম চুরি না হয় তাই সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে কোনও নিরাপত্তারক্ষী নেই। কিন্তু অক্সিজেন পাইপ লাইন যেমন ছিল তেমনি থাকছে''। প্রয়োজনে ফের কোভিড হাসপাতাল খোলা হবে বলে তিনি জানান।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.